হোম > বিনোদন > সিনেমা

ইফিতে জয়া আহসানের সঙ্গে আছেন মেহজাবীনও

বিনোদন প্রতিবেদক, ঢাকা 

ভারতের গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসর শুরু হবে ২০ নভেম্বর। আগেই জানা গিয়েছিল, এবার উৎসবের ইন্ডিয়ান প্যানারোমা বিভাগের ফিচার ফিল্ম শাখায় জায়গা পেয়েছে জয়া আহসানের ‘ভূতপরী’। এবার জানা গেল, একই আসরে দেখানো হবে মেহজাবীন চৌধুরীর সিনেমাও।

সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে প্রদর্শিত হবে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’। বাংলাদেশের একমাত্র সিনেমা হিসেবে এবার ইফিতে প্রতিনিধিত্ব করছে এটি। পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত।

এতে মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। প্রিয় মালতী সিনেমাটি ইফিতে প্রদর্শিত হওয়াকে বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন পরিচালক শঙ্খ। তিনি বলেন, ‘উপমহাদেশের গুরুত্বপূর্ণ এবং ভারতের সবচেয়ে বড় উৎসব ইফি। প্রতিবেশী দেশ হিসেবে আমাদের সংস্কৃতি ও অভিজ্ঞতার অনেক কিছুই এক। তাই সংস্কৃতির যে যোগাযোগটা হওয়া প্রয়োজন, সেটা প্রিয় মালতী দিয়ে করা সম্ভব বলে মনে করি।’

মেহজাবীন চৌধুরী বলেন, ‘ইফিতে প্রিয় মালতী সিলেক্ট হওয়ায় পুরো টিম দারুণ অনুপ্রাণিত। উৎসবে নির্বাচিত হওয়ার ব্যাপারটি মাথায় রেখে তো কাজ করি না। কিন্তু যখন সেটা নির্বাচিত হয়, তখন খুবই ভালো লাগে। বিদেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারছে। তবে আমার সবচেয়ে ভালো লাগবে, যখন দেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন।’

জয়া আহসান অভিনীত ‘ভূতপরী’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

এদিকে, গত শুক্রবার মিশরের ৪৫তম কায়রো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে প্রিয় মালতীর। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন নির্মাতা শঙ্খ দাসগুপ্ত, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, প্রযোজক আদনান আল রাজীব ও হাবিবুর রহমান তারেক। প্রদর্শনী শেষে সিনেমাটি নিয়ে কথা বলেন মেহজাবীন ও শঙ্খ।

‘প্রিয় মালতী’ সিনেমার পোস্টারে মেহজাবীন। ছবি: সংগৃহীত

উৎসবের আন্তর্জাতিক সিনেমা বিভাগে প্রতিযোগিতা করছে প্রিয় মালতী। কায়রো উৎসবে মোট চারটি প্রদর্শনী হবে সিনেমাটির। এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ। চলতি বছরই দেশের প্রেক্ষাগৃহে প্রিয় মালতী মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাগরিকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন জয়া আহসান

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ভাড়া কমিয়ে এফডিসিতে শুটিং বাড়ানোর উদ্যোগ

ঢাকায় ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ হওয়ার মিথ্যা খবর ভারতীয় সংবাদমাধ্যমে

সুযোগ না থাকলে হয়তো নাটকেই থাকতাম

জনপ্রিয় হওয়ার বাসনা মানুষকে পরাজিত করছে

বিদেশে ঘুরে দেশের হলে ‘রিকশা গার্ল’

ভারতে মুক্তির আগেই ওটিটিতে শাকিব অভিনীত ‘দরদ’

সেকশন