Ajker Patrika
হোম > বিনোদন > বলিউড

আসছে ‘কিক’-এর সিক্যুয়েল

বিনোদন ডেস্ক

আসছে ‘কিক’-এর সিক্যুয়েল

বলিউডে সিক্যুয়েল নির্মাণের হিড়িক পড়েছে। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, সিনেমা হিট হওয়ার কয়েক বছরের মধ্যেই তৈরি হয় তার সিক্যুয়েল। তবে গত বছর ‘গাদার টু’ দিয়ে বলিউডে নতুন উদাহরণ তৈরি করেন সানি দেওল। এরপর অন্য হিট সিনেমার নির্মাতারাও নড়েচড়ে বসেছেন। একের পর এক সিনেমার সিক্যুয়েল নির্মাণের ঘোষণা আসছে। এবার শোনা গেল নির্মিত হবে সালমান খানের ‘কিক’ সিনেমার সিক্যুয়েল। এখন চলছে চিত্রনাট্য লেখার কাজ।

সালমান খান এখন ব্যস্ত ‘সিকান্দার’ সিনেমার শুটিং নিয়ে। আগামী বছর রোজার ঈদে মুক্তি পাবে সিকান্দার। এ আর মুরুগাদোস পরিচালনা করছেন সিনেমাটি। আর প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। কিক সিনেমাটিও প্রযোজনা করেছিলেন তিনি।

তাই ভক্তরা তাঁকে প্রশ্ন করেন, কেন ‘কিক’-এর সিক্যুয়েল না করে তিনি ‘সিকান্দার’-এর কাজে হাত দিয়েছেন? এ প্রশ্নের উত্তর দিয়েছেন প্রযোজকের স্ত্রী ওয়ার্দা নাদিয়াদওয়ালা।

ওয়ার্দা নাদিয়াদওয়ালা বলেন, ‘আমরা সবাই জানি দর্শক অধীর অপেক্ষায় আছে ‘কিক’-এর সিক্যুয়েলের জন্য। ‘কিক ২’-এর গল্প লেখার কাজ চলছে। ‘সিকান্দার’-এর শুটিং শেষ হলেই ‘কিক ২’-এর শুটিং শুরু হবে।

২০১৪ সালে মুক্তি পাওয়া সালমান খানের ‘কিক’ সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। এতে সালমানের বিপরীতে অভিনয় করেছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। বিশেষ চরিত্রে রণদীপ হুদাকেও দেখা গিয়েছিল। এবার সালমানের সঙ্গে আর কে কে থাকছেন, তা এখনো জানা যায়নি।

 

আর ভিলেন হবেন না ববি দেওল

সোশ্যাল মিডিয়া থেকে মেয়ের সব ছবি সরিয়ে ফেললেন আলিয়া

অবসরের রহস্য ভাঙলেন অমিতাভ বচ্চন

পরিবার নিয়ে মান্নাত ছাড়ছেন শাহরুখ

যে শর্তে বিয়ে করতে রাজি সুস্মিতা সেন

আমিরের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল পাইরেসি!

কাপুর পরিবারে এখন সবচেয়ে ধনী আলিয়া

অমিতাভ বচ্চনের জামাইয়ের বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ

ডিডিএলজে সিনেমার ৩০ বছর উদ্‌যাপন করবে ব্রিটিশ রেলওয়ে

বলিউড ছেড়ে সন্ন্যাসী হওয়া মমতা কুলকার্নিকে ‘মহামণ্ডলেশ্বর’ পদ থেকে অব্যাহতি