বিনোদন প্রতিবেদক, ঢাকা
আধুনিক বাংলা সংগীতের পরিচিত দুই নাম—রবি চৌধুরী ও মনির খান। মৌলিক গানের পাশাপাশি প্লেব্যাকেও খ্যাতি রয়েছে তাঁদের। মিক্সড অ্যালবাম ও বিভিন্ন অনুষ্ঠানেও গেয়েছেন গান। তবে কখনো কোনো দ্বৈত গানে একসঙ্গে কণ্ঠ দেননি তাঁরা। এবার বিটিভির একটি অনুষ্ঠানে প্রথমবার একসঙ্গে গাইলেন রবি চৌধুরী ও মনির খান।
‘খুশবু ছড়িয়ে দিব আজকের জলসায়/কখনো গানে গানে কখনো তবলায়’, এমন কথায় গানটি লিখেছেন ও সুর করেছেন রবি চৌধুরী। সম্প্রতি রবি চৌধুরীর নিজের স্টুডিওতে রেকর্ডিং হয়েছে গানটির।
ক্যারিয়ারের শুরু থেকে রবি চৌধুরী ও মনির খানের ভালো বন্ধুত্ব। মনির খানের ভাষ্যমতে, যে সময় অনেকে তাঁকে এড়িয়ে চলছিলেন, তখন তাঁকে আপন করে নিয়েছিলেন রবি চৌধুরী। তাই প্রথমবার রবি চৌধুরীর সঙ্গে গাইতে পেরে উচ্ছ্বসিত তিনি।
গান রেকর্ডিংয়ের একটি ভিডিও ফেসবুকে আপলোড করেছেন রবি চৌধুরী। সেখানে রবি চৌধুরীকে নিয়ে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে মনির খান বলেন, ‘আমি রবি চৌধুরীর গানের ভীষণ ভক্ত। শুধু গায়কি নয়, তাঁর কথা, আচরণেও আমি মুগ্ধ। দীর্ঘদিন পরে হলেও একসঙ্গে একটি গান করতে পারলাম। আমার প্রথম অ্যালবাম যখন বের হলো, সে সময় অনেকের কাছে যাওয়া হয়েছে। অ্যালবামটি দেওয়ার জন্য, গান শোনানোর জন্য। অনেকে ব্যস্ততার কারণে আমাকে সেভাবে গ্রহণ করতে পারেননি। কেউ হয়তো অসময়ে যাওয়ায় বিরক্ত হয়েছেন। কিন্তু রবি চৌধুরী ভাইয়ের বাসায় যাওয়ার পর আমাকে তিনি আপন করে নিয়েছেন। গানগুলো শুনে আমার জন্য অনেক দোয়া করেছেন। তাঁর সঙ্গে গাইতে পেরে আমার ভেতর টগবগে আনন্দ লাগছে। তাঁর সঙ্গে গাওয়া মুহূর্তটি সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে।’
রবি চৌধুরী বলেন, ‘মনির খানের ক্যারিয়ারের শুরু থেকেই তাঁকে আমার ভাই বলে জেনেছি। তাঁর গানের ভক্ত আমি। অনেক দিন পর ঈদের অনুষ্ঠানে বিটিভি থেকে আমাদের ডাকা হয়েছে। সেখানে আমাদের একক গান তো থাকবেই। পাশাপাশি দুজন মিলে একটা দ্বৈত গান করেছি আমার কথা ও সুরে। আশা করি, সবার ভালো লাগবে।’
আধুনিক বাংলা সংগীতের পরিচিত দুই নাম—রবি চৌধুরী ও মনির খান। মৌলিক গানের পাশাপাশি প্লেব্যাকেও খ্যাতি রয়েছে তাঁদের। মিক্সড অ্যালবাম ও বিভিন্ন অনুষ্ঠানেও গেয়েছেন গান। তবে কখনো কোনো দ্বৈত গানে একসঙ্গে কণ্ঠ দেননি তাঁরা। এবার বিটিভির একটি অনুষ্ঠানে প্রথমবার একসঙ্গে গাইলেন রবি চৌধুরী ও মনির খান।
‘খুশবু ছড়িয়ে দিব আজকের জলসায়/কখনো গানে গানে কখনো তবলায়’, এমন কথায় গানটি লিখেছেন ও সুর করেছেন রবি চৌধুরী। সম্প্রতি রবি চৌধুরীর নিজের স্টুডিওতে রেকর্ডিং হয়েছে গানটির।
ক্যারিয়ারের শুরু থেকে রবি চৌধুরী ও মনির খানের ভালো বন্ধুত্ব। মনির খানের ভাষ্যমতে, যে সময় অনেকে তাঁকে এড়িয়ে চলছিলেন, তখন তাঁকে আপন করে নিয়েছিলেন রবি চৌধুরী। তাই প্রথমবার রবি চৌধুরীর সঙ্গে গাইতে পেরে উচ্ছ্বসিত তিনি।
