নব্বইয়ের দশকের ‘লাস্যময়ী’ অভিনেত্রী মমতা কুলকার্নির সন্ন্যাস নেওয়ার খবরে বিস্মিত ছিল ভক্তমহল। অনেকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই হতাশ হয়েছেন। এ দিকে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস নিয়ে মমতা হয়েছিলেন কিন্নর আখড়ার ‘মহামণ্ডলেশ্বর’। কিন্তু নানা আলোচনা-সমালোচনার মুখে সেই পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে এ পদত্যাগের কথা জানিয়েছেন।
গত সোমবার এ পদত্যাগের কথা ঘোষণা করেন মমতা। যদিও এর কয়েক দিন আগেই এই পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছিল।
এ দিকে ইনস্টাগ্রামের ওই ভিডিওতে মমতা বলেছেন, ‘আমি, মহামণ্ডলেশ্বর মমতা নন্দ গিরি পদ থেকে পদত্যাগ করছি। আমাকে মহামণ্ডলেশ্বর ঘোষণা করা নিয়ে কিন্নর আখড়া বা উভয় আখড়ার মধ্যেই সমস্যা হয়েছিল। তবে আমি ২৫ বছর ধরে সন্ন্যাস জীবন কাটিয়েছি এবং ভবিষ্যতেও সেটাই থাকব।’
মমতা আরও বলেন, ‘মহামণ্ডলেশ্বরে আমাকে এক ধরনের সম্মান দেওয়া হয়েছে। আমি ২৫ বছর ধরে আধ্যাত্মিক জীবনযাপন করেছি। ২৫ বছর ধরে বলিউড ছেড়ে থেকেছি। না হলে মেকআপ আর বলিউড থেকে এত দূরে কে থাকে?’
তবে সন্ন্যাস প্রসঙ্গে মমতা বলেন, যাঁরা তাঁকে মহামণ্ডলেশ্বর হিসেবে আপত্তি জানিয়েছেন, যাঁদের জন্য এসব ঘটেছে, তাদের সম্পর্কে তিনি যা-ই বলুক না কেন, সেটাই কম হবে।
মমতার কথায়, ‘তাঁরা জানেও না সন্ন্যাস জীবনটা কী। আমি শুধু এটুকুই বলতে চাই যে আচার্য লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীজিকে অনেক সম্মান করি।’
অল্প সময়ে এই ত্যাগ প্রসঙ্গে মমতা বলেন, ‘আমি কিছুই করিনি। এই সবই মা চণ্ডীর লীলা। যাঁর পূজা আমি করি তিনি আমাকে বেরিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন। তাই সবকিছু ছেড়ে দিচ্ছি।’
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, মমতা কুলকার্নি মহামণ্ডলেশ্বর হওয়ার পর থেকেই তাঁকে নিয়ে আপত্তি জানান অনেকেই। যোগদানের ঠিক এক সপ্তাহের মাথায় আখড়ার পরিচালকদের পক্ষ থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্তও জানানো হয়।
জানা যায়, কিন্নর আখড়ার সংস্থাপক হিসেবে নিজেকে দাবি করা ঋষি অজয় দাস মমতাকে মহামণ্ডলেশ্বরের পদ থেকে বহিষ্কার করেছেন। কারণ হিসেবে তিনি বলা হয়- প্রথা অনুযায়ী মমতা নিজের মাথা ন্যাড়া করতে রাজি হননি।
নব্বইয়ের দশকের ‘লাস্যময়ী’ অভিনেত্রী মমতা কুলকার্নির সন্ন্যাস নেওয়ার খবরে বিস্মিত ছিল ভক্তমহল। অনেকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই হতাশ হয়েছেন। এ দিকে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস নিয়ে মমতা হয়েছিলেন কিন্নর আখড়ার ‘মহামণ্ডলেশ্বর’। কিন্তু নানা আলোচনা-সমালোচনার মুখে সেই পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে এ পদত্যাগের কথা জানিয়েছেন।
গত সোমবার এ পদত্যাগের কথা ঘোষণা করেন মমতা। যদিও এর কয়েক দিন আগেই এই পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছিল।
এ দিকে ইনস্টাগ্রামের ওই ভিডিওতে মমতা বলেছেন, ‘আমি, মহামণ্ডলেশ্বর মমতা নন্দ গিরি পদ থেকে পদত্যাগ করছি। আমাকে মহামণ্ডলেশ্বর ঘোষণা করা নিয়ে কিন্নর আখড়া বা উভয় আখড়ার মধ্যেই সমস্যা হয়েছিল। তবে আমি ২৫ বছর ধরে সন্ন্যাস জীবন কাটিয়েছি এবং ভবিষ্যতেও সেটাই থাকব।’
মমতা আরও বলেন, ‘মহামণ্ডলেশ্বরে আমাকে এক ধরনের সম্মান দেওয়া হয়েছে। আমি ২৫ বছর ধরে আধ্যাত্মিক জীবনযাপন করেছি। ২৫ বছর ধরে বলিউড ছেড়ে থেকেছি। না হলে মেকআপ আর বলিউড থেকে এত দূরে কে থাকে?’
তবে সন্ন্যাস প্রসঙ্গে মমতা বলেন, যাঁরা তাঁকে মহামণ্ডলেশ্বর হিসেবে আপত্তি জানিয়েছেন, যাঁদের জন্য এসব ঘটেছে, তাদের সম্পর্কে তিনি যা-ই বলুক না কেন, সেটাই কম হবে।
মমতার কথায়, ‘তাঁরা জানেও না সন্ন্যাস জীবনটা কী। আমি শুধু এটুকুই বলতে চাই যে আচার্য লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীজিকে অনেক সম্মান করি।’
অল্প সময়ে এই ত্যাগ প্রসঙ্গে মমতা বলেন, ‘আমি কিছুই করিনি। এই সবই মা চণ্ডীর লীলা। যাঁর পূজা আমি করি তিনি আমাকে বেরিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন। তাই সবকিছু ছেড়ে দিচ্ছি।’
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, মমতা কুলকার্নি মহামণ্ডলেশ্বর হওয়ার পর থেকেই তাঁকে নিয়ে আপত্তি জানান অনেকেই। যোগদানের ঠিক এক সপ্তাহের মাথায় আখড়ার পরিচালকদের পক্ষ থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্তও জানানো হয়।
জানা যায়, কিন্নর আখড়ার সংস্থাপক হিসেবে নিজেকে দাবি করা ঋষি অজয় দাস মমতাকে মহামণ্ডলেশ্বরের পদ থেকে বহিষ্কার করেছেন। কারণ হিসেবে তিনি বলা হয়- প্রথা অনুযায়ী মমতা নিজের মাথা ন্যাড়া করতে রাজি হননি।
ভারতের সংগীতবিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের ১৫তম আসরে সেরা হলেন পশ্চিমবঙ্গের মানসী ঘোষ। এই প্রথম কোনো বাঙালির হাতে উঠল ইন্ডিয়ান আইডলের শিরোপা। বিজয়ী মানসী ট্রফির পাশাপাশি পেয়েছেন নগদ ২৫ লাখ রুপি এবং একটি ব্র্যান্ড নিউ গাড়ি।
৩ ঘণ্টা আগেবিয়ের ধুম পড়েছে দেশের শোবিজ অঙ্গনে। গত শুক্রবার বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেতা শামীম হাসান সরকার। একই দিনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সংগীত পরিচালক আরাফাত মহসীন নিধি ও কনটেন্ট ক্রিয়েটর রাবা খান।
৪ ঘণ্টা আগেফিলিস্তিনে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নির্বিচারে হামলা চালানো হচ্ছে দেশটির অবরুদ্ধ গাজা শহরে। লাশের সারি, আহতদের চিৎকারে ভারী আকাশ-বাতাস। গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্বমানবতা। দেশের শোবিজ তারকারাও প্রার্থনা করছেন ফিলিস্তিনিদের জন্য।
৮ ঘণ্টা আগেগল্প চুরির অভিযোগ উঠেছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ সিনেমার বিরুদ্ধে। আরবি ভাষায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘বোরকা সিটি’র গল্প, একাধিক দৃশ্য ও চরিত্রের সঙ্গে লাপাতা লেডিসের মিল পাওয়া গেছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বানিয়েছিলেন ফরাসি পরিচালক ফ্যাব্রিস ব্র্যাক। তিনি জানিয়েছেন, দুটি সিনেমা
২০ ঘণ্টা আগে