ফ্যাক্টচেক ডেস্ক
পবিত্র রমজান মাস উপলক্ষে দক্ষিণ ভারতের জনপ্রিয় চিত্রনায়ক ও রাজনীতিবিদ থালাপতি বিজয় গত ৭ মার্চ সন্ধ্যায় চেন্নাইতে একটি ইফতার পার্টির আয়োজন করেন। এতে স্থানীয় ১৫টি মসজিদের ইমামসহ প্রায় ৩ হাজার মানুষ উপস্থিত ছিলেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে এসেছে।
মুসলিমদের সঙ্গে ইফতারি পার্টিতে যোগ দেওয়ার কারণে থালাপতি বিজয়ে ছবি সংবলিত একটি ভবন ভেঙে ফেলা হয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি একই ক্যাপশনে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজে ও গ্রুপে পোস্ট করা হয়েছে। ভিডিওটিতে একজনকে হাতুড়ি ও ক্রেন দিয়ে থালাপতি বিজয়ের ছবি পেইন্ট করা একটি ভবনের দেয়াল ভাঙতে দেখা যাচ্ছে।
‘হুজুর হয়ে হাসো কেন?’ নামের ফেসবুক পেজ থেকে গত ১৭ মার্চ রাত ১২টা ১৪ মিনিটে প্রকাশিত পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘অপর|ধ সে মুসলিম দের সাথে ইফতার করেছে।’ (বানান অপরিবর্তিত)
আজ সোমবার বেলা ১১টা পর্যন্ত ভিডিওটি ১৪ লাখ বার দেখা হয়েছে এবং রিঅ্যাকশন পড়েছে ২৯ হাজার। পোস্টে ৮২৪টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৩ হাজার। ভিডিওটি সত্য মনে করে কমেন্ট করেছেন অনেকে। Md Mizan Kazi নামে অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘এই রকম হিংসা ও উগ্রবাদীর কারণে ভারত একদিন খণ্ডবিখণ্ড হয়ে যাবে।’ Saif Ahmed, ‘ভবিষ্যতে এই ভারতে কি পরিনতি হবে আল্লাহ ভালো জানে।’ (বানান অপরিবর্তিত)
‘𝐍𝐢𝐤𝐡𝐨𝐣-নিখোঁজ彡, ‘নো আইডিয়া’ নামে ফেসবুক পেজ ও ‘Mohammad Mehedi Hasan’ নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকেও একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে ‘thalapathy_tvk_ 0622’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি ১৯ ফেব্রুয়ারি পোস্ট করা হয়েছে। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা ভবন, ভবন ভাঙার দৃশ্যের সাদৃশ্য রয়েছে।
ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে কোনো ক্যাপশন নেই। তবে এটি নিশ্চিত যে, গত ৭ মার্চ সন্ধ্যায় চেন্নাইতে থালাপতি বিজয়ের ইফতার পার্টিতে অংশ নেওয়ার কয়েক দিন আগে থেকেই ভিডিওটি ইন্টারনেটে প্রচার হয়ে আসছে।
রিভার্স ইমেজ সার্চে ভারতীয় সংবাদমাধ্যম kumudamnews–এর ইউটিউব চ্যানেলে গত ১৮ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়।
ভিডিওর শিরোনামটি তামিল ও ইংরেজি ভাষার মিশ্রণে লেখা। বাংলায় ভাষান্তর করে জানা যায়, এটি ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুভাল্লুর নামক স্থানে বিজয় থালাপতির দল তামিলাগা ভেত্রি কাজাগামের যুব শাখার একটি কার্যালয় ভাঙার দৃশ্য।
এসব তথ্যসূত্র গুগলে সার্চ করে ওয়ান ইন্ডিয়া নামে ভারতীয় সংবাদমাধ্যমে গত ১৮ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
প্রতিবেদনটি ওয়ান ইন্ডিয়ার তামিল সংস্করণে প্রকাশিত। ভাষান্তর করে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি ভারতের তামিলনাড়ুর তিরুভাল্লুরে মহাসড়কের জায়গা দখল করে ভবন নির্মাণ করার অভিযোগে থালাপতি বিজয়ের রাজনৈতিক দলের তিরুভাল্লুর দক্ষিণ জেলা যুব শাখার কার্যালয় ভেঙে দেয় সড়ক বিভাগ।
ভারতীয় সংবাদমাধ্যম ডিটি নেক্স, মালাইমালার থেকেও একই তথ্য জানা যায়।
সুতরাং, দক্ষিণ ভারতের অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় মুসলিমদের সঙ্গে ইফতার করার কারণে তাঁর ছবি সংবলিত একটি ভবন ভেঙে ফেলা হয়েছে— এমন দাবি সত্য নয়। মূলত মহাসড়কের জায়গা দখল করে ভবন নির্মাণ করার অভিযোগে গত ১৮ ফেব্রুয়ারি থালাপতি বিজয়ের রাজনৈতিক দলের একটি কার্যালয় গুঁড়িয়ে দেয় সড়ক বিভাগ।
পবিত্র রমজান মাস উপলক্ষে দক্ষিণ ভারতের জনপ্রিয় চিত্রনায়ক ও রাজনীতিবিদ থালাপতি বিজয় গত ৭ মার্চ সন্ধ্যায় চেন্নাইতে একটি ইফতার পার্টির আয়োজন করেন। এতে স্থানীয় ১৫টি মসজিদের ইমামসহ প্রায় ৩ হাজার মানুষ উপস্থিত ছিলেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে এসেছে।