গান রেকর্ডিংয়ের একটি ভিডিও ফেসবুকে আপলোড করেছেন রবি চৌধুরী। সেখানে রবি চৌধুরীকে নিয়ে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে মনির খান বলেন, ‘আমি রবি চৌধুরীর গানের ভীষণ ভক্ত। শুধু গায়কি নয়, তাঁর কথা, আচরণেও আমি মুগ্ধ। দীর্ঘদিন পরে হলেও একসঙ্গে একটি গান করতে পারলাম। আমার প্রথম অ্যালবাম যখন বের হলো, সে সময় অনেকের কাছে যাওয়া হয়েছে। অ্যালবামটি দেওয়ার জন্য, গান শোনানোর জন্য। অনেকে ব্যস্ততার কারণে আমাকে সেভাবে গ্রহণ করতে পারেননি। কেউ হয়তো অসময়ে যাওয়ায় বিরক্ত হয়েছেন। কিন্তু রবি চৌধুরী ভাইয়ের বাসায় যাওয়ার পর আমাকে তিনি আপন করে নিয়েছেন। গানগুলো শুনে আমার জন্য অনেক দোয়া করেছেন। তাঁর সঙ্গে গাইতে পেরে আমার ভেতর টগবগে আনন্দ লাগছে। তাঁর সঙ্গে গাওয়া মুহূর্তটি সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে।’
রবি চৌধুরী বলেন, ‘মনির খানের ক্যারিয়ারের শুরু থেকেই তাঁকে আমার ভাই বলে জেনেছি। তাঁর গানের ভক্ত আমি। অনেক দিন পর ঈদের অনুষ্ঠানে বিটিভি থেকে আমাদের ডাকা হয়েছে। সেখানে আমাদের একক গান তো থাকবেই। পাশাপাশি দুজন মিলে একটা দ্বৈত গান করেছি আমার কথা ও সুরে। আশা করি, সবার ভালো লাগবে।’
কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল কোরবানির ঈদে ‘নীলচক্র’ সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন আরিফিন শুভ। অবশেষে সেই খবর নিশ্চিত করলেন পরিচালক মিঠু খান। গতকাল আজকের পত্রিকাকে তিনি জানান, কোরবানির ঈদেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নীলচক্র।
১ ঘণ্টা আগেএকসময় ভারতীয় শোবিজে নিয়মিত অংশগ্রহণ ছিল পাকিস্তানি শিল্পীদের। অভিনয় থেকে গান—সব ক্ষেত্রে পাওয়া যেত তাঁদের। তবে ২০১৬ সালে উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের শিল্পীদের ওপর ভারতে নিষেধাজ্ঞা জারি হয়। ২০২৩ সালে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ভারতে স্বাভাবিক হতে শুরু করে...
১ ঘণ্টা আগে১ মে মহান মে দিবস ও ৫ মে কার্ল মার্ক্সের ২০৮তম জন্মদিন। এ উপলক্ষে ঢাকার মঞ্চে টানা তিন দিন নাট্য সংগঠন বটতলা ও যাত্রিকের যৌথ প্রযোজনা ‘মার্ক্স ইন সোহো’ নাটকের তিনটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ১ থেকে ৩ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে মার্ক্স...
১ ঘণ্টা আগেকান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে জায়গা পেল বাংলাদেশ। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্থান করে নিল আদনান আল রাজীব পরিচালিত সিনেমা ‘আলী’। কানের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়ার ঘটনা এটাই প্রথম।
১২ ঘণ্টা আগে