Ajker Patrika
হোম > শিক্ষা > ক্যাম্পাস

জেসআপ মুট কোর্টে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাফল্য

অনলাইন ডেস্ক

জেসআপ মুট কোর্টে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাফল্য
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের তিন শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয় পর্যায়ে আইনের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতাগুলোর মধ্যে অন্যতম হলো ফিলিপ সি জেসআপ আন্তর্জাতিক আইন মুট কোর্ট প্রতিযোগিতা। ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইএলএসএ) এই প্রতিযোগিতার আয়োজন করে। এ বছর জেসআপ মুট কোর্ট প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে বেসরকারি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের তিন শিক্ষার্থী। তাঁরা হলেন মো. ইজাজ খান, শরিফ গাজী ও মো. মাহবুবুর রহমান সোহাগ।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলতি বছর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এই তিন শিক্ষার্থী বাংলাদেশ জেসআপ মুট কোর্ট প্রতিযোগিতার বাছাই পর্বে অংশ নেন। তাঁরা সামগ্রিক মেমোরিয়াল সাবমিশনে তৃতীয়, রেসপন্ডেন্ট মেমোরিয়ালে তৃতীয় এবং আবেদনকারী মেমোরিয়ালে পঞ্চম স্থান অর্জন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে তাঁদের শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিশেষ করে তাঁদের কোচ প্রভাষক সালসাবিল চৌধুরী, যিনি নিজেও একজন সাবেক জেসআপ চ্যাম্পিয়ন এবং ২০২১ সালের পঞ্চম বাংলাদেশ বাছাই পর্বের সেরা মুটার ছিলেন। তাঁর দক্ষ নির্দেশনায় শিক্ষার্থীরা আত্মবিশ্বাস ও দক্ষতা অর্জন করেছেন।

এ ছাড়া বিভাগীয় প্রধান মো. দিদারুল ইসলাম ভূঁইয়ার সহযোগিতা শিক্ষার্থীদের এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর প্রেরণা ও দিকনির্দেশনা শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

চলতি বছরের ৬-৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জেসআপ মুট কোর্ট বাংলাদেশ নবম বাছাই পর্ব। এতে দেশের ৪৪টি বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক গুডমুন্ডুর এইরিকসন ও ব্যারিস্টার সারা হোসেন।

ইরাসমাস মুন্ডাস বৃত্তি পেয়ে ফিনল্যান্ডে যাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থী ইউসুফ

ঈদের ছুটির যথাযথ ব্যবহার হবে বুদ্ধিমানের কাজ

সবাই মিলে ঈদ

পাঠকবন্ধু এইউবি শাখার উদ্যোগে ইফতারি বিতরণ

ঈদ আনন্দে মিলুক প্রাণ

বই যাঁর ধ্যানজ্ঞান

ঈদের আনন্দ ভাগাভাগি

গবেষণা বাড়াতে রিসার্চ সেল তৈরির কাজ চলছে

রাবির দ্রুততম মানব তামিম

খুবির ফরেস্ট্রি ক্লাবের নেতৃত্বে ইনসান-ফারদিন