প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
মোয়ানা টু (অ্যানিমেশন সিনেমা)
- অভিনয়: আউলি ক্রাভালহো, ডোয়াইন জনসন
- মুক্তি: ১৪ মার্চ, জিও স্টার
- গল্পসংক্ষেপ: ২০১৬ সালে এসেছিল ‘মোয়ানা’, সেই পর্ব আলোচিত হওয়ার প্রায় আট বছর পর গত বছর মুক্তি পায় ‘মোয়ানা টু’। মোয়ানার গল্প যেখানে শেষ হয়েছিল, তার তিন বছর পর শুরু হয় দ্বিতীয় পর্বের গল্প। পূর্বপুরুষদের কাছ থেকে হঠাৎই সংকেত আসে মোয়ানার কাছে, তাকে যেতে হবে বিপজ্জনক এক সমুদ্রযাত্রায়।
ওরু জাথি জাঠকম (মালয়ালম সিনেমা)
- অভিনয়: ভিনিথ শ্রীনিবাসন, নিখিলা বিমল
- মুক্তি: ১৪ মার্চ, আমাজন প্রাইম ভিডিও
- গল্পসংক্ষেপ: জয়েশের সঙ্গে এক তরুণীর দেখা হয় হঠাৎ। সিনিথা নামের মেয়েটি হাত দেখে ভাগ্য গণনা করতে জানে। জয়েশের হাত দেখতে চায় সিনিথা। জয়েশও বেশ আগ্রহ দেখায়। তারপর সিনিথা তাকে এমন কিছু কথা বলে, যা বিশ্বাস করতে পারে না জয়েশ। মেয়েটি জানায়, তার সঙ্গে খুব খারাপ কিছু ঘটনা ঘটবে অদূরভবিষ্যতে। এরপর আসলেই জয়েশের জীবন অস্থিরতার মধ্য দিয়ে যেতে থাকে, প্রাথমিকভাবে যাতে মনে হয় মেয়েটির দাবিই সঠিক। কিন্তু ঘটনার পেছনে অন্য ঘটনাও আছে।