ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হলো আজমেরী হক বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁধন নিজেও।
আজ (১৯ মার্চ) উৎসবের অফিশিয়াল ফেসবুক পেজে বাঁধনের সেই ছবি শেয়ার করা হয়েছে। জানানো হয়েছে তাঁর অভিনয়ের প্রশংসা। বলা হয়েছে, ‘নিখুঁত আজমেরী হক! কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওপেনিং ফিল্মের এই অভিনেত্রী সবাইকে মুগ্ধ করেছেন।’ বাঁধন জানান, গতকাল (শুক্রবার) বিকেলে ভারতে পৌঁছেছেন এই অভিনেত্রী। গতকাল ওপেনিং ডে ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওখানকার প্রধানমন্ত্রীসহ ভারতের গণ্যমান্য অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। প্রথমদিনই বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি দেখানো হয়েছে। প্রায় তিন হাজারের মতো দর্শক সিনেমাটি দেখেছেন।