পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান আবারও বিয়ে করেছেন। তাঁর প্রেমিক সেলিম করিমের সঙ্গে তাঁদের বিয়ের একাধিক ছবি ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যেই। অভিনেত্রীর ম্যানেজার অনুষা তালহা খান ইনস্টাগ্রামে মাহিরা এবং সেলিমের বিয়ের একটি ভিডিও পোস্ট করেন, যা পোস্ট করার সঙ্গে সঙ্গে রীতিমতো ভাইরাল।
মাহিরা এদিন পরেছিলেন একটি প্যাস্টেল রঙের লেহেঙ্গা। সঙ্গে ছিল ম্যাচিং করা হিরার গয়না। অন্যদিকে বর সেলিমের পরনে ছিল কালো শেরওয়ানি এবং নীল পাগড়ি। পাকিস্তানের মুরিতে তাঁরা তাঁদের ডেস্টিনেশন ওয়েডিং সারেন।
অভিনেত্রীকে জীবনের নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী থেকে ভক্তরা। এক ভক্ত লিখেছেন, ‘কী মিষ্টি! খুব ভালো থাকবেন আপনারা।’ আরেকজন লিখেছেন, ‘আপনাদের জন্য অনেক শুভেচ্ছা। অনেক মানিয়েছে।’