বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত বছর থেকে বাংলাদেশে বেড়েছে পাকিস্তানি শিল্পীদের উপস্থিতি। নিয়মিত ঢাকার মঞ্চে গাইছেন তাঁরা। আজ একই দিনে ঢাকার ভিন্ন দুই ভেন্যুতে গাইবেন পাকিস্তানের দুই শিল্পী মুস্তাফা জাহিদ ও আইমা বেগ।
মেলোডি আনলিশড কনসার্টে মুস্তাফা জাহিদ
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মুস্তাফা জাহিদের মেলোডি আনলিশড কনসার্ট। নিরাপত্তাজনিত কারণে সে সময় স্থগিত করে দেওয়া হয়। এরপর কয়েকবার তারিখ পরিবর্তনের পর অবশেষে আজ অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন। গতকাল দুপুরে ঢাকায় এসেছেন পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ।
বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে মেলোডি আনলিশড কনসার্ট শুরু হবে বিকেল চারটায়। ‘রক্সেন’ ব্যান্ডের ভোকাল হিসেবে সংগীত ক্যারিয়ার শুরু মুস্তাফা জাহিদের। ২০০৭ সালে বলিউডের ‘আওয়ারাপান’ সিনেমায় ‘তো ফির আও’ এবং ‘তেরা মেরা রিস্তা’ গান গেয়ে ভারতেও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এরপর ‘রানওয়ে’, ‘ব্লাড মানি’, ‘মার্ডার থ্রি’, ‘আশিকি টু’, ‘হিরোপান্তি’সহ বেশকিছু বলিউড সিনেমায় প্লেব্যাক করেছেন মুস্তাফা জাহিদ। বাংলাদেশেও বেশ জনপ্রিয় তিনি। মেলোডি আনলিশড কনসার্টে মুস্তাফা জাহিদের সঙ্গে আরও গান শোনাবেন বাংলাদেশের সংগীতশিল্পী এ কে রাহুল, ব্যান্ড লেভেল ফাইভ ও এনকোর। টিকিট বিক্রি হয়েছে তিন ক্যাটাগরিতে। জেনারেল ১ হাজার ৯৯৯ টাকা, মেলোডি জোন ৩ হাজার ৪৯৯ এবং প্রিমিয়াম ১০ হাজার টাকা। গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। কনসার্টট আয়োজন করেছে মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন।
রুল দ্য ওয়ার্ল্ড কনসার্টে গাইবেন আইমা বেগ
ওয়ান ট্রু সাউন্ডের ব্যানারে দেশের শিল্পীদের নিয়ে নিয়মিত কনসার্টের আয়োজন করে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। এবার প্রথমবার এই আয়োজনে অংশ নিচ্ছেন পাকিস্তানের শিল্পী আইমা বেগ। কনসার্টের নাম দেওয়া হয়েছে রুল দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশে এটি আইমা বেগের প্রথম কনসার্ট। প্রথমে এই কনসার্ট সেনা প্রাঙ্গণে বড় আয়োজনে করার কথা থাকলেও পরে ভেন্যু পরিবর্তন করা হয়। আয়োজকেরা জানিয়েছেন, আজ রাজধানীর একটি কনভেনশন হলে কেবল আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজন করা হয়েছে এই কনসার্ট।
২০১৬ সালে ‘লাহোর সে আগে’ সিনেমায় প্রথমবার প্লেব্যাক করেন আইমা। ‘কালাবাজ দিল’, ‘এহলে দিল’ ও ‘বি-ফিকরিয়ান’ সিনেমায় প্লেব্যাক করে জনপ্রিয়তা পান। কোক স্টুডিও পাকিস্তানেও গেয়েছেন আইমা। পিএসএলের সপ্তম আসরে আতিফ আসলামের সঙ্গে ‘আগে দেখ’ ও গত বছর আলী জাফরের সঙ্গে ‘খুল কে খেল’ থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন তিনি।
গত বছর থেকে বাংলাদেশে বেড়েছে পাকিস্তানি শিল্পীদের উপস্থিতি। নিয়মিত ঢাকার মঞ্চে গাইছেন তাঁরা। আজ একই দিনে ঢাকার ভিন্ন দুই ভেন্যুতে গাইবেন পাকিস্তানের দুই শিল্পী মুস্তাফা জাহিদ ও আইমা বেগ।
মেলোডি আনলিশড কনসার্টে মুস্তাফা জাহিদ
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মুস্তাফা জাহিদের মেলোডি আনলিশড কনসার্ট। নিরাপত্তাজনিত কারণে সে সময় স্থগিত করে দেওয়া হয়। এরপর কয়েকবার তারিখ পরিবর্তনের পর অবশেষে আজ অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন। গতকাল দুপুরে ঢাকায় এসেছেন পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ।
বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে মেলোডি আনলিশড কনসার্ট শুরু হবে বিকেল চারটায়। ‘রক্সেন’ ব্যান্ডের ভোকাল হিসেবে সংগীত ক্যারিয়ার শুরু মুস্তাফা জাহিদের। ২০০৭ সালে বলিউডের ‘আওয়ারাপান’ সিনেমায় ‘তো ফির আও’ এবং ‘তেরা মেরা রিস্তা’ গান গেয়ে ভারতেও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এরপর ‘রানওয়ে’, ‘ব্লাড মানি’, ‘মার্ডার থ্রি’, ‘আশিকি টু’, ‘হিরোপান্তি’সহ বেশকিছু বলিউড সিনেমায় প্লেব্যাক করেছেন মুস্তাফা জাহিদ। বাংলাদেশেও বেশ জনপ্রিয় তিনি। মেলোডি আনলিশড কনসার্টে মুস্তাফা জাহিদের সঙ্গে আরও গান শোনাবেন বাংলাদেশের সংগীতশিল্পী এ কে রাহুল, ব্যান্ড লেভেল ফাইভ ও এনকোর। টিকিট বিক্রি হয়েছে তিন ক্যাটাগরিতে। জেনারেল ১ হাজার ৯৯৯ টাকা, মেলোডি জোন ৩ হাজার ৪৯৯ এবং প্রিমিয়াম ১০ হাজার টাকা। গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। কনসার্টট আয়োজন করেছে মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন।
রুল দ্য ওয়ার্ল্ড কনসার্টে গাইবেন আইমা বেগ
ওয়ান ট্রু সাউন্ডের ব্যানারে দেশের শিল্পীদের নিয়ে নিয়মিত কনসার্টের আয়োজন করে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। এবার প্রথমবার এই আয়োজনে অংশ নিচ্ছেন পাকিস্তানের শিল্পী আইমা বেগ। কনসার্টের নাম দেওয়া হয়েছে রুল দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশে এটি আইমা বেগের প্রথম কনসার্ট। প্রথমে এই কনসার্ট সেনা প্রাঙ্গণে বড় আয়োজনে করার কথা থাকলেও পরে ভেন্যু পরিবর্তন করা হয়। আয়োজকেরা জানিয়েছেন, আজ রাজধানীর একটি কনভেনশন হলে কেবল আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজন করা হয়েছে এই কনসার্ট।
২০১৬ সালে ‘লাহোর সে আগে’ সিনেমায় প্রথমবার প্লেব্যাক করেন আইমা। ‘কালাবাজ দিল’, ‘এহলে দিল’ ও ‘বি-ফিকরিয়ান’ সিনেমায় প্লেব্যাক করে জনপ্রিয়তা পান। কোক স্টুডিও পাকিস্তানেও গেয়েছেন আইমা। পিএসএলের সপ্তম আসরে আতিফ আসলামের সঙ্গে ‘আগে দেখ’ ও গত বছর আলী জাফরের সঙ্গে ‘খুল কে খেল’ থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন তিনি।
দেশের পোশাকশিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন ২৪ এপ্রিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর হিসাবমতে, ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩২ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার মানুষকে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ২০১৫ সালে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি...
১ ঘণ্টা আগেজনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের বোন এনোলা হোমস দুঁদে গোয়েন্দা। ভাইয়ের মতো এনোলারও শখ রহস্যের পেছনে ছুটে বেড়ানো। তাঁরও আছে নিজের ডিটেকটিভ এজেন্সি। এনোলার রহস্যময় অভিযানের সে গল্প উঠে এসেছে ন্যানসি স্প্রিংগারের ‘দ্য এনোলা হোমস মিস্ট্রিস’ উপন্যাসে।
১ ঘণ্টা আগেইতিমধ্যে দেশের বাইরে মুক্তি পেয়েছে রোজার ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ ও শাকিব খান অভিনীত ‘বরবাদ’। এবার বিদেশযাত্রা শুরু হচ্ছে ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমার। আগামীকাল ২৫ এপ্রিল কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৪০ থিয়েটারে মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত...
২ ঘণ্টা আগে২০১৯ সাল থেকে সৌদি সরকার নিয়মিত আয়োজন করে আসছে ‘রিয়াদ সিজন’। বিনোদন, সংস্কৃতি, খেলাসহ নানা আয়োজনে অংশ নিতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনোদনপ্রেমীরা জড়ো হন রিয়াদে। বাংলাদেশও অংশ নেয় এই আয়োজনে। এবার দেশটির দাম্মাম শহরে সুদান, ভারত, ফিলিপাইনস ও বাংলাদেশকে নিয়ে আয়োজন করা হয়েছে...
২ ঘণ্টা আগে