ফ্যাক্টচেক ডেস্ক
সবেই শেষ হলো ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ টি–টোয়েন্টির বিশ্বকাপ আসর ২০২৪। আসরে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলে আফগানিস্তান। গত ২৭ জুন আসরের প্রথম সেমিফাইনালে দেশটি মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকার। এই ম্যাচ শুরুর আগে আফগানিস্তান দলের একটি ভিডিও ফুটেজ ফেসবুক ও টিকটকে শেয়ার করে দাবি করা হচ্ছে, সেমিফাইনালে দেশটির ক্রিকেটাররা জাতীয় সংগীত না গেয়ে সুরা ফাতেহা পাঠ করে মাঠে নেমেছিলেন।
‘শাহরিয়ার সাকিব’ নামের একটি ফেসবুক পেজ থেকে ওই দিনই ১৫ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটিতে কাউকে সুরা ফাতেহা পাঠ করতে শোনা যাচ্ছে। এটি আজ বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত আড়াই হাজারের বেশি শেয়ার হয়েছে, পোস্টটিতে রিঅ্যাকশন পড়েছে ২ লাখ ২৮ হাজার। ভিডিওটি দেখা হয়েছে ২৭ লাখ বার। আসলেই কী আফগানিস্তান সেমিফাইনালে জাতীয় সংগীতের পরিবর্তে সুরা ফাতেহা পড়ে মাঠে নেমেছিল?
দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে ইউটিউবে ‘ভিভান্ত’ নামের একটি চ্যানেলে আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটি শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশনের ভিডিও ফুটেজ পাওয়া যায়। ভিডিও ফুটেজটি খেলাধুলাভিত্তিক টিভি চ্যানেল স্টার স্পোর্টস থেকে ধারণকৃত। ১ মিনিট ৪২ সেকেন্ডের ভিডিওটির সঙ্গে আফগানিস্তান ক্রিকেট দলের পবিত্র কোরআনের সুরা ফাতেহা পড়ে মাঠে নামার দাবিতে ভাইরাল ভিডিওটির দৃশ্যের মিল পাওয়া যায়। তবে ভিডিওটিতে সুরা ফাতেহা তিলাওয়াত করতে শোনা যায়নি। ভাইরাল ভিডিওটি ছাড়া এ দাবির পক্ষে আর কোনো প্রমাণও পাওয়া যায়নি।
পরে জার্মানির মিউনিখে অবস্থিত আফগানিস্তানের দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে দেশটির জাতীয় সংগীতের অডিও খুঁজে পাওয়া যায়। ওয়েবসাইটটিতে দেশটির জাতীয় সংগীত সম্পর্কে বলা হয়েছে, আফগানিস্তানের বর্তমান জাতীয় সংগীতটি ২০০৬ সালের মে মাসে দেশটির সংসদে অনুমোদন দেওয়া হয়।
সুতরাং এটি স্পষ্ট, সদ্য সমাপ্ত টি–টোয়েন্টির বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামার আগে জাতীয় সংগীতের পরিবর্তে আফগান ক্রিকেটারদের সুরা ফাতেহা পড়ার দাবিতে ভাইরাল ভিডিওটি এডিটেড। ওই দিন আফগান ক্রিকেটাররা মাঠে জাতীয় সংগীতই গেয়েছিলেন।