হোম > বিনোদন > সিনেমা

আজ নারীদের জন্য ‘নকশীকাঁথার জমিন’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘নকশীকাঁথার জমিন’ সিনেমায় ফারিহা শামস সেঁওতি ও জয়া আহসান। ছবি: সংগৃহীত

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে ‘নকশীকাঁথার জমিন’ নামের সিনেমা বানিয়েছেন আকরাম খান। একাত্তরে প্রান্তিক দুই নারীর সংগ্রামের গল্প নিয়ে তৈরি সিনেমাটি মুক্তি পায় গত ২৭ ডিসেম্বর। এবার সব শ্রেণির নারীদের জন্য আয়োজন করা হয়েছে সিনেমার বিশেষ প্রদর্শনীর।

আজ রাজধানীর বসুন্ধরা সিটির শপিং মলের স্টার সিনেপ্লেক্সে বিকেল ৪টা ১৫ মিনিটে শুরু হবে নকশীকাঁথার জমিন সিনেমার এই প্রদর্শনী। বিশেষ প্রদর্শনীর কথা জানিয়ে ফেসবুকে একটি গুগল ফরমের লিংক শেয়ার করেছেন নির্মাতা। যাঁরা এই ফরম পূরণ করবেন, তাঁরা দেখতে পারবেন প্রদর্শনীটি।

নির্মাতা আকরাম খান বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে নারীর বঞ্চনা, ত্যাগ ও সংগ্রামের আখ্যান চলচ্চিত্রে খুব বেশি উঠে আসেনি। নকশীকাঁথার জমিন চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধের ইতিহাসে উপেক্ষিত প্রান্তিক নারীদের বয়ান। বাংলাদেশের নারীদের, বিশেষ করে শ্রমজীবী নারীদের মুক্তির সংগ্রাম এখনো চলছে। নারীদের সংগ্রামকে সম্মান জানিয়ে ও তাঁদের অনুপ্রাণিত করতে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা।’

নকশীকাঁথার জমিন সিনেমার গল্পে দেখা যাবে, দুই বোন রাহেলা ও সালেহার বিয়ে হয় একটি পরিবারের দুই ভাই জবর ও সবরের সঙ্গে। মুক্তিযুদ্ধের সময় জবর যোগ দেয় রাজাকার বাহিনীতে, কিন্তু তার ছেলে সাহেবালী অংশ নেয় মুক্তিবাহিনীতে। অন্যদিকে, সবর যোগ দেয় মুক্তিবাহিনীতে, কিন্তু তার ছেলে রাহেলিল্লাহ নাম লেখায় রাজাকার বাহিনীতে। পরিবারের পুরুষদের এই মতবিরোধ আর দ্বন্দ্বের মাঝে দুই নারীর নির্বাক প্রতিবাদ আর সংগ্রামের গল্প ফুটে উঠেছে এই সিনেমায়।

দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি, দুই ভাইয়ের চরিত্রে আছেন ইরেশ যাকের ও রওনক হাসান। আরও আছেন দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি প্রমুখ।

অনৈতিকতার অভিযোগ এনে অভিনয় ছাড়ার ঘোষণা নেহার

এবারও জমজমাট কান উৎসব

‘লজ্জা ২’, ‘ছাবা’সহ যেসব সিনেমা ও সিরিজ আসছে

আরও এক অনুদানের সিনেমায় মোশাররফ করিম

অ্যাটলির সিনেমায় এবার সুপারহিরো আল্লু অর্জুন

ঈদের সিনেমার ব্যবসায় খুশি সবাই

‘লাপাতা লেডিস’-এর গল্প নকলে হতবাক ফরাসি নির্মাতা

খেপলেন ‘বরবাদ’-এর চিত্রগ্রাহক, পরে হলো সমঝোতা

স্বস্তি ফিরছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায়

আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন চিত্রনায়িকা আইরিন