বিবাহিত এক নারী। মুখ বুজে ঘরসংসার করে। কিন্তু সংসারে শান্তি বলতে যা বোঝায়, তা নেই একেবারে। কারণ তার বাচ্চা হয় না। সমস্যাটা যদিও তার নিজের নয়, সমস্যাটা স্বামীর। কিন্তু বাচ্চা না হওয়ার সমস্ত দোষ বহন করতে হচ্ছে তাকেই। এসব সংকট কাঁধে নিয়েই ওই নারী খুঁজে বেড়াচ্ছে এমন জীবন, যে জীবন একান্তই তার নিজের।
মোটা দাগে এটাই মিথিলার আগামী চরিত্র। সেপ্টেম্বরের মাঝামাঝিতে এই চরিত্র হয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন মিথিলা। কলকাতার নতুন ছবিতে অভিনয় করছেন তিনি। ছবির নাম ‘আ রিভার ইন হ্যাভেন’। নিমার্তা রিঙ্গো বানাচ্ছেন ছবিটি। এতে সন্তান না হওয়া এক সংগ্রামী স্ত্রীর চরিত্রে অভিনয়ের খবর জানিয়েছেন মিথিলা।
যত দিনে এ ছবির শুটিং শুরু হবে, তত দিনে ‘মায়া’র ডাবিং শেষ হয়ে যাবে মিথিলার। রাজর্ষি দে পরিচালিত ‘মায়া’ ছবি দিয়েই টালিউডের ছবিতে অভিনয় শুরু করেন মিথিলা। উইলিয়াম শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ অবলম্বনে বোনা হয়েছে ‘মায়া’র গল্প।