বাবা হতে চলেছেন সুপারম্যান খ্যাত হলিউড অভিনেতা হেনরি ক্যাভিল। ৪০ বছর বয়সী এই অভিনেতা প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন। গত সোমবার রাতে গাই রিচি পরিচালিত ‘দ্য মিনিস্ট্রি অব আনজেন্টেলম্যানলি ওয়ারফেয়ার’-এর রেড কার্পেটে এ কথা ঘোষণা করেন তিনি। প্রেমিকা নাতালি ভিসকুজো আর হেনরি প্রথম সন্তানের অপেক্ষায় রোমাঞ্চিত।
‘দ্য জাস্টিস লিগ’ তারকা বলেন, ‘সত্যিই আমি খুব রোমাঞ্চিত। আসলে নাতালি আর আমি দুজনেই রোমাঞ্চিত। দিনটার অপেক্ষায় আছি।’
গত দুই বছর ধরে সম্পর্কে আছেন হেনরি আর নাতালি। ২০২১ সালে তাঁরা সম্পর্কে সিলমোহর দেন। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে অভিনেতা লিখেছিলেন, ‘আমার ভালোবাসা, নাতালির কাছে দাবা খেলায় হেরে গিয়ে কিছুটা বিধ্বস্ত।’ এর জবাবে নাতালি লিখেছিলেন, ‘আমার প্রিয় হেনরিকে দাবা খেলা শেখাচ্ছি। ওকে কি জিততে দেব এই খেলায়?’