Ajker Patrika

রূপকথার গল্পে সোহেল আরমানের টেলিফিল্ম

বিনোদন প্রতিবেদক, ঢাকা
সোহেল আরমান। ছবি: সংগৃহীত
সোহেল আরমান। ছবি: সংগৃহীত

রূপকথার গল্পে টেলিফিল্ম নির্মাণ করলেন অভিনেতা ও নির্মাতা সোহেল আরমান। আসন্ন ঈদে বিটিভিতে প্রচারিত হবে টেলিফিল্মটি। বিটিভির প্রযোজনায় নির্মিত টেলিফিল্মটির নাম ‘জলপরী’। এরই মাঝে শুটিংও শেষ করেছেন নির্মাতা।

সোহেল আরমান জানান, এটা মূলত রূপকথার গল্প। জলপরী একটি দ্বীপের নাম। এই জলপরী দ্বীপে বাবার অপরাধের কারণে তার মেয়েকে বেঁধে রাখা হয়। বেঁধে রাখা হয় এ কারণে যে, কোনো একদিন ঝড় আসবে, সেই ঝড় কন্যাকে সাগরে ভাসিয়ে নিয়ে যাবে। তবেই জেলেদের জালে মাছ ধরা পড়বে। এমন গল্প নিয়েই তৈরি হয়েছে টেলিফিল্মটি। অভিনয় করেছেন জাহের আলভী, তিথি, সমু চৌধুরী, সূচনা, সানজিদা কানিজ, মনির, মায়া ইসলাম প্রমুখ।

জলপরী নিয়ে সোহেল আরমান বলেন, ‘অনেক দিন পর বিটিভির জন্য একটি টেলিফিল্মের নির্দেশনা দিলাম। গল্পের প্রয়োজনে আমাদেরকে ঢাকার বাইরে শুটিং করতে হয়েছে। জাহের আলভী তাঁর চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। আমি ভীষণ মুগ্ধ তাঁর অভিনয়ে। আরও যাঁরা আছেন তাঁরাও প্রত্যেকে যার যার চরিত্রে চমৎকার অভিনয় করেছেন। আমি খুব আশাবাদী জলপরী টেলিফিল্মটি নিয়ে। যেহেতু আমি নিজেই জলপরীর চিত্রনাট্য করেছি, তাই নির্দেশনাটা আমার মনের মতো করেই দিতে পেরেছি। জলপরী নিয়ে আশাবাদী আমি।’

সোহেল আরমান সবশেষ ‘নয়ন পাখি’ ও ‘রূপ না মন’ নামের দুটি নাটক নির্মাণ করেছেন। নয়ন পাখিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও সামিরা খান মাহি এবং রূপ না মন নাটকে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর ও রোদসী সিদ্দিকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত