সোমবার মধ্যরাতে বিয়ের খবর দিয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। পাত্র কামরুজ্জামান সরকার রাকিব পেশায় ব্যবসায়ী ও রাজনীতিক। মাহি এখন তাঁর জীবনসঙ্গী রাকিবের গাজীপুরের বাসায়।
রাকিবকে জন্মদিনের উপহার দিতেই বিয়ের জন্য ১৩ সেপ্টেম্বর তারিখটি বেছে নিয়েছেন নায়িকা। কারণ, এদিন রাকিবের জন্মদিন। আর এ কারণেই ১৩ সেপ্টেম্বরের শুরুতেই রাত ১২টা ৫ মিনিটে তাঁরা বিয়ে করেন। এটাই ছিল রাকিবের জন্মদিনে মাহির উপহার।
সোমবার দিনভর জীবনসঙ্গীর জন্মদিন উদযাপনে ব্যস্ত ছিলেন মাহি। রাত ৮টার একটু আগে ফেসবুক ঢুঁ দিলেন। স্বামীর সঙ্গে তিনটি ছবি আপলোড করে লিখলেন, ‘হ্যাপি বার্থডে টু ইউ বয়। সারাজীবন আমার এভাবেই যত্ন নিবা কিন্তু। আমি পারতাম না।’
এর আগে ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। এরপর শুটিং স্পটসহ নানা জায়গায় প্রাণবন্ত উপস্থিতি ছিল অপু ও মাহির। তাঁদের পঞ্চম বিয়েবার্ষিকীর কয়েকদিন আগে মাহি জানান, একসঙ্গে আর থাকছেন না তাঁরা।