ফ্যাক্টচেক ডেস্ক
চলমান কোটা আন্দোলনের মধ্যে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়েছে। এতে দাবি করা হচ্ছে, কোটা সংস্কার আন্দোলনের নামে সাধারণ ছাত্র-ছাত্রীদের আবেগকে পুঁজি করে ফায়দা নিতে চায় বিএনপি। এ জন্য আমীর খসরু মাহমুদ বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের নওমি নামের এক সমন্বয়কের সঙ্গে ফোনে কথা বলছেন। সেই কথোপকথনের একটি কথিত অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ‘বাহান্ন নিউজ’ নামের একটি সংবাদমাধ্যমের ফেসবুক পেজে গতকাল বুধবার (১৭ জুলাই) কথিত অডিওটি পোস্ট করা হয়।
কথিত অডিওটিতে এক ব্যক্তিকে আমীর খসরু মাহমুদকে বলতে শোনা যায়, তোমরা কি এগুলোতে জড়িত হচ্ছ নাকি? তোমাদের মানুষজন সব নামাইয়া দাও। কুমিল্লা, ঢাকা সব জায়গায় দাও। মানুষজনকে নামাইয়া দাও ভালো করে।
প্রসঙ্গত, এটি আসলেই বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর কথোপকথন কি না তা নিশ্চিত করতে পারেনি আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।