আরএম, জিমিন, জাংকুকের পর এবার একক অ্যালবাম নিয়ে আসছেন বিটিএস তারকা ভি। গতকাল মঙ্গলবার ভি’র এজেন্সি বিগহিট মিউজিকের বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে কোরীয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান আডরের ব্যানারে ভি’র প্রথম একক অ্যালবামের কাজ চলছে।
প্রথম একক অ্যালবাম প্রকাশের আগে চাপে ভুগলেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভি। তিনি বলেন, ‘বিশাল চাপে থাকলেও আমি ভীষণ খুশি। অ্যালবামে আমার গানের নিজস্ব ছাপ থাকবে। বিটিএসের ভি’র তুলনায় একক অ্যালবামের ভিকে আলাদা করতে পারবেন শ্রোতারা। আশা করছি, অ্যালবামটি নিয়ে বিটিএস আর্মিরা খুশি হবেন।’
একক ক্যারিয়ারে মনোযোগ দিতে গত বছরের জুনে বিটিএস থেকে সাময়িক বিরতি নেন ভি, জাংকুকরা। সাত সদস্যদের ব্যান্ডটির ছয় সদস্য ইতিমধ্যে একক গান ও অ্যালবাম প্রকাশ করেছেন, শেষ সদস্য হিসেবে অ্যালবামের ঘোষণা দিলেন ভি।
তবে অ্যালবামের নাম, প্রকাশের দিনক্ষণ এখনো জানানো হয়নি, পরবর্তী সময় বিস্তারিত জানাবে বিগহিট মিউজিক।
আডরের প্রধান নির্বাহী কর্মকর্তা মিন হি জিন বলেন, ‘গত বছরের শেষ ভাগে আমরা অ্যালবামটি করার প্রস্তাবটি পেয়েছি। যদিও আমাদের ব্যস্ত সূচির কারণে কাজটি করতে পারব কি না, তা নিয়ে ইতস্তত বোধ করছিলাম। তবে ভি’র গানের প্রতি আগ্রহ ও দারুণ কণ্ঠস্বর আমাকে মোহিত করেছে।’