Ajker Patrika
হোম > বিনোদন > সিনেমা

মন কেড়েছে মালয়ালম সিনেমা ‘রেখাচিত্রম’

বিনোদন ডেস্ক

মন কেড়েছে মালয়ালম সিনেমা ‘রেখাচিত্রম’
‘রেখাচিত্রম’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

অল্প বাজেট, স্থানীয় গল্প আর ভালো নির্মাণ—এ পথেই বাজিমাত করেছে মালয়ালম ইন্ডাস্ট্রি। বলিউড, তামিল কিংবা তেলুগুসহ ভারতের অন্যান্য ইন্ডাস্ট্রি যেখানে দিন দিন সিনেমার বাজেট বাড়িয়েছে, হয়ে পড়েছে তারকানির্ভর, জোর দিয়েছে ‘লার্জার দ্যান লাইফ’ গল্পে; সেখানে মালয়ালম একেবারেই ব্যতিক্রম। নিজেদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আর জনজীবনের বাস্তব ঘেঁষা গল্পেই ভরসা রেখেছেন এই ইন্ডাস্ট্রির নির্মাতারা। ‘রেখাচিত্রম’ সিনেমাটিও তার ব্যতিক্রম নয়।

জোফিন টি চাকো পরিচালিত রেখাচিত্রম মালয়ালমের এ বছরের অন্যতম হিট সিনেমা। সিনেমাটি বানাতে ব্যয় হয়েছে মাত্র ৯ কোটি রুপি। গত ৯ জানুয়ারি মুক্তি পেয়ে প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে ক্রাইম থ্রিলারটি। এ পর্যন্ত আয় করেছে ৫৭ কোটি রুপি, যা বাজেটের ৬ গুণের বেশি। সিনেমা হলে তুমুল সাফল্যের পর ৭ মার্চ থেকে সনি লিভে শুরু হয়েছে রেখাচিত্রমের ওটিটি যাত্রা। এর পর থেকেই বিশ্বজুড়ে থ্রিলারপ্রেমীদের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে আসিফ আলী, আনস্বরা রাজন, মনোজ কে জায়ান অভিনীত সিনেমাটি।

১৯৮৫ সালে মুক্তি পাওয়া মামুট্টির ‘কাঠোডু কাঠোরাম’ সিনেমার প্রেক্ষাপটে তৈরি হয়েছে রেখাচিত্রম। গল্পের কেন্দ্রে রয়েছে শুটিং সেট থেকে রেখা নামের এক জুনিয়র শিল্পীর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা। নতুন অভিনেত্রী রেখা একটি বড় সিনেমায় অভিনয়ের সুযোগ পায়। এ নিয়ে খুবই উত্তেজিত সে। তবে শুটিংয়ে এসে প্রথম রাতেই খুন হয় মেয়েটি, তার লাশ গায়েব করে ফেলা হয়।

সবাই ভাবে, মেয়েটি পালিয়ে গেছে। এ ধারণা আরও পোক্ত হয়, যখন কয়েক দিন কেটে গেলেও কেউ আসে না রেখার খোঁজ নিতে। বছরের পর বছর এই মৃত্যুরহস্য চাপা পড়ে থাকে। তবে গল্পে মোড় আসে ৩৯ বছর পর। রেখাকে হত্যার ঘটনায় যারা জড়িত ছিল, তাদের একজন অপরাধবোধে ভুগে সত্যটা বলে দেয়। জানিয়ে দেয়, কোথায় রেখাকে পুঁতে রাখা হয়েছিল।

এত বছরের পুরোনো মামলার তদন্তের দায়িত্ব পায় সিআই বিবেক গোপিনাথ, যে চরিত্রে অভিনয় করেছেন আসিফ আলী। তদন্তের জন্য তার হাতে আসে কয়েকজন অভিযুক্ত ও ঘটনাস্থলের নাম। আর কিছু মেলে না। এই সামান্য সূত্র ধরেই সে খুঁজতে থাকে। আসে নানা বাধা ও বাঁকবদল; গল্পের এসব সূক্ষ্ম বিষয় খুব ভালোভাবে দেখতে হবে। কারণ, এগুলোর ভেতরেই লুকিয়ে আছে রেখাচিত্রম সিনেমার আসল রহস্য।

ঈদের সিনেমার প্রচারে উপেক্ষিত নায়িকারা

‘পঞ্চায়েত’ সুপারহিট হলেও ভাগ্য বদলায়নি দুর্গেশ কুমারের

টিভি নাটকে সামাজিক সমস্যাগুলো তুলে ধরা উচিত: পাকিস্তানি অভিনেত্রী সেহের খান

আরও ভয়ংকররূপে ফিরছে অ্যালেন স্বপন

‘ইত্যাদি’র নাচের মঞ্চে সাফা, সাদিয়া, মাহি ও পারসা

৬০ বছর বয়সে প্রেমে পড়েছেন আমির খান, কে সেই নারী

প্রথম সিরিজ নিয়ে ঈদে আসছেন জয়া আহসান

নাটকে নায়কদের স্বেচ্ছাচারিতা নিয়ে মুখ খুললেন তিশা

এ সপ্তাহের ওটিটি (১৪ মার্চ)

রান্না শেখাচ্ছেন পড়শী, ঈদে দেখা যাবে অভিনয় আর গানে