বিনোদন প্রতিবেদক,ঢাকা
খাদ্যদ্রব্য থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসাসহ সমাজের নানা স্তরে ছেয়ে গেছে ভেজাল। খাদ্যদ্রব্যে ভেজালের কারণে তাৎক্ষণিক অসুস্থতাসহ দীর্ঘমেয়াদি নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। খাদ্যে ভেজাল নতুন কিছু নয়, বহুকাল আগে থেকে অসাধু ব্যবসায়ীরা বাড়তি আয়ের আশায় এ ধরনের ঘৃণ্য কাজ করছেন। এবার সেই ভেজালের বিরুদ্ধে গান গাইলেন মিঠুন চক্র; গানে গানে জানালেন প্রতিবাদ। গানের শিরোনাম ‘ভেজাল’।
মিঠুন জানান, খাদ্যে ভেজালের বিরুদ্ধে সত্তর-আশির দশকে চট্টগ্রামের ভাষায় গানটি লিখেছিলেন শ্যামসুন্দর বৈষ্ণব ও সনজিৎ আচার্য। নতুন করে ব্যবহৃত র্যাপ অংশটুকু লিখেছেন রাকিবুল হাসান রাহুল। মিঠুন চক্রের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।
মিঠুন চক্র বলেন, ‘প্রকৃতি থেকে প্রাপ্ত খাদ্য আমার অধিকার। সেই খাদ্যে ভেজাল করে খাওয়ানো হচ্ছে। মৌলিক চাহিদা কেড়ে নেওয়া হচ্ছে। এই জীবননাশক অন্যায়ের বিরুদ্ধে ৫০ বছর আগে গান লিখে গেছেন চট্টগ্রামের দুই কিংবদন্তি শিল্পী শ্যামসুন্দর বৈষ্ণব ও সনজিৎ আচার্য। গানে গানে জানিয়ে গেছেন এই অন্যায়ের কথা। সে কথা নতুন করে বলতেই নতুন আয়োজনে গানটি করা।’
নতুন করে ৫০ বছর আগের গানটি উপস্থাপন প্রসঙ্গে মিঠুন চক্র বলেন, ‘অনেক দিন ধরে খাবারে ভেজাল বিষয়টি আমাকে ভাবাচ্ছিল। চারদিকে এত এত ভেজাল, অথচ কেউ কোনো প্রতিবাদ করছে না। আসলে আমরা সময় নিয়ে ভাবি না। তাই সমসাময়িক সমস্যা নিয়ে গানের সংখ্যা কম। জীবন নিয়ে গান এখন আর হচ্ছে না। এমন সময় গানটির কথা আমাকে নাড়া দিল। ছোট থেকে গানটি শুনেছি। এখনো গানটি সমসাময়িক। প্রকৃত শিল্পীরা সময় নিয়ে ভাবেন। তাই সে সময়ে এমন একটি গান তাঁরা তৈরি করতে পেরেছিলেন। এত বছর পরও গানটি এত জীবন্ত। প্রয়াত হলেও নিজেদের সৃষ্টি গানের মধ্য দিয়ে বেঁচে আছেন তাঁরা।’
খাদ্যদ্রব্য থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসাসহ সমাজের নানা স্তরে ছেয়ে গেছে ভেজাল। খাদ্যদ্রব্যে ভেজালের কারণে তাৎক্ষণিক অসুস্থতাসহ দীর্ঘমেয়াদি নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। খাদ্যে ভেজাল নতুন কিছু নয়, বহুকাল আগে থেকে অসাধু ব্যবসায়ীরা বাড়তি আয়ের আশায় এ ধরনের ঘৃণ্য কাজ করছেন। এবার সেই ভেজালের বিরুদ্ধে গান গাইলেন মিঠুন চক্র; গানে গানে জানালেন প্রতিবাদ। গানের শিরোনাম ‘ভেজাল’।
মিঠুন জানান, খাদ্যে ভেজালের বিরুদ্ধে সত্তর-আশির দশকে চট্টগ্রামের ভাষায় গানটি লিখেছিলেন শ্যামসুন্দর বৈষ্ণব ও সনজিৎ আচার্য। নতুন করে ব্যবহৃত র্যাপ অংশটুকু লিখেছেন রাকিবুল হাসান রাহুল। মিঠুন চক্রের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।
