হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

ঈদের সালামি চাইতে গিয়ে প্রেম, অতঃপর বিয়ে! ভাইরাল গল্পটি সত্য নয়

ফ্যাক্টচেক ডেস্ক

দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে দেশজুড়ে আজ পালিত হচ্ছে ঈদুল ফিতর। ছোট থেকে শুরু করে বড়দের কাছে ঈদুল ফিতরের আনন্দ উদ্‌যাপনের অন্যতম অনুষঙ্গ সালামি। এই সালামি ঘিরেই সোশ্যাল মিডিয়ায় জাতীয় দৈনিক প্রথম আলোর ‘ঈদের সালামি চাইতে গিয়ে প্রেম, অতঃপর বিয়ে!’ শিরোনাম ও লোগোযুক্ত একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে। 

‘NUB Short Stories’ নামের একটি ফেসবুক পেজ থেকে স্ক্রিনশটটি বেশি ভাইরাল হতে দেখা গেছে। আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮টা ৪৯ মিনিটে পেজটি থেকে স্ক্রিনশটটি পোস্ট করা হয়। পোস্টটি একই দিন রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রায় ১০০ এর কাছাকাছি শেয়ার হয়েছে এবং রিয়েকশন পড়েছে ১ হাজারের কাছাকাছি। 

প্রথম আলোর কথিত ভাইরাল প্রতিবেদনের স্ক্রিনশটটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। স্ক্রিনশটে কথিত প্রতিবেদনটি প্রকাশের তারিখ রয়েছে ১০ এপ্রিল, রাত ১০টা ০৫ মিনিট। পরে কথিত ভাইরাল প্রতিবেদনের স্ক্রিনশটটিতে থাকা শিরোনামটি দিয়ে অনুসন্ধান করে প্রথম আলোয় গতকাল বুধবার (১০ এপ্রিল) এমন কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। 

স্ক্রিনশটটির শিরোনামে ব্যবহৃত ফন্টের সঙ্গে প্রথম আলোর ব্যবহৃত ফন্টের পার্থক্যও দেখা যায়। পাশাপাশি শিরোনামে ‘অতঃপর’ বানানে বিসর্গের পরিবর্তে সেমিকোলন দিয়ে ‘অত:পর’ লিখতে দেখা গেছে। 

এসব অসামঞ্জস্যতা প্রথম আলোর কথিত ভাইরাল প্রতিবেদনের স্ক্রিনশটটির সত্যতাকে প্রশ্নবিদ্ধ করে। পরে এর উৎস অনুসন্ধানে ফেসবুকে খুঁজে গতকাল বুধবার (১০ এপ্রিল) ‘Toji Islam’ নামের একটি ফেসবুক পেজে সম্ভাব্য প্রথম পোস্টটি পাওয়া যায়। কথিত ভাইরাল প্রতিবেদনের স্ক্রিনশটে ‘তোজিস্লাম’ নামে এক ব্যক্তির লেখা বলে দাবি করা হয়েছে। বাংলায় লেখা এই নামের সঙ্গে পেজটির ইংরেজি নামের মিল পাওয়া যায়। 

উপরিউক্ত তথ্যের ভিত্তিতে এটি স্পষ্ট, প্রথম আলো ‘ঈদের সালামি চাইতে গিয়ে প্রেম, অতঃপর বিয়ে’ শিরোনামে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। ‘Toji Islam’ অ্যাকাউন্ট থেকেই প্রথম আলোর কথিত ভাইরাল প্রতিবেদনের স্ক্রিনশটটি তৈরি করা হয়ে থাকতে পারে, যা পরে ফেসবুকে ভাইরাল হয়। 

তবে পরে একই গল্প এক যুগলের ছবি ব্যবহার করেও ফেসবুকে প্রচার হতে দেখা গেছে। ওই যুগলের ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ২০২৩ সালের ২ নভেম্বর ইনস্টাগ্রামে খুঁজে পাওয়া যায়। ওই দিন ‘Mominadaily’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়। পোস্টটি থেকে জানা যায়, ছবিটি তোলা হয়েছে পাকিস্তানের লাহোরে এবং ক্যাপশনে উর্দুতে লেখা হয়েছে ‘আপনি এমন মানুষের সঙ্গে জীবনে সাক্ষাৎ করতে চান।’ 

এই ছবির সঙ্গে ফেসবুকে ভাইরাল গল্পটির কোনো যোগসূত্র পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পরীক্ষার আগে ডিম খাওয়া মানা- চিকিৎসা বিজ্ঞান কী বলে

শিক্ষার্থীদের ভিডিওতে আ.লীগের ড. ইউনূস–বিরোধী স্লোগান জুড়ে দিয়ে প্রচার

সিলেটে আওয়ামী লীগের মশাল মিছিল ও পিকেটিং দাবিতে ভিডিও প্রচার— জানুন আসল ঘটনা

পাইলস রোগের চিকিৎসার জন্য ড. ইউনূসের বিদেশ গমন—ভাইরাল ফটোকার্ড দুটি ভুয়া

ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন শেখ হাসিনা, ভাইরাল ভিডিওর সত্যতা কতটুকু

ড. ইউনূসের লোক মানুষকে নির্যাতন করছে দাবিতে ভিডিও প্রচার—প্রকৃত ঘটনা জানুন

মিজানুর রহমান আজহারীর নাচের ভিডিও ভাইরাল— জানুন আসল ঘটনা

নিক্সন চৌধুরী গ্রেপ্তার হওয়ার দাবিতে ভাইরাল ছবিটি এডিটেড

জাস্টিন ট্রুডোর পদত্যাগে কানাডাবাসীর উল্লাস—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা জানুন

হলিউড সাইন কি আগুনে পুড়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবির সত্যতা কী

সেকশন