ছবি মুক্তির কয়েকমাস আগে থেকেই শুরু হয়ে যায় প্রচার-প্রচারণা। এজন্য প্রযোজনা প্রতিষ্ঠান নিয়োগ করেন বিশেষ প্রমোশনাল টিম। তাঁদের কাজ হচ্ছে- কতো রকমারি তরিকায় করা যায় ছবির প্রচার।
ছবির অভিনয়শিল্পীরা অংশ নেন প্রমোশনে। বিভিন্ন সংবাদমাধ্যমে উপস্থিত হন তাঁরা। সাক্ষাৎকার দেন। ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো-তেও থাকেন। বিভিন্ন সিনেমা হলে ঘুরে ঘুরে দর্শকদের সঙ্গে কমিউনিকেট করেন। এ সময়ে নতুন করে চাহিদা বেড়েছে ডিজিটাল প্রচারণার। সোশ্যাল মিডিয়ায় কত রকম ক্যাম্পেইন যে চলে একটা ছবি মুক্তির আগে!
‘চোখ’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার তরফ থেকে অভিযোগ করা হয়েছে, এ ছবির প্রচারে নাকি সময় দিচ্ছেন না নায়ক-নায়িকারা।
সোমবার সন্ধ্যায় বুবলীকে পাওয়া যায় এফডিসিতে। তিনি তখন মান্না ডিজিটাল কমপ্লেক্সে সৈকত নাসিরের ‘তালাশ’ ছবির শুটিং করছিলেন। শুটিংয়ের ফাঁকে প্রসঙ্গটি তুলতেই ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে ঠান্ডা মাথায় সব অভিযোগের জবাব দেন বুবলী।
তিনি বলেন, ‘এখন তো সোশ্যাল মিডিয়াতে সবাই অনেক সরব। আমার যেটি ভ্যারিফাইড পেজ, সেখানে গত দু-সপ্তাহের পোস্ট দেখলেই বুঝতে পারবেন, ‘চোখ’ নিয়ে আমি একের পর এক পোস্ট দিচ্ছি। সাংবাদিকদের সঙ্গে কথা বলছি। ইন্টারভিউ দিচ্ছি। এটার বাইরে যদি শাপলা মিডিয়ার আলাদা কোনো প্রোমোশনাল প্ল্যান থাকে, সেখানে ডাকলে কেন আমি যাবো না?’
আসিফ ইকবাল জুয়েল পরিচালিত ‘চোখ’ সিনেমায় বুবলী ছাড়া আরও অভিনয় করেছেন নিরব, রোশান, শহীদুজ্জামান সেলিম। থ্রিলার রোমান্টিক ঘরানার সিনেমা এটি। আছে কিছুটা ভৌতিক ব্যাপারও।
দেখুন ‘চোখ’ ছবির ট্রেলার: