Ajker Patrika
হোম > পরিবেশ

ডিসেম্বরে শীতের মধ্যেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিসেম্বরে শীতের মধ্যেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
ফাইল ছবি

ডিসেম্বর মাসে বঙ্গোপসাগরে এক বা দুটি লঘুচাপ তৈরি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে, মাসের দ্বিতীয়ার্ধে দেশে এক বা দুটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তরের একমাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার পারদ নামছে। নভেম্বরের শেষ দিকে থেকেই পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে নেমেছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমার আভাস রয়েছে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে তবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

এ মাসের দ্বিতীয়ার্ধে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চালে এক থেকে দুটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দেশের নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ডিসেম্বর মাসে দেশের প্রধান নদ-নদী সমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা আজকের পত্রিকাকে বলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তাপমাত্রা আরও কমে যাবে। এই সপ্তাহে ডিসেম্বরে দেশের পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলে তাপমাত্রা আরও কমে যাবে।

৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ

ঢাকার বাতাসে দূষণ আজ আবার বেড়েছে, শীর্ষে দিল্লি

আজ ঢাকার বাতাসে কিছুটা উন্নতি, দূষণে শীর্ষে লাহোর

বৃষ্টিতেও কমেনি দূষণ, আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বসন্তের প্রথম বৃষ্টিতে শীতের আবহ

ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কাল আরও বড় পরিবর্তন

উত্তরবঙ্গে দ্রুত বদলে যাচ্ছে ভূগর্ভস্থ পানির প্রবাহপথ, বাড়বে খরার তীব্রতা: গবেষণা

আজও ঢাকার বাতাস বিশ্বের সবচেয়ে দূষিত

বঙ্গোপসাগরে লঘুচাপ, দু–এক দিনের মধ্যে শিলাবৃষ্টির পূর্বাভাস

আজ ২ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, আরও যা জানা গেল