সম্প্রতি রাজনীতির মাঠে সক্রিয় হয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি। তাঁর স্বামী রাকিব সরকার গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ। তাঁর সঙ্গে বিয়ের পরেই রাজনীতিতে আগ্রহী উঠেছেন মাহি। অভিনেত্রী মাহি এবার এমপি নির্বাচন করতে চাইছেন। ‘চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনে আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন কিনবেন তিনি। গতকাল তিনি নিজেই এ কথা জানিয়েছেন। তিনি জানান, ২৯ ডিসেম্বর বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য মনোনয়ন কিনবেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার জন্য দোয়া করবেন। আমি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চাইছি। যেই স্বপ্ন নিয়ে রাজনীতিতে আমার পদার্পন আল্লাহ যেন আমার সেই স্বপ্ন পূরণ করেন। আমি মানুষের জন্য কাজ করতে চাই। নারী ও শিশুদের জন্য নিজেকে নিয়োজিত রাখতে চাই।’