মুসলিমদের সঙ্গে ইফতারি পার্টিতে যোগ দেওয়ার কারণে থালাপতি বিজয়ে ছবি সংবলিত একটি ভবন ভেঙে ফেলা হয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি একই ক্যাপশনে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজে ও গ্রুপে পোস্ট করা হয়েছে। ভিডিওটিতে একজনকে হাতুড়ি ও ক্রেন দিয়ে থালাপতি বিজয়ের ছবি পেইন্ট করা একটি ভবনের দেয়াল ভাঙতে দেখা যাচ্ছে।
‘হুজুর হয়ে হাসো কেন?’ নামের ফেসবুক পেজ থেকে গত ১৭ মার্চ রাত ১২টা ১৪ মিনিটে প্রকাশিত পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘অপর|ধ সে মুসলিম দের সাথে ইফতার করেছে।’ (বানান অপরিবর্তিত)
আজ সোমবার বেলা ১১টা পর্যন্ত ভিডিওটি ১৪ লাখ বার দেখা হয়েছে এবং রিঅ্যাকশন পড়েছে ২৯ হাজার। পোস্টে ৮২৪টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৩ হাজার। ভিডিওটি সত্য মনে করে কমেন্ট করেছেন অনেকে। Md Mizan Kazi নামে অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘এই রকম হিংসা ও উগ্রবাদীর কারণে ভারত একদিন খণ্ডবিখণ্ড হয়ে যাবে।’ Saif Ahmed, ‘ভবিষ্যতে এই ভারতে কি পরিনতি হবে আল্লাহ ভালো জানে।’ (বানান অপরিবর্তিত)
‘𝐍𝐢𝐤𝐡𝐨𝐣-নিখোঁজ彡, ‘নো আইডিয়া’ নামে ফেসবুক পেজ ও ‘Mohammad Mehedi Hasan’ নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকেও একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে ‘thalapathy_tvk_ 0622’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি ১৯ ফেব্রুয়ারি পোস্ট করা হয়েছে। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা ভবন, ভবন ভাঙার দৃশ্যের সাদৃশ্য রয়েছে।
ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে কোনো ক্যাপশন নেই। তবে এটি নিশ্চিত যে, গত ৭ মার্চ সন্ধ্যায় চেন্নাইতে থালাপতি বিজয়ের ইফতার পার্টিতে অংশ নেওয়ার কয়েক দিন আগে থেকেই ভিডিওটি ইন্টারনেটে প্রচার হয়ে আসছে।
রিভার্স ইমেজ সার্চে ভারতীয় সংবাদমাধ্যম kumudamnews–এর ইউটিউব চ্যানেলে গত ১৮ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়।
ভিডিওর শিরোনামটি তামিল ও ইংরেজি ভাষার মিশ্রণে লেখা। বাংলায় ভাষান্তর করে জানা যায়, এটি ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুভাল্লুর নামক স্থানে বিজয় থালাপতির দল তামিলাগা ভেত্রি কাজাগামের যুব শাখার একটি কার্যালয় ভাঙার দৃশ্য।
এসব তথ্যসূত্র গুগলে সার্চ করে ওয়ান ইন্ডিয়া নামে ভারতীয় সংবাদমাধ্যমে গত ১৮ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
প্রতিবেদনটি ওয়ান ইন্ডিয়ার তামিল সংস্করণে প্রকাশিত। ভাষান্তর করে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি ভারতের তামিলনাড়ুর তিরুভাল্লুরে মহাসড়কের জায়গা দখল করে ভবন নির্মাণ করার অভিযোগে থালাপতি বিজয়ের রাজনৈতিক দলের তিরুভাল্লুর দক্ষিণ জেলা যুব শাখার কার্যালয় ভেঙে দেয় সড়ক বিভাগ।
ভারতীয় সংবাদমাধ্যম ডিটি নেক্স, মালাইমালার থেকেও একই তথ্য জানা যায়।
সুতরাং, দক্ষিণ ভারতের অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় মুসলিমদের সঙ্গে ইফতার করার কারণে তাঁর ছবি সংবলিত একটি ভবন ভেঙে ফেলা হয়েছে— এমন দাবি সত্য নয়। মূলত মহাসড়কের জায়গা দখল করে ভবন নির্মাণ করার অভিযোগে গত ১৮ ফেব্রুয়ারি থালাপতি বিজয়ের রাজনৈতিক দলের একটি কার্যালয় গুঁড়িয়ে দেয় সড়ক বিভাগ।
২৮৬ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান শেষে গত মঙ্গলবার (১৮ মার্চ) পৃথিবীতে ফিরে আসেন আমেরিকান মহাকাশচারী বুচ উইলমোর ও ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। তাঁরা গত বছরের জুন মাসে আট দিনের একটি মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ছিলেন।
২ দিন আগে১০ বছরের এক ছেলেকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে—এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে। হালকা ঝাপসা ভিডিওতে দেখা যায়, রাতের বেলায় লাল রঙের হাফপ্যান্ট পরা একজনকে বেশ কয়েকজন মিলে লাঠিসোঁটা দিয়ে পেটাচ্ছে।
৩ দিন আগেমাছ খাওয়ার পর দুধ পান করলে ত্বকের সমস্যা হয়—এমন ধারণা অনেকের। কিন্তু আসলেই কি মাছ খাওয়ার পর দুধ পান করলে ত্বকের সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
৪ দিন আগেশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসীর স্বর্ণ চুরি হয়েছে— এমন দাবিতে সম্প্রতি একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে।
৪ দিন আগে