বাংলাদেশের চলচ্চিত্র জগতের সাম্প্রতিক সময়ে আলোচিত দুই চরিত্র নায়িকা শবনম বুবলি এবং শরীফুল রাজ। নানা সময়ে সিনেমাসহ ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন তাঁরা। সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন। এবার আলোচনা তাঁদের বিয়ে নিয়ে।
‘ধরলা টিভি-Dhorla TV’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত রোববার (২৬ মে) একটি ভিডিও পোস্টে দাবি করা হয়, তাঁরা গোপনে বিয়ে করেছেন। ভিডিওটিতে সূত্র হিসেবে শরীফুল রাজ সম্পর্কিত উইকিপিডিয়া পেজের স্ক্রিনশট ব্যবহার করে বলা হয়েছে, শরীফুল রাজ বুবলিকে গত ১৩ মে বিয়ে করেছেন। ভিডিওটি আজ বুধবার (২৯ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৯ লাখ ৩৭ হাজার বার দেখা হয়েছে। পোস্টটিতে রিয়েকশন পড়েছে প্রায় ১০ হাজার, শেয়ার হয়েছে ৫০০–এর বেশি।
তথ্যটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
দাবিটির সত্যতা যাচাইয়ে শরীফুল রাজের উইকিপিডিয়া পেজে ঘুরে দেখা যায়, বর্তমান উইকিপিডিয়া পেজে বুবলিকে বিয়ে করার কোনো তথ্য নেই। তাহলে ভাইরাল স্ক্রিনশটটির উৎস কী?
এই প্রশ্নের উত্তর জানার আগে উইকিপিডিয়াতে কীভাবে কোনো নিবন্ধ যুক্ত ও সম্পাদিত হয় তা জেনে নেওয়া যাক।
উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার ওয়েবসাইটটি পরিচালনা করে ‘উইকিমিডিয়া ফাউন্ডেশন’, এটি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অলাভজনক সংস্থা। উইকিপিডিয়ার বাংলাদেশ সংস্করণ উইকিমিডিয়া বাংলাদেশের ওয়েবসাইট থেকে জানা যায়, উইকিপিডিয়ায় যে তথ্য পাওয়া যায়, সেসব তথ্য আসে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে বিশ্বের বিভিন্ন স্থানের লাখ লাখ স্বেচ্ছাসেবী কন্ট্রিবিউটরদের মাধ্যমে। কিছু নীতিমালা অনুসরণ করে যে কেউ উইকিপিডিয়ায় তথ্য যোগ করতে ও সম্পাদন করতে পারেন। উইকিপিডিয়ায় কোনো বিষয়ের ওপর লেখা একটি নিবন্ধ একাধিক কন্ট্রিবিউটর মিলে সম্পন্ন করেন। অর্থাৎ অনেকের কাছে থাকা তথ্য সংকলিত হয়ে উইকিপিডিয়ার একটি সম্পূর্ণ নিবন্ধ তৈরি হতে পারে।
শরীফুল রাজ ও বুবলির বিয়ে সম্পর্কিত উইকিপিডিয়া পেজের স্ক্রিনশটটি সম্পর্কে এবার জানা যাক। শরীফুল রাজের উইকিপিডিয়া পেজের সম্পাদনার হিস্ট্রি যাচাই করে দেখা যায়, চলতি মে মাসেই পেজটি বহুবার সম্পাদনা করা হয়েছে। এসব সম্পাদনার মধ্যে গত ১৫ মে পেজটি এডিট করে লেখা হয়, তিনি ১৩ মে শবনম বুবলিকে বিয়ে করেছেন। তবে তথ্যের কোনো সূত্র উল্লেখ করা হয়নি। উইকিপিডিয়ায় সাধারণত প্রতিটি তথ্যের বিপরীতে তথ্যসূত্র দেওয়া থাকে। আবার ২৫ মে শরীফুল রাজের পেজের নামই পরিবর্তন করে ফেলা হয়।
ওই দিন সকাল ৮টায় এডিট করে পেজটি ‘Atik Ifteza আতিক ইফতেজা’ নাম দেওয়া হয়। দুপুর ২টা ৫৩ মিনিটে পেজ থেকে বুবলির নাম সরিয়ে পরি মণিকে স্ত্রী হিসেবে উল্লেখ করা হয়। সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে শরীফুল রাজের স্ত্রীর নামের জায়গায় আবার বুবলির নাম লেখা হয়। সঙ্গে দাবি করা হয়, রাজ ২০২১ সালে বুবলিকে বিয়ে করেন এবং ২০২৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তবে এবারও কোনো সূত্র দেওয়া হয়নি। পরে রাত ১১টা ২৫ মিনিটে পেজের নাম পুনরায় পরিবর্তন করে শরীফুল রাজ করা হয় এবং এ সময় তাঁর স্ত্রীর নামের জায়গায় পরি মণির নাম দেওয়া হয় এবং বিয়ের তারিখ সম্পর্কে লেখা হয়, তিনি পরি মণিকে ২০২১ সালে বিয়ে করেন এবং ২০২৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এই তথ্যের সূত্র হিসেবে যমুনা টিভি এবং প্রথম আলোর প্রতিবেদন উল্লেখ করা হয়।
শবনম বুবলির উইকিপিডিয়া পেজটিও ২৫ মে একাধিকবার সম্পাদনা করা হয়েছে। এদিন সকাল ৮টা ৬ মিনিটে তাঁর স্বামী হিসেবে শাকিব খানের নামের পাশাপাশি আতিক ইফতেজা নামে এক ব্যক্তির নাম লেখা হয়। দাবি করা হয়, বুবলি এই ব্যক্তিকে ১৩ মে বিয়ে করেছেন। পরে রাত ১১টা ৪৭ মিনিটে আবার এডিট করে শরীফুল রাজের নাম লেখা হয়।
প্রসঙ্গত, ‘ধরলা টিভি–Dhorla TV’ পেজটি গত ২০ মে ইয়াজিদি সম্প্রদায়ের ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের একটি ভিডিওকে দুবাইয়ের নাইট ক্লাবের দৃশ্য দাবিতে পোস্ট করে। যা নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
উইকিপিডিয়ার কাজের ধরন ও রাজ–বুবলির পেজে বহুবার সম্পাদনার তথ্যের ভিত্তিতে এটি স্পষ্ট যে, শরীফুল রাজ ও বুবলি বিয়ে করেছেন দাবিতে ফেসবুকে প্রচারিত তথ্যটির একমাত্র উৎস শরীফুল রাজের উইকিপিডিয়া পেজ। যেখানে কয়েক দিনের মধ্যে পেজটি বহুবার সম্পাদনা করা হয়েছে এবং বিয়ে সম্পর্কিত তথ্যের কোনো সূত্র কখনোই উল্লেখ করা হয়নি।