হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

ঐশ্বরিয়া রাই ফের মা হয়েছেন দাবিতে ভাইরাল ছবিগুলো এডিটেড

ফ্যাক্টচেক ডেস্ক

বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। গত ২০ এপ্রিল এই জুটি উদ্‌যাপন করেন তাঁদের ১৭তম বিবাহবার্ষিকী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিষেক–ঐশ্বরিয়ার দুটি ছবি ভাইরাল হয়েছে। ভাইরাল ছবিগুলোর ক্যাপশনে দাবি করা হচ্ছে, ঐশ্বরিয়া রাই ৪৮ বছর বয়সে দ্বিতীয়বার মা হয়েছেন। ছবি দুটির একটিতে দেখা যাচ্ছে, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই নবজাতক কোলে ক্যামেরায় পোজ দিচ্ছেন। আরেকটি ছবিতে কেবল ঐশ্বরিয়া রাইকে শিশু কোলে দেখা যাচ্ছে। ছবিতে থাকা পুরুষটির মুখ দেখা যাচ্ছে না।

গত সোমবার (২০ মে) ‘কিরে পাগলী’ নামের ৪ লাখ ৬৫ হাজার সদস্যের একটি ফেসবুক পেজে ছবি দুটি এমন ক্যাপশনে পোস্ট করা হয়। পোস্টটিতে আজ সোমবার (২৭ মে) বিকেল ৪টা পর্যন্ত ৮৫ হাজারের বেশি রিয়েকশন পড়েছে, পোস্টটি শেয়ার হয়েছে ৪০০–এর বেশি। কমেন্ট পড়েছে প্রায় আড়াই হাজার। এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীদের কেউ অভিষেক–ঐশ্বরিয়া দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন, আবার কেউ ছবিটির সত্যতা নিয়ে সন্দেহ করেছেন। 

এ ছাড়া বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেও ছবিটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দাবিটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। 

দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় বা অন্য কোনো দেশের সংবাদমাধ্যমে অভিষেক–ঐশ্বরিয়া দম্পতির দ্বিতীয় সন্তান লাভের কোনো তথ্য পাওয়া যায়নি। বরং একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, একমাত্র মেয়ে আরাধ্যকে নিয়ে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গত ১৫ মে (বুধবার) ভারত ছাড়েন এই অভিনেত্রী। ফেসবুকে ভাইরাল পোস্টগুলোতে তাঁদের ছবিগুলো ছাড়া কোনো তথ্যসূত্রও উল্লেখ করা হয়নি। 

ঐশ্বরিয়া রাইয়ের মতো তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী দ্বিতীয় সন্তানের মা হলে তা নিয়ে নিশ্চয়ই সংবাদমাধ্যমের সূত্রে জানা যেত।

আবার ফেসবুকের পোস্টগুলোতে ঐশ্বরিয়া রাইয়ের বয়স ৪৮ বছর দাবি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার তথ্য মতে, ঐশ্বরিয়া রাইয়ের জন্ম ১৯৭৩ সালের ১ নভেম্বর। ২০২৩ সালে তিনি ৫০ বছরে পা দেন। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোতে তাঁর বয়সও ভুল প্রচার করা হচ্ছে।

এ পর্যায়ে ফেসবুকে ভাইরাল হওয়া ছবিগুলো যাচাই করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। রিভার্স ইমেজ অনুসন্ধানে তুরস্কের সংবাদমাধ্যম আ হাবের–এর একটি প্রতিবেদনে ভাইরাল ছবি দুটির একটি পাওয়া যায়। আ হাবেরের প্রতিবেদনটি প্রকাশিত হয় ২০২২ সালের ৯ অক্টোবর। প্রতিবেদনটি ছিল তুরস্কের তারকা দম্পতি গুপসে ওজায় ও বারিশ আরদিউশের প্রথম সন্তান জন্মগ্রহণের। ছবিটির সঙ্গে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই নবজাতক কোলে ক্যামেরায় পোজ দেওয়া ভাইরাল ছবিটির মিল রয়েছে। ছবি দুটির তুলনামূলক বিশ্লেষণে নবজাতক, নবজাতককে জড়িয়ে রাখা তোয়ালে, ছবিতে থাকা নারীর পোশাক ও হাতের নেইল পলিশের মিল পাওয়া যায়। 

অর্থাৎ, তুরস্কের তারকা দম্পতি গুপসে ওজায় ও বারিশ আরদিউশের ছবিটি সম্পাদনা করে অভিষেক–ঐশ্বরিয়া দম্পতির দ্বিতীয় সন্তান লাভের দাবিতে একটি ছবি তৈরি করা হয়েছে। 

দ্বিতীয় ছবিটি নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে কাঙ্ক্ষিত কোনো ফলাফল পাওয়া যায়নি। তবে ছবিটি খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায়, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ঐশ্বরিয়া রাইয়ের মুখাবয়ব বসিয়ে দেওয়া হয়েছে। ছবিটি জুম করে দেখা যায়, এতে নবজাতকের নাক ও কপাল ছবির নারীটির থুতনির সঙ্গে মিশে গেছে। এ ছাড়া ছবিটি যেহেতু আরেকটি এডিটেড ছবির সঙ্গে প্রচার করা হচ্ছে এবং ঐশ্বরিয়া রাইয়েরও দ্বিতীয় সন্তান জন্মের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি, সেহেতু ধারণা করা যায়, সন্তান কোলে দ্বিতীয় ছবিও এডিটেড।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পরীক্ষার আগে ডিম খাওয়া মানা- চিকিৎসা বিজ্ঞান কী বলে

শিক্ষার্থীদের ভিডিওতে আ.লীগের ড. ইউনূস–বিরোধী স্লোগান জুড়ে দিয়ে প্রচার

সিলেটে আওয়ামী লীগের মশাল মিছিল ও পিকেটিং দাবিতে ভিডিও প্রচার— জানুন আসল ঘটনা

পাইলস রোগের চিকিৎসার জন্য ড. ইউনূসের বিদেশ গমন—ভাইরাল ফটোকার্ড দুটি ভুয়া

ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন শেখ হাসিনা, ভাইরাল ভিডিওর সত্যতা কতটুকু

ড. ইউনূসের লোক মানুষকে নির্যাতন করছে দাবিতে ভিডিও প্রচার—প্রকৃত ঘটনা জানুন

মিজানুর রহমান আজহারীর নাচের ভিডিও ভাইরাল— জানুন আসল ঘটনা

নিক্সন চৌধুরী গ্রেপ্তার হওয়ার দাবিতে ভাইরাল ছবিটি এডিটেড

জাস্টিন ট্রুডোর পদত্যাগে কানাডাবাসীর উল্লাস—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা জানুন

হলিউড সাইন কি আগুনে পুড়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবির সত্যতা কী

সেকশন