ফ্যাক্টচেক ডেস্ক
‘ওনার জন্যই শাহজাহান তাজমহল বানিয়েছিল’—এমন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে রাজকীয় পোশাকে সজ্জিত এক নারীর ছবি ভাইরাল হয়েছে। ‘বিংশ শতাব্দী’ নামের একটি ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টা ১৭ মিনিটে দেওয়া এমন একটি পোস্টে প্রায় ৩ হাজার রিয়েকশন পড়েছে। ছবিটিতে মন্তব্য পড়েছে চার শর কাছাকাছি। এসব মন্তব্যে ফেসবুক ব্যবহারকারীরা সম্রাট শাহজাহান ও তাঁর স্ত্রী মমতাজের ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
আরেকজন লিখেছেন, ‘ভালোবাসা সুন্দর, রংহীন।’ আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘যে ভালোবেসেছিল কেবল সেই জানে, তার কাছে সে কতটা মূল্যবান ছিল।’
ছবিটি কি সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের?
রিভার্স ইমেজ অনুসন্ধানে স্টক ফটোর ওয়েবসাইট অ্যালামিতে সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের দাবিতে প্রচারিত ছবিটি খুঁজে পাওয়া যায়। ওয়েবসাইটটিতে ছবিটির পরিচয়ে বলা হয়েছে, রাজকীয় পোশাকে সজ্জিত এই নারীর নাম শাহ জাহান বেগম। তিনি ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের রানি ছিলেন। তিনি ১৮৩৮ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯০১ সালে মৃত্যুবরণ করেন।
যুক্তরাজ্য ভিত্তিক নিবন্ধিত দাতব্য সংস্থা রয়্যাল কালেকশন ট্রাস্টের ওয়েবসাইটে একই ছবি খুঁজে পাওয়া যায়। ওয়েবসাইটটিতে ছবিটির পরিচয় সম্পর্কে বলা হয়েছে, ছবিতে থাকা নারীর নাম সুলতান শাহজাহান বেগম।
এই সফরের ছয়টি ছবির অ্যালবাম তৈরি করা হয়েছিল। সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের দাবিতে ভাইরাল ছবিটি এমনই একটি অ্যালবাম থেকে নেওয়া। ছবিটি তুলেছিল ভারতের কলকাতা, মুম্বাই এবং সিমলাতে ছবির স্টুডিও পরিচালনাকারী প্রতিষ্ঠান বোর্ন ও শেফার্ড।
ভাইরাল ছবিটির নারীর পরিচয় প্রসঙ্গে পাকিস্তান ভিত্তিক দ্য ফ্রাইডে টাইমস নামের একটি সাপ্তাহিকে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়।
অর্থাৎ ভাইরাল ছবিটি সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের না। এটি ভারতের ভোপালের শাসক শাহজাহান বেগমের।
সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহল