লাতিন আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের মঞ্চ কোপা আমেরিকার গ্রুপ পর্বের খেলা শেষ। এখন অপেক্ষা কোয়ার্টার ফাইনাল। গ্রুপ পর্বের খেলায় দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে দলগুলোর মধ্যে। যেমন গত ২৬ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ পর্বের খেলায় মুখোমুখি হয় আর্জেন্টিনা ও চিলি। খেলা তখন ৬০ মিনিট পেরিয়েছে; ম্যাচ গোলশূন্য সমতায়। আর্জেন্টাইন রাইট উইঙ্গার আনহেল দি মারিয়ার পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া নিকো গনসালেস ডান পাশ দিয়ে বল নিয়ে চিলির বক্সে ঢুকছিলেন।
এসময় চিলি রাইটব্যাক ইসলা সামনের দিক থেকে এসে তাঁকে ট্যাকল করে বলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। ইসলার ট্যাকলে মাটিতে পড়ে যান গনসালেস, মাটিতে পড়তে পড়তেই ইসলার পায়ে হাত দেন। এরপরও বল নিয়ে এগিয়ে যেতে চাচ্ছিলেন, গনসালেস ইসলার গোড়ালি টেনে ধরেন। ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান ইসলাও। ইসলার বুটে ছিল নাইকির লোগো। এই ম্যাচে শেষ পর্যন্ত ১–০ গোলে জিতে যায় আর্জেন্টিনা। তবে গনসালেসের পা ধরার ছবিটিই হয়ে যায় ম্যাচের আইকনিক এক ছবি, যা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি দাবি করা হচ্ছে, আর্জেন্টিনা বনাম চিলি ম্যাচের আইকনিক এই ছবিই নাইকি তাদের বিলবোর্ড বিজ্ঞাপনে রূপান্তরিত করেছে! বিলবোর্ডের বিজ্ঞাপনটিতে লেখা, ‘সবাই এক জোড়া নাইকি চায়। তুমিও তোমারটি সংগ্রহ করে নাও’।
দাবিটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। নাইকির সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইট খুঁজে প্রতিষ্ঠানটির এমন কোনো বিজ্ঞাপন তৈরির ব্যাপারে তথ্য পাওয়া যায়নি।
রিভার্স ইমেজ অনুসন্ধানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের ‘ডিজিটাল কোম্পানি (Digitallcompany)’ নামের একটি অ্যাকাউন্টে ভাইরাল ছবিটি পাওয়া যায়। গত শুক্রবার (২৮ জুন) অ্যাকাউন্টটিতে ছবিটি পোস্ট করা হয়। ছবির ক্যাপশনে বলা হয়, সৃজনশীলতার কোনো সীমা নেই। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ফটোশপের মাধ্যমে নাইকির জন্য বিজ্ঞাপনটি তৈরি করেছেন, যা পরে ভাইরাল হয়ে যায়।
পরে ভাইরাল বিলবোর্ডটির উৎসের সন্ধানে ‘টেমপ্লেট মনস্টার’ নামের ওয়েবসাইটে নাইকির কথিত বিজ্ঞাপনটিতে ব্যবহৃত বিলবোর্ডের মূল ছবিটি পাওয়া যায়। ওয়েবসাইটটিতে ছবিটির বর্ণনায় বলা হয়েছে, এটি বিলবোর্ডের একটি সৃজনশীল ডিজাইন। এতে নিজেদের লোগো, কোম্পানির বিবরণ ইত্যাদি যুক্ত করে যে কেউ ব্যবহার করতে পারেন।