হোম > বিনোদন > বলিউড

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি এ আর রাহমান

 বিনোদন ডেস্ক

এ আর রাহমান। ছবি: সংগৃহীত

হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় ভারতীয় সংগীত পরিচালক এ আর রাহমানকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম তাঁকে পর্যবেক্ষণে রেখেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, এ আর রাহমানকে ডিহাইড্রেশনের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফিরেছিলেন এ আর রাহমান। সে সময় অস্বস্তির কথা জানাচ্ছিলেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ধারণা করা হচ্ছে, রোজা রেখে দীর্ঘ পথযাত্রার ধকলে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

এ আর রাহমানের শারীরিক পরিস্থিতির দিকে খেয়াল রাখছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তিনি জানান, এখন অনেকটা সুস্থ আছেন অস্কার বিজয়ী এই সংগীত পরিচালক। এক্স হ্যান্ডলে এম কে স্ট্যালিন লেখেন, ‘এ আর রাহমান অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জেনে আমি চিকিৎসকদের ফোন করি। তাঁরা আশ্বস্ত করেছেন যে তিনি বর্তমানে ভালো আছেন এবং শিগগিরই বাড়ি ফিরে আসবেন।’

তবে এখনো এ আর রহমানের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

ঈদ ও বৈশাখ উদ্‌যাপনে জ্বীন থ্রির গান ‘কন্যা’

আবারও রিয়েলিটি শোর বিচারক পূর্ণিমা

প্রতিযোগিতা নয়, শাসন করেন শাকিব খান

ভেজালের বিরুদ্ধে গানে গানে মিঠুন চক্রের প্রতিবাদ

বেকার শিল্পীদের নিয়ে নাটক নির্মাণ করছেন রত্না

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চিত্রনাট্য লিখে পাওয়া যাবে লাখ টাকা

এ আর রহমানের বিচ্ছেদ হয়নি, ‘প্রাক্তন’ না বলার অনুরোধ সায়রা বানুর

বিদেশে বাড়ছে দেশের শিল্পীদের কনসার্ট

ঈদ ‘ইত্যাদি’তে এবারও থাকছে বিদেশিদের নিয়ে আয়োজন

৭০০ কোটির গ্যাঁড়াকলে আটকে আছে ‘কৃষ ফোর’