মুক্তির প্রথম দিনে যশোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার বিশেষ প্রদর্শনী হয়েছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ৩টায় যশোরের মণিহার সিনেমা হলে এ প্রদর্শনীর আয়োজন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সংসদ সদস্য শাহীন চাকলাদার। হাজারের বেশি দর্শক সিনেমাটি উপভোগ করেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, ‘পৃথিবীর অনেক বরেণ্য রাজনীতিবিদ, স্বাধীনতা আন্দোলনের নেতাদের নিয়ে সিনেমা নির্মিত হয়েছে। এর মাধ্যমে সেসব দেশের মানুষসহ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ তাদের নেতাদের সম্পর্কে জানতে পারছেন। মুজিব: একটি জাতির রূপকার—সিনেমার মাধ্যমেও এ দেশের বিভিন্ন শ্রেণির মানুষ জাতির পিতা শেখ মুজিবকে জানতে পারবে।’
নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু ও দেশের সঠিক ইতিহাস জানাতে অভিভাবকদের হলে এসে সিনেমাটি দেখার আহ্বান জানান এমপি চাকলাদার।
হলের ব্যবস্থাপক তোফাজ্জেল হোসেন বলেন, ‘বাংলাদেশের জন্মের ইতিহাস নির্ভর সিনেমা মুজিব: একটি জাতির রূপকার। এমন একটি সিনেমা হলে প্রদর্শিত করতে পেরে নিজেরা গর্ববোধ করছি।’ নিজের দেশ ও দেশের সঠিক ইতিহাস জানতে সিনেমা হলে এসে সিনেমা দেখার জন্য নতুন প্রজন্মকে অনুরোধ করেন তিনি।
‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি নির্মাণ করেছেন ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। চিত্রনাট্য রচনা করেছেন শামা জাইদি ও অতুল তিওয়ারি। ২০২১ সালের ২১ জানুয়ারি সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হয়। এটি নির্মাণের বাজেট ছিল ৮৩ কোটি টাকা। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাদেশের এফডিসি ও ভারতের এনএফডিসি। এটি বাংলা, হিন্দি ও ইংরেজি তিনটি ভাষায় করা হয়েছে। সিনেমার ব্যাপ্তিকাল ২ ঘণ্টা ৫৮ মিনিট।