ঢালিউডের সাবেক তারকা দম্পতি শাকিব-অপুর পথ আলাদা হলেও ছেলে আব্রাহাম খান জয়কে ঘিরে তাঁদের সম্পর্ক রয়েছে। ওমানের রাজধানী মাসকট থেকে গতকাল রোববার শাকিব খান জয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। ইতিমধ্যে বাবা-ছেলের কথোপকথনের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আর ভিডিওটি শেয়ার করে প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী।
এদিকে বাবা-ছেলের এমন দৃশ্য দেখে চুপ থাকেননি শাকিবের ছোট পুত্র শেহজাদ খান বীরের মা চিত্রনায়িকা শবনম বুবলী। নিজের ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করে প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘বাবারা তার সব সন্তানদের প্রতিই এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকুক। কারণ একজন বাবা তার সন্তানদের অন্যতম বন্ধু, অভিভাবক ও উত্তম পথপ্রদর্শক। ভালোবাসা ও শ্রদ্ধা শাকিব খান।’ বুবলীর এমন পোস্টে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। অনেকেই আবার শাকিব তাঁর দ্বিতীয় পুত্র বীরের সঙ্গেও কথা বলতে পারতেন—এমনটাই হয়তো বুবলী তাঁর স্ট্যাটাসে প্রকাশ করতে চেয়েছেন বলে মন্তব্য করেছেন।
আরও খবর পড়ুন: