Ajker Patrika
হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

ভাইরাল ছবিটি কি সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের

ফ্যাক্টচেক ডেস্ক

ভাইরাল ছবিটি কি সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের

‘ওনার জন্যই শাহজাহান তাজমহল বানিয়েছিল’—এমন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে রাজকীয় পোশাকে সজ্জিত এক নারীর ছবি ভাইরাল হয়েছে। ‘বিংশ শতাব্দী’ নামের একটি ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টা ১৭ মিনিটে দেওয়া এমন একটি পোস্টে প্রায় ৩ হাজার রিয়েকশন পড়েছে। ছবিটিতে মন্তব্য পড়েছে চার শর কাছাকাছি। এসব মন্তব্যে ফেসবুক ব্যবহারকারীরা সম্রাট শাহজাহান ও তাঁর স্ত্রী মমতাজের ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের ছবি দাবিতে ভাইরাল ছবি।অনন্যা মজুমদার নামে একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘সত্যিকারের ভালোবাসা কখনো রূপ খোঁজে না। সুন্দর চেহারা দিয়ে কখনো ভালোবাসা হয় না। ভালোবাসা মনের ব্যাপার।’

আরেকজন লিখেছেন, ‘ভালোবাসা সুন্দর, রংহীন।’ আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘যে ভালোবেসেছিল কেবল সেই জানে, তার কাছে সে কতটা মূল্যবান ছিল।’

ছবিটি কি সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের?
রিভার্স ইমেজ অনুসন্ধানে স্টক ফটোর ওয়েবসাইট অ্যালামিতে সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের দাবিতে প্রচারিত ছবিটি খুঁজে পাওয়া যায়। ওয়েবসাইটটিতে ছবিটির পরিচয়ে বলা হয়েছে, রাজকীয় পোশাকে সজ্জিত এই নারীর নাম শাহ জাহান বেগম। তিনি ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের রানি ছিলেন। তিনি ১৮৩৮ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯০১ সালে মৃত্যুবরণ করেন।

যুক্তরাজ্য ভিত্তিক নিবন্ধিত দাতব্য সংস্থা রয়্যাল কালেকশন ট্রাস্টের ওয়েবসাইটে একই ছবি খুঁজে পাওয়া যায়। ওয়েবসাইটটিতে ছবিটির পরিচয় সম্পর্কে বলা হয়েছে, ছবিতে থাকা নারীর নাম সুলতান শাহজাহান বেগম।

মমতাজের ছবি দাবিতে ভাইরাল ছবিটি ভোপালের রানি শাহ জাহান বেগমের।ছবিটির বিবরণে বলা হয়েছে, ব্রিটিশ রাজত্বের সঙ্গে ভারতের শাসকদের কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে ব্রিটেনের তৎকালীন রানি ভিক্টোরিয়ার সবচেয়ে বড় ছেলে প্রিন্স অব ওয়েলস আলবার্ট এডওয়ার্ড ১৮৭৫ সালের অক্টোবরে ভারতীয় উপমহাদেশ সফরে আসেন। ওই সময় তিনি ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেপালের ২১টি শহর এবং রাজ্য পরিদর্শন করেন। ১৮৭৬ সালের মে মাসে তিনি ইংল্যান্ডে ফিরে যান। 

এই সফরের ছয়টি ছবির অ্যালবাম তৈরি করা হয়েছিল। সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের দাবিতে ভাইরাল ছবিটি এমনই একটি অ্যালবাম থেকে নেওয়া। ছবিটি তুলেছিল ভারতের কলকাতা, মুম্বাই এবং সিমলাতে ছবির স্টুডিও পরিচালনাকারী প্রতিষ্ঠান বোর্ন ও শেফার্ড। 

ভাইরাল ছবিটির নারীর পরিচয় প্রসঙ্গে পাকিস্তান ভিত্তিক দ্য ফ্রাইডে টাইমস নামের একটি সাপ্তাহিকে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়। 
অর্থাৎ ভাইরাল ছবিটি সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের না। এটি ভারতের ভোপালের শাসক শাহজাহান বেগমের।

অনুসন্ধানে তাজমহলের অফিশিয়াল ওয়েবসাইটে সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের ছবি পাওয়া যায়। ওয়েবসাইটে মমতাজ মহলের পরিচয় সম্পর্কে বলা হয়েছে, তিনি ১৫৯৩ সালের এপ্রিলে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম আর্জুমান্দ বানু বেগম। তিনি ১৬৩১ সালের ১৭ জুন মারা যান। তাঁর সমাধিকে কেন্দ্র করেই তাজমহল নির্মাণ করেন সম্রাট শাহজাহান।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

চট্টগ্রামে হরিজন কলোনিতে অগ্নিকাণ্ডকে সাম্প্রদায়িক ঘৃণা বলে অপপ্রচার

মুসলিমদের সঙ্গে ইফতার করায় থালাপতি বিজয়ের ছবিযুক্ত ভবন ভাঙার তথ্যটি সঠিক নয়

শাহজালালে স্বর্ণ চুরির ঘটনাটি ২০২৩ সালের

সেলুনে ঘাড় ম্যাসাজের সময় যুবকের মৃত্যুর দাবিতে ছড়ানো ভিডিওটি সাজানো

রাজধানীতে বিপুলসংখ্যক মানুষের বিক্ষোভটি আ.লীগের নয়, ইসকন–বিরোধী মিছিল

ভিজিএফের চাল নিতে গিয়ে নারীদের পদদলিত হওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি পাকিস্তানের

যুব মহিলা লীগের নেত্রীকে যুবদলের কর্মী পেটাচ্ছে— এ দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের

ময়মনসিংহে ধর্ষণের পর হত্যার দাবিতে ভারতে তরুণীর লাশ উদ্ধারের ভিডিও প্রচার

তুলসী গ্যাবার্ডের সঙ্গে শেখ হাসিনার বৈঠক দাবিতে এডিটেড ছবি প্রচার

লক্ষ্মীপুরে হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগের দাবিটি সঠিক নয়, যা বলছেন ভুক্তভোগীরা