ঢাকা: মাহিয়া মাহির বিচ্ছেদের গুঞ্জন অনেকদিনের। গেল কয়েকদিন ধরে ফেসবুক স্ট্যাটাসে নানান বার্তা দিচ্ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শনিবার গভীর রাতে সব গুঞ্জন সত্যি করে বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানালেন মাহি। ২৩ মে রাত দেড়টার দিকে তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।’
সংসার বিচ্ছেদের বিষয়টি আরো স্পষ্ট করে মাহির আক্ষেপ, ‘পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুরবাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা।’
শ্বশুরবাড়ির লোকদের কাছে ক্ষমাও চেয়ে নেন তিনি। লেখেন, ‘আমি তোমাদের আজীবন মিস করবো।’
মাহিয়া মাহি ও পারভেজ মাহমুদ অপুর বিয়ে হয় ২০১৬ সালের ২৫ মে। আর একদিন বাদেই তাঁদের সম্পর্কের পঞ্চম বার্ষিকী। তার আগে মাহির এমন সিদ্ধান্তের কারণ কী? জানতে ফোন করা হয় মাহিয়া মাহিকে। ফোন ধরেননি তিনি। তবে পাঠিয়েছেন ৩০ সেকেন্ডের একটি ভয়েস রেকর্ড।
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে মাহি বলেন, ‘ওই যে স্ট্যাটাস যেভাবে দিয়েছি, ওইটাই। এত ভালো মানুষগুলোর সঙ্গে আমি কোপ আপ করতে পারি নাই। এটা আমার ব্যর্থতা। আমরা আর একসঙ্গে নাই। আমার মনে হয় না, অপুর মতো বা এই ফ্যামিলির মতো ভালো মানুষ আমি আর পাব। তাই একা থাকাই ভালো।’
ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত, তা স্পষ্ট করেননি মাহি। শুধু জানিয়েছেন, পারভেজ মাহমুদ অপুর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানছেন। জানাননি কবে নিয়েছেন এ সিদ্ধান্ত।
তবে এ নিয়ে কোনো জলঘোলা হোক, চান না মাহি। তাঁর চাওয়া, পরস্পরের প্রতি সম্মানটা বজায় থাকুক।
এর আগে ১৬ মে লেখেন, ‘এরপরও আমরা দুজন মুখোমুখি হব। কেউ কারো দিকে না তাকিয়েও পেটভরে দুজন দুজনকে দেখব। ঘ্রাণ নেবো। স্পর্শ করব।’
১২ মে অপুর সঙ্গে দুটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে লেখেন, ‘গত ৮৬৪০০ মিনিট ধরে ভাবছি তোমাকে নিয়ে গুনে গুনে ৫১টা লাইন লিখব। কিন্তু কীভাবে যে লিখব, ঠিক কোত্থেকে শুরু করব সেটাই ভেবে পাচ্ছি না। আচ্ছা আমি কি আর কোনোদিন গুছিয়ে কথা বলাটা শিখব না তাই না? তুমি তো আমাকে কিছুই শিখাতে পারলা না, এটা কি ঠিক?’