বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আপিল বোর্ডের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন চিত্রনায়ক জায়েদ খান। আজ সোমবার এই আবেদন করা হয় বলে জানিয়েছেন তাঁর আইনজীবী নাহিদ সুলতানা যুথি।
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চে আবেদনটির শুনানি করার কথাও জানিয়েছেন তিনি। আজ সোমবার হাইকোর্টে আবেদন করেন জায়েদ খান।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী তফসিলের ১০ নম্বর ধারা অনুযায়ী বিধি ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাধারণ সম্পাদক পদের প্রার্থী জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচনের আপিল বোর্ড। জায়েদের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ করেছিলেন নিপুণ। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। জায়েদের প্রার্থিতা বাতিল হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নিপুণ। গতকাল শপথ গ্রহণ করেন বিজয়ীরা।
শিল্পী সমিতি সম্পর্কিত আরও পড়ুন: