Ajker Patrika
হোম > বিনোদন > সিনেমা

এ সপ্তাহের ওটিটি (১৪ মার্চ)

বিনোদন ডেস্ক

এ সপ্তাহের ওটিটি (১৪ মার্চ)

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।

আমলনামা (বাংলা সিনেমা)

  • অভিনয়: জাহিদ হাসান, তমা মির্জা, সারিকা
  • মুক্তি: ১৩ মার্চ, চরকি
  • গল্পসংক্ষেপ: মধ্যরাতে আইনের লোকের পরিচয় দিয়ে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় হাসানকে। অভিযোগ, সে মাদক কারবারে জড়িত। পরদিন হাসানের স্ত্রী পারভীন থানায় গেলে হাসানকে আটকের বিষয়টি অস্বীকার করেন পুলিশ কর্মকর্তা। এরপর স্বামীকে খুঁজতে কঠিন পথ পাড়ি দিতে থাকে পারভীন।

ডাইনি (বাংলা সিরিজ)

  • অভিনয়: মিমি চক্রবর্তী, কৌশানী মুখার্জি
  • মুক্তি: ১৪ মার্চ, হইচই
  • গল্পসংক্ষেপ: পাতা ও লতা নামের দুই বোনের গল্প নিয়ে তৈরি হয়েছে ডাইনি। অল্প বয়সে মা-বাবাকে হারায় তারা। খুব একটা সখ্য ছিল না দুই বোনের মধ্যে। গ্রাম ছাড়ে বড় বোন পাতা। অনেক বছর পর সম্পত্তির দাবিতে ফিরে আসে নিজের বাড়িতে। তাকে জানানো হয়, ছোটবোনকে ছাড়া তার সম্পত্তি দেওয়া হবে না। লতাকে খুঁজতে বের হয় সে। এক গ্রামে গিয়ে দেখে ডাইনি সন্দেহে তার বোনকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বোনকে বাঁচাতে সবার বিরুদ্ধে শুরু হয় তার লড়াই।

মোয়ানা টু (অ্যানিমেশন সিনেমা)

  • অভিনয়: আউলি ক্রাভালহো, ডোয়াইন জনসন
  • মুক্তি: ১৪ মার্চ, জিও স্টার
  • গল্পসংক্ষেপ: ২০১৬ সালে এসেছিল ‘মোয়ানা’, সেই পর্ব আলোচিত হওয়ার প্রায় আট বছর পর গত বছর মুক্তি পায় ‘মোয়ানা টু’। মোয়ানার গল্প যেখানে শেষ হয়েছিল, তার তিন বছর পর শুরু হয় দ্বিতীয় পর্বের গল্প। পূর্বপুরুষদের কাছ থেকে হঠাৎই সংকেত আসে মোয়ানার কাছে, তাকে যেতে হবে বিপজ্জনক এক সমুদ্রযাত্রায়।

ওরু জাথি জাঠকম (মালয়ালম সিনেমা)

  • অভিনয়: ভিনিথ শ্রীনিবাসন, নিখিলা বিমল
  • মুক্তি: ১৪ মার্চ, আমাজন প্রাইম ভিডিও
  • গল্পসংক্ষেপ: জয়েশের সঙ্গে এক তরুণীর দেখা হয় হঠাৎ। সিনিথা নামের মেয়েটি হাত দেখে ভাগ্য গণনা করতে জানে। জয়েশের হাত দেখতে চায় সিনিথা। জয়েশও বেশ আগ্রহ দেখায়। তারপর সিনিথা তাকে এমন কিছু কথা বলে, যা বিশ্বাস করতে পারে না জয়েশ। মেয়েটি জানায়, তার সঙ্গে খুব খারাপ কিছু ঘটনা ঘটবে অদূরভবিষ্যতে। এরপর আসলেই জয়েশের জীবন অস্থিরতার মধ্য দিয়ে যেতে থাকে, প্রাথমিকভাবে যাতে মনে হয় মেয়েটির দাবিই সঠিক। কিন্তু ঘটনার পেছনে অন্য ঘটনাও আছে।

ঈদের সিনেমার প্রচারে উপেক্ষিত নায়িকারা

‘পঞ্চায়েত’ সুপারহিট হলেও ভাগ্য বদলায়নি দুর্গেশ কুমারের

টিভি নাটকে সামাজিক সমস্যাগুলো তুলে ধরা উচিত: পাকিস্তানি অভিনেত্রী সেহের খান

আরও ভয়ংকররূপে ফিরছে অ্যালেন স্বপন

‘ইত্যাদি’র নাচের মঞ্চে সাফা, সাদিয়া, মাহি ও পারসা

৬০ বছর বয়সে প্রেমে পড়েছেন আমির খান, কে সেই নারী

প্রথম সিরিজ নিয়ে ঈদে আসছেন জয়া আহসান

মন কেড়েছে মালয়ালম সিনেমা ‘রেখাচিত্রম’

নাটকে নায়কদের স্বেচ্ছাচারিতা নিয়ে মুখ খুললেন তিশা

রান্না শেখাচ্ছেন পড়শী, ঈদে দেখা যাবে অভিনয় আর গানে