Ajker Patrika
হোম > বিনোদন > সিনেমা

পাঁচজন অপরাধীর অলৌকিক পরিণতি নিয়ে ‘ওয়াক্ত’, শুরু হলো ‘২ষ’

বিনোদন প্রতিবেদক. ঢাকা

পাঁচজন অপরাধীর অলৌকিক পরিণতি নিয়ে ‘ওয়াক্ত’,
শুরু হলো ‘২ষ’

২০২২ সালে মুক্তি পেয়েছিল নুহাশ হুমায়ূনের ভৌতিক সিরিজ ‘পেট কাটা ষ’। দুই বছর পর আবারও ভয় দেখাতে চলে এসেছেন নুহাশ। সিরিজটির দ্বিতীয় সিজনের নাম দেওয়া হয়েছে ‘২ষ’। প্রথমটির মতো দ্বিতীয় সিজনেও থাকছে চারটি গল্প। গতকাল রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে প্রথম পর্ব ‘ওয়াক্ত’।

পাঁচজন অপরাধীর পাঁচটি ভিন্ন সময়ে পাঁচ ধরনের পরিণতি নিয়ে সাজানো হয়েছে ওয়াক্তের গল্প। ‘এই জীবনে পাপের বিচার হয় না, কবরে হয়। কিছু কিছু পাপ এত ভারী হয় যে বিচার কবর ফুঁইড়া চইলা আসে’—এমন সংলাপ শোনা যায় ওয়াক্তের টিজারে। আন্দাজ করা যায় পাঁচজনের পাপের পাঁচ রকম অলৌকিক পরিণতির গল্প দেখা যাবে এতে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত, আবদুল্লাহ আল সেন্টু, রাফায়াতুল্লাহ সোহান।

নুহাশ হুমায়ূন বলেন, ‘পাপ করার পর অনেকের মধ্যে অনুশোচনা হয়, অনেকের হয় না। ওয়াক্ত গল্পে এ রকম একটা মনস্তত্ত্ব নিয়ে কাজ করেছি। গল্পটা লেখা এবং এর নির্মাণ আমার কাছে চ্যালেঞ্জিং ছিল। এখানে পাঁচটি প্রধান চরিত্র নিয়ে কাজ করতে হয়েছে। সবার সহযোগিতায় কাজটি ভালো হয়েছে বলে আমার মনে হয়।’

সিরিজের বাকি পর্বগুলোর নাম দেওয়া হয়েছে ‘ভাগ্য ভালো’, ‘অন্তরা’ ও ‘বেসুরা’। ভাইরাল হওয়া এক জ্যোতিষীকে নিয়ে তৈরি হয়েছে ভাগ্য ভালো। অভিনয় করেছেন মোশাররফ করিম, জেবুন্নেছা সোবহান (টুনটুনি), আদনান আদীব খান, সামিয়া অথৈ।

অতিপ্রাকৃতিক বিবাহিত জীবন নিয়ে গড়ে উঠেছে অন্তরার গল্প। অভিনয়ে কাজী নওশাবা আহমেদ, আফজাল হোসেন, শিল্পী সরকার অপু।

সুর-ছন্দ ছাড়া জন্মানো এক শিল্পীর গল্প থাকছে বেসুরাতে। অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, ইসলাম উদ্দিন পালাকারসহ অনেকে।

প্রতি সপ্তাহে মুক্তি পাবে একটি করে পর্ব। গল্প লিখেছেন নুহাশ হুমায়ূন ও তাঁর মা গুলতেকিন খান।

চরিত্রাভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে চান জাহিদ

‘বরবাদ’ সিনেমায় ভয়ংকর শাকিবের লড়াই যীশুর সঙ্গে

হলিউডকে পেছনে ফেলে সেরা অ্যানিমেশন সিনেমা ‘নে ঝা টু’

আসছে ‘আতরবিবিলেন’

চলে গেলেন নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, প্রেক্ষাগৃহে আসছে তাঁর শেষ সিনেমা ‘চাঁদের অমাবস্যা’

ঈদে দেশে, ২৫ এপ্রিল বিদেশে মুক্তি পাবে ‘জংলি’

দীঘি আউট পূজা ইন

আলোচিত সেই ‘হেনা’র দৃশ্য রিক্রিয়েট করলেন বাপ্পারাজ, সঙ্গে নাঈম-শাবনাজ

ঈদে আসবে সজল-ফারিয়ার ‘জ্বীন থ্রি’

মান্নার জীবনী নিয়ে সিনেমা বানাবেন তাঁর স্ত্রী