ফ্যাক্টচেক ডেস্ক
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সাময়িকী ফোর্বসের প্রচ্ছদে তাঁর ছবি স্থান পেয়েছে দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় খামেনির ছবিযুক্ত ফোর্বস ম্যাগাজিনের একটি প্রচ্ছদ শেয়ার করে দাবি করা হচ্ছে, তাঁকে ফোর্বস ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ’ শিরোনামে প্রচ্ছদে জায়গা দিয়েছে। বাংলা ভাষাভাষীসহ এ দাবি ছড়িয়েছে ইংরেজি ভাষাতেও।
দাবিটি নিয়ে অনুসন্ধানে ফোর্বস ম্যাগাজিনের স্টোরে খুঁজে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। ফোর্বস ম্যাগাজিনের স্টোরে ২০১৮ সাল থেকে চলতি বছর পর্যন্ত ম্যাগাজিনটির প্রচ্ছদের ছবি পাওয়া যায়। তবে এখানে আয়াতুল্লাহ আলী খামেনির ছবিযুক্ত কোনো প্রচ্ছদ পাওয়া যায়নি। ম্যাগাজিনটির সবশেষ সংস্করণ এপ্রিল/মে সংখ্যায় মার্কিন ব্যবসায়ী এবং বিলিয়নিয়ার টড বোহেলি জায়গা পেয়েছেন।
প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল ইসরায়েলে হামলা চালায় ইরান। সিরিয়া কনস্যুলেটে বিমান হামলায় শীর্ষস্থানীয় ইরানি কমান্ডার নিহত হওয়ার প্রতিশোধ নিতে এ হামলা চালিয়েছিল দেশটি। এটি ইরানের ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা। ‘দ্য ট্রু প্রমিজ’ নামে পরিচালিত এ হামলায় ইসরায়েলকে লক্ষ্য করে ইরান ৩০০-এর বেশি ড্রোন এবং ক্ষেপনাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ড্রোন ছিল ১৭০টি এবং ৩০টির মতো ক্রুজ মিসাইল এবং ১১০টি ব্যালিস্টিক মিসাইল।
এ হামলার ঘটনাকে কেন্দ্র করেই ফোর্বস ম্যাগাজিনের প্রচ্ছদে আয়াতুল্লাহ আলী খামেনিকে স্থান দেওয়ার দাবিটি ছড়িয়ে থাকতে পারে।