Ajker Patrika
হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

ঢাকার রাস্তায় ধর্ষণের দৃশ্য দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি ভারতের

ফ্যাক্টচেক ডেস্ক  

ঢাকার রাস্তায় ধর্ষণের দৃশ্য দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি ভারতের
ঢাকায় প্রকাশ্যে ভিখারিকে ধর্ষণের দৃশ্য- দাবিতে ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

৫ আগস্ট সরকার পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। প্রকাশ্যে দিবালোকে ছিনতাই, ডাকাতি ও খুনের মহড়া চলছে। এর মধ্যে দেশে নারী নির্যাতনের ঘটনাও বেড়েছে। সম্প্রতি দেশে একাধিক ধর্ষণের তথ্য সংবাদমাধ্যমে এসেছে। এমন প্রেক্ষাপটে ঢাকায় প্রকাশ্যে একজন ভিখারিকে ধর্ষণ করা হচ্ছে— দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ভিডিওটি ছড়ানো হয়েছে। ভিডিওটি কিছুটা ঝাপসা হলেও আন্দাজ করা যায়, দিনের বেলায় সড়কে গাছের পাশে নীল পোশাকের এক ব্যক্তি উপুর হয়ে নড়াচড়া করছেন।

‘মুক্তিযোদ্ধা চেতনা বন্ধু’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকাল মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে প্রকাশিত পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘রাজধানীতে প্রকাশ্যে ভিখারিকে ধ*র্ষন করছে, আশেপাশে এতো মানুষ, অথচ সবাই চুপচাপ, যে যার মত।’ (বানান অপরিবর্তিত)

গতকাল মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত ভিডিওটি ৬৯ হাজার বার দেখা হয়েছে এবং রিঅ্যাকশন পড়েছে ৭৮৫। পোস্টটিতে ১৪১টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৩৪৩। এসব কমেন্টে ভিডিওটি ভারতের উল্লেখ করে অনেকেই কমেন্ট করেছেন। অনেকে সত্য মনে করেও কমেন্ট করেছেন। Tittu Khan নামে অ্যাকাউন্ট থেকে লিখেছে, ‘দেশ কোথায় গিয়ে দাড়িয়েছে। Razzak Razzak লিখেছে, ‘নাউজুবিল্লাহ এখন দেখছি এই দেশটা নরকে পরিণত হয়েছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ।’

‘আমরা নৌকার সমর্থক’ নামের ফেসবুক পেজ ও ‘গর্জে ওঠো আরেকবার বাংলাদেশ’ এবং সত্যের পথিক নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকেও একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।

ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে ভারতীয় গণমাধ্যম News 18 এর এক্স অ্যাকাউন্টে একই ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি ২০১৭ সালের ২৩ অক্টোবর পোস্ট করা হয়।

ঢাকায় প্রকাশ্যে ভিখারিকে ধর্ষণের দৃশ্য দাবিতে ছরিয়ে পড়া ভিডিওর সঙ্গে নিউজ ১৮ এর এক অ্যাকাউন্টের ভিডিওর সাদৃশ্য।
ঢাকায় প্রকাশ্যে ভিখারিকে ধর্ষণের দৃশ্য দাবিতে ছরিয়ে পড়া ভিডিওর সঙ্গে নিউজ ১৮ এর এক অ্যাকাউন্টের ভিডিওর সাদৃশ্য।

ভিডিওর ক্যাপশনে লেখা আছে, ভারতের ভাইজাগের রাস্তার পাশে দিনেরে বেলায় ২০ বছর বয়সী এক তরুণ মাতাল অবস্থায় ধর্ষণ করে। তবে কোনো পথচারী সাহায্য করতে আসেনি।

এসব তথ্যসূত্রে গুগলে সার্চ করে ২০১৭ সালের ২৩ অক্টোবরে প্রকাশিত এনডিটিভির একটি প্রতিবেদন পাওয়া যায়। তা থেকে জানা যায়, ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের ভাইজাগ এলাকার ফুটপাতে জনসম্মুক্ষে ‘মাতাল’ এক তরুণ এক নারীকে ধর্ষণ করেছে। একজন অটোচালক দৃশ্যটির ভিডিও করে এবং পুলিশকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ ওই তরুণকে গ্রেপ্তার করে।

একই বিষয়ে টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডেসহ একাধিক ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রতিবেদন পাওয়া যায়।

সুতরাং, ঢাকায় প্রকাশ্যে ভিখারিকে ধর্ষণের দৃশ্য দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি সত্য নয়। ভারতে এক নারীকে ধর্ষণের দৃশ্যকে ঢাকার ঘটনা দাবি করে ছড়ানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

চট্টগ্রামে হরিজন কলোনিতে অগ্নিকাণ্ডকে সাম্প্রদায়িক ঘৃণা বলে অপপ্রচার

মুসলিমদের সঙ্গে ইফতার করায় থালাপতি বিজয়ের ছবিযুক্ত ভবন ভাঙার তথ্যটি সঠিক নয়

শাহজালালে স্বর্ণ চুরির ঘটনাটি ২০২৩ সালের

সেলুনে ঘাড় ম্যাসাজের সময় যুবকের মৃত্যুর দাবিতে ছড়ানো ভিডিওটি সাজানো

রাজধানীতে বিপুলসংখ্যক মানুষের বিক্ষোভটি আ.লীগের নয়, ইসকন–বিরোধী মিছিল

ভিজিএফের চাল নিতে গিয়ে নারীদের পদদলিত হওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি পাকিস্তানের

যুব মহিলা লীগের নেত্রীকে যুবদলের কর্মী পেটাচ্ছে— এ দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের

ময়মনসিংহে ধর্ষণের পর হত্যার দাবিতে ভারতে তরুণীর লাশ উদ্ধারের ভিডিও প্রচার

তুলসী গ্যাবার্ডের সঙ্গে শেখ হাসিনার বৈঠক দাবিতে এডিটেড ছবি প্রচার

লক্ষ্মীপুরে হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগের দাবিটি সঠিক নয়, যা বলছেন ভুক্তভোগীরা