নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইফতারে অনেকেরই চাই প্রাণ জুড়ানো লাচ্ছি। কারও কারও আবার যেনতেন লাচ্ছি হলে চলবে না। সেটা আসতে হবে পুরান ঢাকার জনপ্রিয় বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদা থেকে! আবার কেউ আবদার করতে পারেন ‘চা অ্যান্ড চিল’-এর এক কাপ চায়ের জন্য। এক ছাদের নিচে এ রকম নানান রুচির মানুষের সাধ মেটাতে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউর মাঠে শুরু হয়েছে ‘ফুডি ইফতার ও সেহরি ফেস্ট’।
পুরান ঢাকাসহ রাজধানীর ৩০টি জনপ্রিয় খাবারের আউটলেট নিয়ে বনানীতে ২০ মার্চ থেকে শুরু হয়েছে ইফতার ও সেহরির খাদ্যসামগ্রীর এ উৎসব। চলবে ২৯ মার্চ পর্যন্ত। অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও রয়েছে হাঁড়ি, ওয়াফেল আপ, মোস্তাকিম ভ্যারাইটিজ কাবাব অ্যান্ড সুপ, ডিসেন্ট হালিম, বিরিয়ানি বাজার, সামশাদ বার্গার, ঢাকা মেট্রো রেস্টুরেন্ট, ট্রি স্টেট ইটারি, ক্যাপ্টেনস ওয়ার্ল্ডের মতো জনপ্রিয় সব খাবারের আউটলেট। এখানে পছন্দের সব মজার খাবার দিয়ে ইফতার ও সেহরি করার সুযোগ পাওয়া যাচ্ছে।
উৎসবের আয়োজক ফুডি বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ শাহনেওয়াজ মান্নান বলেন, ‘পবিত্র রমজান উপলক্ষে এক জায়গায় বিভিন্ন আউটলেটের খাবার উপভোগের এটা একটা দারুণ সুযোগ। শুধু এখানে এসেই খাওয়া যাবে তা নয়; অর্ডার করে ডেলিভারিও নেওয়া যাবে। একা বা পরিবারসহ এসে এসব খাবারের স্বাদ নেওয়ার সুযোগ আছে।’
শাহনেওয়াজ মান্নান জানালেন, পরিবার বা বন্ধুদের মিলনমেলাও করা যাবে এখানে। একসঙ্গে এক শ মানুষ বসে খেতে পারবে। এ ছাড়া ঈদুল ফিতর উপলক্ষে ২৬ মার্চ থেকে থাকছে চার দিনব্যাপী বিশেষ মেহেদি উৎসব। ইফতার ও সেহরির খাবার কেনার ওপর থাকছে কুপন। এ কুপন থাকলে বিনা মূল্যে মেহেদি উৎসবে অংশগ্রহণ করা যাবে।
ফুডির ইফতার ও সেহরি ফেস্টে ‘পাওয়ার্ড বাই’ পার্টনার হিসেবে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), হাইজিন পার্টনার ডেটল ও আইসক্রিম পার্টনার সেভয়।
ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি সহযোগী প্রতিষ্ঠান ফুডি বাংলাদেশ। এটি ডেলিভারিভিত্তিক সম্পূর্ণ দেশীয় একটি খাদ্যবিষয়ক সেবাদাতা প্রতিষ্ঠান। অনলাইনভিত্তিক খাবার সরবরাহকারী এই প্ল্যাটফর্ম শিক্ষিত তরুণদের দক্ষ কর্মীতে পরিণত করার ব্যাপারে প্রত্যয়ী। ফুডি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশজুড়ে সেবা বিস্তৃত করার পাশাপাশি তারা সর্বোত্তম সেবা প্রদান এবং নতুন নতুন উদ্ভাবনে বদ্ধপরিকর। আর এ লক্ষ্যে সেবা গ্রহণকারীদের জন্য রেস্টুরেন্ট, শপ ও রাইডার পার্টনারদের সঙ্গে কাজ করে যাচ্ছে তারা।
