Ajker Patrika
হোম > বিনোদন > টেলিভিশন

নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী

বিনোদন প্রতিবেদক, ঢাকা

নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী
অভিনেতা আজাদ। ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ার জিরাবোতে নিজের বাড়িতে ডাকাতের গুলিতে আহত হয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। আজ রোববার ভোরে বাড়িতে ডাকাতের উপস্থিতি টের পান আজাদ ও তাঁর পরিবারের সদস্যরা। এ সময় ডাকাতেরা গুলি করলে আজাদের পায়ে তিনটি গুলি লাগে। ডাকাতের আক্রমণে অভিনেতার মা ও স্ত্রী আহত হয়েছেন।

ডাকাতের গুলিতে আজাদের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভগ্নিপতি ও নির্মাতা তপু খান। তিনি গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাটি ঘটেছে ভোরবেলা। কয়েকজন ডাকাত বাসার রান্নাঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে পড়ে। বাসার লোকজন টের পেয়ে রান্নাঘরে গেলে সে সময় অভিনেতার স্ত্রীর মাথায় এবং তাঁর মায়ের পায়ে আঘাত লাগে। এ সময় চিৎকার করলে ডাকাতেরা পালিয়ে যাওয়ার সময় আজাদের পায়ে তিনটি গুলি করে। দুজন ডাকাত বাসায় হামলা করলেও বাড়ির বাইরে ছিল আরও কয়েকজন।’

জানা গেছে, আজাদের পায়ে গুলি লেগে মাংসপেশি ছিঁড়ে গেছে। ভোরবেলাতেই রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। মা-স্ত্রীসহ অভিনেতা এখন রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে অভিনেতার দেখাশোনা করছেন আরেক নির্মাতা আনিসুর রহমান রাজিব। আজাদের জ্ঞান ফিরেছে বলে জানিয়েছেন রাজিব।

২০১৬ সালে তপু খানের ‘প্রাক্তন’ নাটকের মধ্য দিয়ে অভিনয়ে পথচলা শুরু আজাদের। এরপর গত ৯ বছরে দুই শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘লিডার আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন আজাদ।

আলোকিত কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবিগঞ্জের তামীম

সন্তান নিখোঁজ হওয়ার গল্প ‘উধাও’

স্বাধীনতা দিবসে টিভি আয়োজন

ঈদে নাটকে ও নৃত্যানুষ্ঠানে শখ

অভিনেতা মাহফুজ আহমেদের ব্যাংক হিসাবের তথ্য চায় এনবিআর

নাটক নিয়ে বৈশাখী টিভির বিশেষ আয়োজন

রূপকথার গল্পে সোহেল আরমানের টেলিফিল্ম

প্রথমবার একসঙ্গে দ্বৈত গানে মনির খান ও রবি চৌধুরী

গান গাইলেন সিয়াম ও হিমি

ঈদ ‘ইত্যাদি’তে এবারও থাকছে বিদেশিদের নিয়ে আয়োজন