Ajker Patrika
হোম > বিনোদন > সিনেমা

‘গলুই’ ছবির জন্য নৌকাবাইচের প্রশিক্ষণ নেবেন শাকিব

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘গলুই’ ছবির জন্য নৌকাবাইচের প্রশিক্ষণ নেবেন শাকিব

প্রথমবারের মতো সরকারি অনুদানের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। কথা চূড়ান্ত। প্রযোজক খোরশেদ আলম খসরু জানান, ‘অনেকেই মনে করেন, অনুদানের ছবি মানেই কম বাজেটের, টেলিভিশনে দেখানোই মূল উদ্দেশ্য। আমরা এমন ধারণার পরিবর্তন আনতে চাইছি। তাই ছবির নায়ক হিসেবে শাকিব খানকে নিয়েছি। বড় বাজেটের ছবি এটি।’

বাণিজ্যিক ছবির প্রযোজক হয়েও কেন সরকারি অনুদান নিতে হলো? কারণ জানিয়ে খসরু বলেন, ‘নিজের টাকা দিয়ে অনেক ছবি বানিয়েছি। বেশ কিছু ছবি ব্যবসায়িক সাফল্য পায়নি। তবু আমি ছবি বানাতে চাই, সরকারের কাছ থেকে যদি কিছু পাওয়া যায়, তাহলে নিজে কিছু লগ্নি করে একটি ভিন্ন ধরনের গল্প নিয়ে কাজ করতে চাই। সেই ভাবনা থেকেই অলিকের সঙ্গে গল্প শেয়ার করি এবং অনুদানের জন্য চিত্রনাট্য তৈরি করি।’

সেপ্টেম্বরে জামালপুরে ছবির শুটিং শুরু হবে। স্থান নির্বাচনের এখন জামালপুরে আছেন নির্মাতা। গল্পের নায়ক পেশাদার নৌকাবাইচ খেলোয়াড়। শাকিবসহ আরও ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।

নির্মাতা এস এ হক অলিক বলেন, ‘খসরু ভাইয়ের দীর্ঘদিনের ইচ্ছে ছিল ভিন্ন রকমের একটি গল্প নিয়ে ছবি করার। এক আড্ডায় তিনি দুই লাইনের একটা গল্প বলেন। গল্পটা আমার মাথায় গেঁথে যায়। এরপর খসরু ভাইয়ের সঙ্গে গল্পটা নিয়ে আরও বিস্তারিত আলাপ করে ‘গলুই’ দাঁড় করাই।’

গল্পের নায়ক নৌকাবাইচ খেলোয়াড়, তাই শাকিবসহ আরও ৩০ জনকে দেওয়া হবে প্রশিক্ষণ

পরিচালক জানান, গলুই মানে নৌকার গলুই। নৌকার সঙ্গে জীবন, জীবনের সঙ্গে সম্পর্ক, পরিবার, রাষ্ট্র ও সমাজব্যবস্থা মিলিয়ে একটা জীবনধারা। এর মধ্যে প্রেম, টানাপোড়েন, বন্ধন–পুরো ছবিটার মধ্যে থাকবে। সে জন্যই ছবির নাম গলুই। কারণ নৌকার এক প্রান্তে থাকে মাঝির আসন, অন্য প্রান্তে নিশানা। নিশানা যদি ঠিক না থাকে, তাহলে নৌকা এদিক-সেদিক করবে। জীবনটাও তাই। স্বামী-স্ত্রীর সম্পর্কে একজন যদি একটু এদিক-সেদিক হয়, সংসারটা ঠিকঠাক চলে না।

শোনা যাচ্ছে, ‘গলুই’ ছবিতে শাকিবের সঙ্গে অভিনয় করবেন শবনম বুবলীশোনা যাচ্ছে, ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলী। তবে প্রযোজক বা পরিচালক এখনই সব কলাকুশলী নিয়ে কথা বলতে নারাজ। পরিচালক অলিক জানান, সেপ্টেম্বরে জামালপুরে ছবির শুটিং শুরু হবে। স্থান নির্বাচনের জন্য এখন জামালপুরে আছেন নির্মাতা এস এ হক অলিক। ছবির গল্পের নায়ক পেশাদার নৌকাবাইচ খেলোয়াড়। শাকিবসহ আরও ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।

ছবিতে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন আজিজুল হাকিম ও ফজলুর রহমান বাবু। গান করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ প্রমুখ।

ঈদে আসছে ‘ছোটকাকু চ্যাপ্টার টু’

‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’র পর নতুন সিনেমায় হিমু, সঙ্গে সায়রা

কেমব্রিজে পৌঁছাল দেশের প্রথম ম্রো ভাষার সিনেমা ‘ডিয়ার মাদার’

রাফী-তমার সম্পর্ক নিয়ে গুঞ্জন, বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ তমার

তিন নায়কের লড়াই হবে ঈদে

চরিত্রাভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে চান জাহিদ

‘বরবাদ’ সিনেমায় ভয়ংকর শাকিবের লড়াই যীশুর সঙ্গে

হলিউডকে পেছনে ফেলে সেরা অ্যানিমেশন সিনেমা ‘নে ঝা টু’

আসছে ‘আতরবিবিলেন’

চলে গেলেন নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, প্রেক্ষাগৃহে আসছে তাঁর শেষ সিনেমা ‘চাঁদের অমাবস্যা’