ফ্যাক্টচেক ডেস্ক
ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর পর থেকে সেখানেই আছেন তিনি। দেশ ছাড়ার পর গত ১৩ আগস্ট প্রথমবারের মতো শেখ হাসিনার একটি বক্তব্য ফেসবুকে প্রকাশ করেন তাঁর যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে সজীব ওয়াজেদ জয়। বক্তব্যে ১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস’ পালন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
এর আগে ১২ আগস্ট শেখ হাসিনার সঙ্গে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবীরের ফোনালাপের কিছু অংশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এসবের বাইরে সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনার কোনো উপস্থিতি দেখা যায়নি। তবে সম্প্রতি ভারত থেকে শেখ হাসিনা সরাসরি ভাষণ দিয়েছেন দাবিতে প্রায় ২৩ মিনিটের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, শেখ হাসিনা বাংলায় বক্তব্য দিচ্ছেন। একই মঞ্চে বসে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গত সোমবার (২ সেপ্টেম্বর) ‘জয় বাংলা পেইজ’ নামের একটি ফেসবুক পেজ থেকে এমন দাবিতে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত ৩১ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটি শেয়ার হয়েছে সাড়ে ৩০০–এর বেশি, রিঅ্যাকশন পড়েছে ১ হাজার ৮০০।
অর্থাৎ, শেখ হাসিনার ২০২৩ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলার বার্ষিকী স্মরণে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের ভিডিও সম্পাদনা করে নরেন্দ্র মোদির চলতি বছরের একটি অনুষ্ঠানের ভিডিও জুড়ে দিয়ে ভাইরাল ভিডিওটি তৈরি করা হয়েছে।