ইফতারে অনেকেরই চাই প্রাণ জুড়ানো লাচ্ছি। কারও কারও আবার যেনতেন লাচ্ছি হলে চলবে না। সেটা আসতে হবে পুরান ঢাকার জনপ্রিয় বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদা থেকে! আবার কেউ আবদার করতে পারেন ‘চা অ্যান্ড চিল’-এর এক কাপ চায়ের জন্য। এক ছাদের নিচে এ রকম নানান রুচির মানুষের সাধ মেটাতে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউর মাঠে শুরু হয়েছে ‘ফুডি ইফতার ও সেহরি ফেস্ট’।
পুরান ঢাকাসহ রাজধানীর ৩০টি জনপ্রিয় খাবারের আউটলেট নিয়ে বনানীতে ২০ মার্চ থেকে শুরু হয়েছে ইফতার ও সেহরির খাদ্যসামগ্রীর এ উৎসব। চলবে ২৯ মার্চ পর্যন্ত। অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও রয়েছে হাঁড়ি, ওয়াফেল আপ, মোস্তাকিম ভ্যারাইটিজ কাবাব অ্যান্ড সুপ, ডিসেন্ট হালিম, বিরিয়ানি বাজার, সামশাদ বার্গার, ঢাকা মেট্রো রেস্টুরেন্ট, ট্রি স্টেট ইটারি, ক্যাপ্টেনস ওয়ার্ল্ডের মতো জনপ্রিয় সব খাবারের আউটলেট। এখানে পছন্দের সব মজার খাবার দিয়ে ইফতার ও সেহরি করার সুযোগ পাওয়া যাচ্ছে।
উৎসবের আয়োজক ফুডি বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ শাহনেওয়াজ মান্নান বলেন, ‘পবিত্র রমজান উপলক্ষে এক জায়গায় বিভিন্ন আউটলেটের খাবার উপভোগের এটা একটা দারুণ সুযোগ। শুধু এখানে এসেই খাওয়া যাবে তা নয়; অর্ডার করে ডেলিভারিও নেওয়া যাবে। একা বা পরিবারসহ এসে এসব খাবারের স্বাদ নেওয়ার সুযোগ আছে।’
শাহনেওয়াজ মান্নান জানালেন, পরিবার বা বন্ধুদের মিলনমেলাও করা যাবে এখানে। একসঙ্গে এক শ মানুষ বসে খেতে পারবে। এ ছাড়া ঈদুল ফিতর উপলক্ষে ২৬ মার্চ থেকে থাকছে চার দিনব্যাপী বিশেষ মেহেদি উৎসব। ইফতার ও সেহরির খাবার কেনার ওপর থাকছে কুপন। এ কুপন থাকলে বিনা মূল্যে মেহেদি উৎসবে অংশগ্রহণ করা যাবে।
ফুডির ইফতার ও সেহরি ফেস্টে ‘পাওয়ার্ড বাই’ পার্টনার হিসেবে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), হাইজিন পার্টনার ডেটল ও আইসক্রিম পার্টনার সেভয়।
ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি সহযোগী প্রতিষ্ঠান ফুডি বাংলাদেশ। এটি ডেলিভারিভিত্তিক সম্পূর্ণ দেশীয় একটি খাদ্যবিষয়ক সেবাদাতা প্রতিষ্ঠান। অনলাইনভিত্তিক খাবার সরবরাহকারী এই প্ল্যাটফর্ম শিক্ষিত তরুণদের দক্ষ কর্মীতে পরিণত করার ব্যাপারে প্রত্যয়ী। ফুডি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশজুড়ে সেবা বিস্তৃত করার পাশাপাশি তারা সর্বোত্তম সেবা প্রদান এবং নতুন নতুন উদ্ভাবনে বদ্ধপরিকর। আর এ লক্ষ্যে সেবা গ্রহণকারীদের জন্য রেস্টুরেন্ট, শপ ও রাইডার পার্টনারদের সঙ্গে কাজ করে যাচ্ছে তারা।
টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
৭ দিন আগেধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
১৪ দিন আগেসাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
২৩ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৯ ফেব্রুয়ারি ২০২৫