‘হৃদিতা’ ছবির শুটিং শেষ হলো মঙ্গলবার। সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে ছবির একটি গান দিয়ে শেষ হয় শুটিং। বুধবারই ঢাকার উদ্দেশে ছুটলেন পূজা চেরি। দারুণ এক অভিজ্ঞতা হয়েছে তাঁর। এমন লোকেশনে আগে শুটিং করেননি তিনি। পূজা বলেন, ‘এমন নয়নাভিরাম লোকেশনে শুটিং করে খুব ভালো লেগেছে। আমাদের দেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে, না দেখলে বুঝতাম না। ছবিতে এই সুন্দর জায়গাগুলো ফুটিয়ে তোলা উচিত। শট দেওয়ার পর স্ক্রিনে যখন নিজেকে দেখছিলাম, অবাক হচ্ছিলাম। চোখের শান্তি, মনের শান্তি—সবই পেয়েছি। ওখানে আরও কিছুদিন থাকতে পারলে ভালো লাগত।’
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ছবি ‘হৃদিতা’। এর নামভূমিকায় অভিনয় করেছেন পূজা চেরি। আনিসুল হকের ‘হৃদিতা’ উপন্যাস থেকে ছবিটি নির্মাণ করছেন যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান। ছবিতে পূজার নায়ক এ বি এম সুমন।
‘হৃদিতা’র কাজ শেষ করে পূজা এখন ‘গলুই’ ছবির শুটিংয়ে। এটাও সরকারি অনুদানের ছবি। এই ছবিতে হালের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধছেন উঠতি এই নায়িকা। আজ থেকে টাঙ্গাইলে যমুনার চরে শুরু হয়েছে শুটিং। এই ছবির জন্য ওজনও বাড়িয়েছেন পূজা। তিনি বলেন, ‘আগে আমার ওজন ছিল ৫০ কেজি। এখন ৫৫। যখন শুনলাম, চরিত্রের প্রয়োজনে ওজন বাড়াতে হবে, ইচ্ছেমতো খাওয়াদাওয়া শুরু করেছি।’