হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

মেট গালায় বিচিত্র পোশাকে লেডি গাগার ছবি ভাইরাল, এআইয়ের ফাঁদে সংবাদমাধ্যম

ফ্যাক্টচেক ডেস্ক

মেট গালা মানেই ফ্যাশন প্যারেড। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটে প্রতিবছরের মে মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হয় এ ফ্যাশন শো। সে ধারাবাহিকতায় এবারও আয়োজন হয় এ শো। বিচিত্র, জমকালো সব পোশাকে এবারও হাজির হন জনপ্রিয় তারকারা। তাঁদের অংশগ্রহণের এসব ছবি উঠে এসেছে সংবাদমাধ্যমেও। এসব ছবির ভিড়ে সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে উঠে এসেছে জনপ্রিয় মার্কিন সংগীত শিল্পী ও অভিনেত্রী লেডি গাগা ও কেটি পেরির ছবিও।

দেশীয় অনলাইন নিউজ পোর্টাল বার্তা ২৪ মেট গালায় উপস্থিত অন্য তারকাদের সঙ্গে তাঁদের ছবি দুটিসহ গত ৭ মে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে লেডি গাগার ছবিটির ক্যাপশনে লেখা হয়, ‘সুপারস্টার লেডি গাগা মানেই যেন ভিন্ন কিছু। এবার তিনি হাজির আস্ত এক সাদা প্যাঁচ খেলানো পিলার হয়ে। ভাঁজে ভাঁজে আবার বাহারি ফুল ছিটিয়ে দিয়েছিলেন।’ আবার কেটি পেরির ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘বিখ্যাত সংগীতশিল্পী কেটি পেরির পোশাক যেন আস্ত টেলিভিশনের শো রুম!’ 

এই দুই তারকা কি এবারের মেট গালায় ছিলেন?
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত নারীদের পাক্ষিক বিনোদন ও ফ্যাশন ম্যাগাজিন কসমোপলিটনে গত বৃহস্পতিবার (৯ মে) প্রকাশিত প্রতিবেদন থেকে জানা থেকে যায়, এ বছরের মেট গালাতে উপস্থিত ছিলেন না লেডি গাগা। 

নিউইয়র্ক টাইমসের গত মঙ্গলবার (৭ মে) প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সংগীতশিল্পী কেটি পেরিও ছিলেন না এবারের মেট গালাতে। এ ছাড়া কেটি পেরি নিজেও একইদিনে তাঁর ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেট গালাতে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তাহলে তাদের ছবিগুলো এলো কীভাবে? 
রিভার্স ইমেজ অনুসন্ধানে মধ্যপ্রাচ্যভিত্তিক ফ্যাশন ও জীবনধারা সম্পর্কিত সংবাদমাধ্যম ‘buro 247 me’–এর ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কেটি পেরির ভাইরাল ছবিটি পাওয়া যায়। ছবিটি গত সোমবার (৬ মে) পোস্ট করা হয়। ছবিটির ক্যাপশনে সংবাদমাধ্যমটি জানায়, রিক ডিক (Rickdick) নামে একজন ডিজিটাল আর্টিস্ট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহায়তায় মেট গালার অনুষ্ঠান কেমন হতে পারে, তা কল্পনা করে ফুটিয়ে তুলেছেন।

এই পোস্টের সূত্রে রিক ডিকের (Rickdick) ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পাওয়া যায়। অ্যাকাউন্টটিতে গত ২ মে কেটি পেরি লেডি গাগার ছবিগুলো পোস্ট করা হয়। কেটি পেরির ছবিটিতে পোশাকের ওপর টেলিভিশন পর্দায় কোনো দৃশ্য দেখা যাচ্ছে না। পর্দায় নয়েজের (ঝিরঝির করা) ওপর লেখা ‘নো সিগন্যাল’। একই অ্যাকাউন্টে মেট গালা ২০২৪–এ না থাকা বার্বাডোজ বংশোদ্ভূত সংগীতশিল্পী রিয়ান্নার একটি ছবি পাওয়া যায়, যেটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। 

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি যাচাইকারী একাধিক ওয়েবসাইটের বিশ্লেষণেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পরীক্ষার আগে ডিম খাওয়া মানা- চিকিৎসা বিজ্ঞান কী বলে

শিক্ষার্থীদের ভিডিওতে আ.লীগের ড. ইউনূস–বিরোধী স্লোগান জুড়ে দিয়ে প্রচার

সিলেটে আওয়ামী লীগের মশাল মিছিল ও পিকেটিং দাবিতে ভিডিও প্রচার— জানুন আসল ঘটনা

পাইলস রোগের চিকিৎসার জন্য ড. ইউনূসের বিদেশ গমন—ভাইরাল ফটোকার্ড দুটি ভুয়া

ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন শেখ হাসিনা, ভাইরাল ভিডিওর সত্যতা কতটুকু

ড. ইউনূসের লোক মানুষকে নির্যাতন করছে দাবিতে ভিডিও প্রচার—প্রকৃত ঘটনা জানুন

মিজানুর রহমান আজহারীর নাচের ভিডিও ভাইরাল— জানুন আসল ঘটনা

নিক্সন চৌধুরী গ্রেপ্তার হওয়ার দাবিতে ভাইরাল ছবিটি এডিটেড

জাস্টিন ট্রুডোর পদত্যাগে কানাডাবাসীর উল্লাস—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা জানুন

হলিউড সাইন কি আগুনে পুড়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবির সত্যতা কী

সেকশন