মিঠুন চক্র বলেন, ‘প্রকৃতি থেকে প্রাপ্ত খাদ্য আমার অধিকার। সেই খাদ্যে ভেজাল করে খাওয়ানো হচ্ছে। মৌলিক চাহিদা কেড়ে নেওয়া হচ্ছে। এই জীবননাশক অন্যায়ের বিরুদ্ধে ৫০ বছর আগে গান লিখে গেছেন চট্টগ্রামের দুই কিংবদন্তি শিল্পী শ্যামসুন্দর বৈষ্ণব ও সনজিৎ আচার্য। গানে গানে জানিয়ে গেছেন এই অন্যায়ের কথা। সে কথা নতুন করে বলতেই নতুন আয়োজনে গানটি করা।’
নতুন করে ৫০ বছর আগের গানটি উপস্থাপন প্রসঙ্গে মিঠুন চক্র বলেন, ‘অনেক দিন ধরে খাবারে ভেজাল বিষয়টি আমাকে ভাবাচ্ছিল। চারদিকে এত এত ভেজাল, অথচ কেউ কোনো প্রতিবাদ করছে না। আসলে আমরা সময় নিয়ে ভাবি না। তাই সমসাময়িক সমস্যা নিয়ে গানের সংখ্যা কম। জীবন নিয়ে গান এখন আর হচ্ছে না। এমন সময় গানটির কথা আমাকে নাড়া দিল। ছোট থেকে গানটি শুনেছি। এখনো গানটি সমসাময়িক। প্রকৃত শিল্পীরা সময় নিয়ে ভাবেন। তাই সে সময়ে এমন একটি গান তাঁরা তৈরি করতে পেরেছিলেন। এত বছর পরও গানটি এত জীবন্ত। প্রয়াত হলেও নিজেদের সৃষ্টি গানের মধ্য দিয়ে বেঁচে আছেন তাঁরা।’
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কাজ করেছেন বলিউডেও। অভিনয় দক্ষতায় মুগ্ধ করা এই অভিনেত্রী রূপেও অনন্য। প্রথমবারের মতো আয়োজিত ‘ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০২৫’-এ হাজির হন তিনি। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার পুরস্কারের আগে গতকাল সোমবার কলকাতায় হয় এই আয়োজন।
৪ ঘণ্টা আগেপ্রতি ঈদেই কোনো না কোনো সিনেমার গানে পাওয়া যায় উৎসবের আমেজ। এবার ঈদ ও বৈশাখ উদ্যাপনে ‘জ্বীন থ্রি’ সিনেমা নিয়ে এসেছে ‘কন্যা’ শিরোনামের গান। গতকাল সোমবার সন্ধ্যায় প্রকাশ পাওয়া গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। রবিউল ইসলাম জীবনের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান।
১১ ঘণ্টা আগেআবারও প্রধান বিচারকের আসনে বসলেন চিত্রনায়িকা পূর্ণিমা। মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে ‘সেরা রাঁধুনী সিজন ৮’ নামক রান্নাবিষয়ক রিয়েলিটি শোর জেলাভিত্তিক পর্বগুলো। এখান থেকে নির্বাচিত ২০ জন প্রতিযোগী সুযোগ পাবেন স্টুডিও রাউন্ডে যাওয়ার। সেই রাউন্ডের প্রধান বিচারক হিসেবে থাকছেন পূর্ণিমা।
১১ ঘণ্টা আগেরোজার ঈদের এখনো বাকি প্রায় দুই সপ্তাহ। মুক্তির তালিকায় শোনা যাচ্ছে হাফ ডজনের বেশি সিনেমার নাম। শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’ ও সিয়াম আহমেদের ‘জংলি’ সিনেমা তিনটি রয়েছে আলোচনার কেন্দ্রে। ঈদের সেরা সিনেমা হবে কোনটি, তা নিয়ে ইতিমধ্যে তিন নায়কের ভক্তদের মাঝে শুরু হয়েছে বাগ্যুদ্ধ।
১১ ঘণ্টা আগে