হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

তিব্বতে ভূমিকম্প আঘাত হানার দৃশ্য দাবিতে ভাইরাল হলো জাপানের পুরোনো ভিডিও

ফ্যাক্টচেক  ডেস্ক

আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ২১: ৫৪
তিব্বতে ভূমিকম্প আঘাত হানার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্য

চীনের তিব্বতে গত মঙ্গলবার স্থানীয় সময় ৯টা ৫ মিনিটে দিকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ঘটনায় এখন পর্যন্ত ১২৬ জন নিহত এবং অন্তত ১৮৮ জন আহত হওয়ার তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। তিব্বতের পাশাপাশি ভারত, নেপাল, ভুটান এবং বাংলাদেশও ভূ-কম্পন অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) মতে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১ রিখটার স্কেল। তবে চীনের আর্থকোয়াক নেটওয়ার্ক সেন্টারের (সিইএনসি) তথ্য অনুসারে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। তিব্বতে ভয়াবহ এই ভূমিকম্পের দৃশ্য দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘তিব্বতে ভয়াবহ ভূমিকম্প। নিহত-৯৮। রহম করুন আল্লাহ।’ একই ক্যাপশনে একাধিক ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি ইউটিউবেও পোস্ট করা হয়েছে।

‘প্রতিদিন কুমিল্লা’ নামে একটি ফেসবুক গ্রুপে আজিজুল হাকিম রায়হান (Azizul Hakim Raihan) নামের একটি অ্যাকাউন্ট থেকে গতকাল বুধবার দিবাগত রাত ১২টা ১৪ মিনিটে প্রকাশিত ভিডিওটি সবচেয়ে ভাইরাল। পোস্টটিতে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ১ হাজার ৬০০ রিঅ্যাকশন পড়েছে এবং এটি ২৯ হাজারের বেশি দেখা হয়েছে। এসব পোস্টে ভিডিওটি সত্য মনে করে অনেকে কমেন্ট করেছে। আরিনা জান্নাত (Arina Jannat) নামে অ্যাকাউন্ট লিখেছে, ‘আল্লাহ হেফাজত করুক সাবাই কে।’

সত্যতা যাচাইয়ের জন্য ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে ইংরেজি ভাষায় প্রচারিত জাপানভিত্তিক সংবাদ মাধ্যম নিপ্পন টিভি নিউজ ২৪ জাপানের (Nippon TV News 24 Japan) ইউটিউব চ্যানেলে ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি ২০২৪ সালের ৫ জানুয়ারি প্রকাশিত হয়। ভিডিও ধারণের তারিখ ২০২৪ সালের ১ জানুয়ারি উল্লেখ করা হয়েছে।

নিপ্পন টিভি নিউজ ২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারিতে প্রকাশিত জাপানের ইশিকাওয়া প্রশাসনিক এলাকার নোটো উপদ্বীপে ভূমিকম্প আঘাত হানার দৃশ্য

ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, জাপানের ইশিকাওয়া প্রশাসনিক এলাকার নোটো উপদ্বীপে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে একটি গাড়ির ড্যাশক্যামে মূহুর্তটি ধরা পড়ে।

এই সূত্রে আরও সার্চ করে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, জাপানে ২০২৪ সালের ১ জানুয়ারি তারিখে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে সুনামির সৃষ্টি হয়। এই ঘটনায় সেসময় জাপানে অনেক ক্ষয়ক্ষতি হয়।

জাপানের সংবাদ মাধ্যম মাইনচির ওয়েবসাইট ও এনটিভির (NTV) ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতেও একই দৃশ্য দেখতে পাওয়া যায়।

সুতরাং, এ থেকে নিশ্চিত হওয়া যায় ভাইরাল ভিডিওটি ২০২৪ সালের ১ জানুয়ারিতে জাপানে ভূমিকম্প আঘাত হানার। এই ঘটনাকে গত মঙ্গলবার তিব্বতে হওয়া ভূমিকম্পের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

বাগেরহাটের বিষ্ণুপুর হিন্দুপল্লীতে আগুন— দাবিতে ভাইরাল ভিডিওটি বিএনপির দুই পক্ষের সংর্ষের

মধ্যপ্রাচ্যের হৃদয়বিদারক ঘটনা দাবিতে বাংলাদেশে ভিডিও ভাইরাল– জানুন আসল ঘটনা

রোজাকে বিয়ে করতে গিয়ে মিথিলার কথা ভেবে কাঁদছেন তাহসান— ভাইরাল ভিডিওটির সত্যতা কী