তালেবানের হাত থেকে নিজের পরিবারকে বাঁচাতে পারলেন না পাকিস্তানি নায়িকা মালিশা হিনা খান। তালেবানের বোমা বিস্ফোরণে মারা গেলেন তাঁর পরিবারের ৪ জন। এই খবর নিজেই টুইটারে জানান মালিশা ।
মলিশা হিনা খান টুইটে লেখেন, ‘আমার চাচা ও দুই ভাইকে মেরে ফেলেছে তালেবান। তালেবানের গুলি বর্ষণ ও আগুনের গোলায় আগুনে পুড়ে যায় তাঁদের গাড়ি। আমার ভাগ্য ভাল যে আমি ভারতে আছি।’ টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদও জানিয়েছেন।
মালিশা জানিয়েছেন, আমার পরিবারের আরও কয়েকজন সদস্য তালেবানদের ভয়ে লুকিয়ে রয়েছে। এমন উদ্বিগ্ন পরিস্থিতিতে পরিবারের লোকজনের মৃত্যুর শোকও করতে পারছে না।
পাকিস্তানি নায়িকা হলেও তাঁর পরিবারের অনেকেই আফগানিস্থান থাকেন। ২০১৮ সালে পাকিস্তানি গায়িকা রাবি পীরজাদার নগ্ন ভিডিও ভাইরাল হয়। এই গায়িকাকে সমর্থন জানিয়েছিলেন মালিশা। তারপর থেকে মালিশাকে নিয়েও শুরু হয়েছিল বিতর্ক। সেই সময় থেকে বার বার খবরের শিরোনামে উঠে আসেন এই অভিনেত্রী।