Ajker Patrika
হোম > বিনোদন > সিনেমা

ভারতে প্রশংসিত বাঁধন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ভারতে প্রশংসিত বাঁধন

ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হলো আজমেরী হক বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁধন নিজেও।

আজ (১৯ মার্চ) উৎসবের অফিশিয়াল ফেসবুক পেজে বাঁধনের সেই ছবি শেয়ার করা হয়েছে। জানানো হয়েছে তাঁর অভিনয়ের প্রশংসা। বলা হয়েছে, ‘নিখুঁত আজমেরী হক! কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওপেনিং ফিল্মের এই অভিনেত্রী সবাইকে মুগ্ধ করেছেন।’ বাঁধন জানান, গতকাল (শুক্রবার) বিকেলে ভারতে পৌঁছেছেন এই অভিনেত্রী। গতকাল ওপেনিং ডে ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওখানকার প্রধানমন্ত্রীসহ ভারতের গণ্যমান্য অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। প্রথমদিনই বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি দেখানো হয়েছে। প্রায় তিন হাজারের মতো দর্শক সিনেমাটি দেখেছেন।

কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাঁধনবাঁধন বলেন, ‘ওখানে অনেক সমালোচকরা এসেছেন, পরিচালকরা এসেছেন; তারা সবাই আমাদের সিনেমাটি দেখেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার যেটা ভালো লেগেছে, ওখানকার দর্শক। আমি বলব একটা ম্যাজিক্যাল অডিয়েন্স আমি দেখলাম। চুপ করে, মোবাইলের শব্দ নাই, কোনো কানাঘুষা নাই, কোনো কথা নাই, কোনো উঠে যাওয়া নাই। সবাই সিনেমাটি উপভোগ করেছেন। অনেকেই আমার কাছে এসে সিনেমাটির প্রশংসা করেছেন।’

কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাঁধন৮ দিনব্যাপী কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আরও দুই দিন দেখানো হবে ‘রেহানা মরিয়ম নূর’। আগামী ২১ মার্চ ঠাকুর থিয়েটারে ও ২৩ মার্চ অজান্তা থিয়েটারে সিনেমাটির দুটি শো আছে বলে জানানো হয়েছে উৎসবের অফিশিয়াল ফেসবুক পেজে।

রাফী-তমার সম্পর্ক নিয়ে গুঞ্জন, বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ তমার

তিন নায়কের লড়াই হবে ঈদে

চরিত্রাভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে চান জাহিদ

‘বরবাদ’ সিনেমায় ভয়ংকর শাকিবের লড়াই যীশুর সঙ্গে

হলিউডকে পেছনে ফেলে সেরা অ্যানিমেশন সিনেমা ‘নে ঝা টু’

আসছে ‘আতরবিবিলেন’

চলে গেলেন নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, প্রেক্ষাগৃহে আসছে তাঁর শেষ সিনেমা ‘চাঁদের অমাবস্যা’

ঈদে দেশে, ২৫ এপ্রিল বিদেশে মুক্তি পাবে ‘জংলি’

দীঘি আউট পূজা ইন

আলোচিত সেই ‘হেনা’র দৃশ্য রিক্রিয়েট করলেন বাপ্পারাজ, সঙ্গে নাঈম-শাবনাজ