Ajker Patrika
হোম > বিনোদন > সিনেমা

প্রযোজনা প্রতিষ্ঠানের অভিযোগ উড়িয়ে দিলেন বুবলী

বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রযোজনা প্রতিষ্ঠানের অভিযোগ উড়িয়ে দিলেন বুবলী

ছবি মুক্তির কয়েকমাস আগে থেকেই শুরু হয়ে যায় প্রচার-প্রচারণা। এজন্য প্রযোজনা প্রতিষ্ঠান নিয়োগ করেন বিশেষ প্রমোশনাল টিম। তাঁদের কাজ হচ্ছে- কতো রকমারি তরিকায় করা যায় ছবির প্রচার।

ছবির অভিনয়শিল্পীরা অংশ নেন প্রমোশনে। বিভিন্ন সংবাদমাধ্যমে উপস্থিত হন তাঁরা। সাক্ষাৎকার দেন। ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো-তেও থাকেন। বিভিন্ন সিনেমা হলে ঘুরে ঘুরে দর্শকদের সঙ্গে কমিউনিকেট করেন। এ সময়ে নতুন করে চাহিদা বেড়েছে ডিজিটাল প্রচারণার। সোশ্যাল মিডিয়ায় কত রকম ক্যাম্পেইন যে চলে একটা ছবি মুক্তির আগে!

শবনম বুবলীঅনেকদিন পর বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘চোখ’। শবনম বুবলী, নীরব ও জিয়াউল রোশান অভিনয় করেছেন এতে। ১ অক্টোবর ‘চোখ’ সিনেমা দিয়েই দীর্ঘদিন পর খুলছে অনেক হল। মুক্তির দিন ঘনিয়ে এলেও বাড়তি কোনো প্রচার-প্রচারণা নেই ছবিটির।

‘চোখ’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার তরফ থেকে অভিযোগ করা হয়েছে, এ ছবির প্রচারে নাকি সময় দিচ্ছেন না নায়ক-নায়িকারা।

সোমবার সন্ধ্যায় বুবলীকে পাওয়া যায় এফডিসিতে। তিনি তখন মান্না ডিজিটাল কমপ্লেক্সে সৈকত নাসিরের ‘তালাশ’ ছবির শুটিং করছিলেন। শুটিংয়ের ফাঁকে প্রসঙ্গটি তুলতেই ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে ঠান্ডা মাথায় সব অভিযোগের জবাব দেন বুবলী।

তিনি বলেন, ‘এখন তো সোশ্যাল মিডিয়াতে সবাই অনেক সরব। আমার যেটি ভ্যারিফাইড পেজ, সেখানে গত দু-সপ্তাহের পোস্ট দেখলেই বুঝতে পারবেন, ‘চোখ’ নিয়ে আমি একের পর এক পোস্ট দিচ্ছি। সাংবাদিকদের সঙ্গে কথা বলছি। ইন্টারভিউ দিচ্ছি। এটার বাইরে যদি শাপলা মিডিয়ার আলাদা কোনো প্রোমোশনাল প্ল্যান থাকে, সেখানে ডাকলে কেন আমি যাবো না?’

শবনম বুবলীএছাড়া হুট করে ‘চোখ’ মুক্তির তারিখ ঠিক করায় শিল্পীদের জন্য প্রচারণায় অংশ নেওয়া কঠিন হয়ে গেছে বলেও জানালেন বুবলী। বললেন, ‘আমার এখন যে ছবিগুলোর শুটিং চলছে, সেগুলো কিন্তু এক দেড় মাস আগেই ডেট দেওয়া। আর চোখ ছবিটি যে ১ অক্টোবর আসবে, সেটা আমরা এ মাসের মাঝামাঝি এসে জেনেছি। এ পরিস্থিতিতে অন্য সবাইকে ফাঁসিয়ে আলাদা করে সময় দেব, এটা তো সম্ভব না।’

উল্টো প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধেই অভিযোগ তুললেন বুবলী। বললেন, ‘রোববার আমি সারাদিন শিডিউল ফাঁকা রেখেছিলাম এ ছবির প্রমোশনের জন্য। দুটি টিভি চ্যানেলের শোয়ে অংশ নেওয়ার ডেট থাকলেও আমি কাউকে পাইনি। শেষ পর্যন্ত অনুষ্ঠান দুটি বাতিল করতে হয়েছে।’

আসিফ ইকবাল জুয়েল পরিচালিত ‘চোখ’ সিনেমায় বুবলী ছাড়া আরও অভিনয় করেছেন নিরব, রোশান, শহীদুজ্জামান সেলিম। থ্রিলার রোমান্টিক ঘরানার সিনেমা এটি। আছে কিছুটা ভৌতিক ব্যাপারও।

দেখুন ‘চোখ’ ছবির ট্রেলার:

 

ঈদে আসছে ‘ছোটকাকু চ্যাপ্টার টু’

‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’র পর নতুন সিনেমায় হিমু, সঙ্গে সায়রা

কেমব্রিজে পৌঁছাল দেশের প্রথম ম্রো ভাষার সিনেমা ‘ডিয়ার মাদার’

রাফী-তমার সম্পর্ক নিয়ে গুঞ্জন, বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ তমার

তিন নায়কের লড়াই হবে ঈদে

চরিত্রাভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে চান জাহিদ

‘বরবাদ’ সিনেমায় ভয়ংকর শাকিবের লড়াই যীশুর সঙ্গে

হলিউডকে পেছনে ফেলে সেরা অ্যানিমেশন সিনেমা ‘নে ঝা টু’

আসছে ‘আতরবিবিলেন’

চলে গেলেন নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, প্রেক্ষাগৃহে আসছে তাঁর শেষ সিনেমা ‘চাঁদের অমাবস্যা’