ফ্যাক্টচেক ডেস্ক
কোটা আন্দোলনের চলমান প্রেক্ষাপটে ফেসবুকে দেশীয় অস্ত্র, পিস্তল, রিভলবারসহ কিছু অস্ত্রশস্ত্রের ছবি ভাইরাল হয়েছে। ‘কামরুজ্জামান খান (Kamruzzaman Khan)’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিগুলো শেয়ার করে দাবি করেন, এসব অস্ত্র সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলের। কোটা আন্দোলনের শিক্ষার্থীরা হলে এসব অস্ত্র নিয়ে উল্লাস করছেন।
আরেকটি পোস্টে কিছু শিক্ষার্থীর ছবি শেয়ার করে দাবি করা হয়েছে, ‘অসাধারণ শিক্ষার্থীদের প্রতি উদ্দেশ্য করে জিজ্ঞেস করি, অস্ত্রগুলো এখন যাদের কাছে আছে তারা কি অন্যদের জন্য নিরাপদ? এদের কি নিরস্ত্র করা জরুরি কিনা?’
আবার ‘সফেদ আশফাক তুহিন’ নামের আরেকটি অ্যাকাউন্ট থেকে অস্ত্রশস্ত্রের ছবিটি শেয়ার করে দাবি করা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে অসাধারণ কোঠা বিরোধী ছাত্রদের রুম তল্লাশি করে উদ্ধারকৃত।’
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ছবিগুলো সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের ছাত্রলীগ নিয়ন্ত্রিত কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে।
ছবি যাচাই ১: দেশীয় অস্ত্র, চাকু, পিস্তল, রিভলবার
আজকের পত্রিকার শাবিপ্রবি প্রতিনিধির পাঠানো প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রদের আবাসিক হল নিয়ন্ত্রণে নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে গায়েবানা জানাজা ও কফিন কর্মসূচির পরে হলগুলো নিয়ন্ত্রণে নেন তাঁরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শাহ পরাণ হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সৈয়দ মুজতবা আলী হলের বেশ কিছু কক্ষ নিয়ন্ত্রণে নিয়ে তল্লাশি চালান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বেশ কিছু কক্ষে দেশীয় অস্ত্র, চাকু, পিস্তল, রিভলবার ও মদের বোতল পড়ে থাকতে দেখা যায়।
ভাইরাল এ ছবিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে কোটা আন্দোলনকারী ছাত্রদের কক্ষ তল্লাশি করে উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
ছবি যাচাই ২: অস্ত্রশস্ত্রসহ তরুণদের ছবি