ঢাকা বিমানবন্দর এলাকায় চাঁদাবাজির অভিযোগে দুজনকের গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। পরে তাঁদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে বিমানবন্দরের আশকোনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন—খোরশেদ আলম ও মো. শাকিল।
উত্তরার হজক্যাম্প আর্মি ক্যাম্পের সেনাবাহিনী জানিয়েছে, বিমানবন্দরের আশকোনা বাজারের স্থানীয় দোকান থেকে চাঁদা আদায়ের সময় খোরশেদ আলম ও মো. শাকিলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্নের জন্য বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে চাঁদাবাজির মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদেরকে কাল (শনিবার) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হবে।’