হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

আমীর খসরুর কথোপকথন দাবিতে ভাইরাল অডিওটি কোটা আন্দোলনের নয়

ফ্যাক্টচেক ডেস্ক

চলমান কোটা আন্দোলনের মধ্যে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়েছে। এতে দাবি করা হচ্ছে, কোটা সংস্কার আন্দোলনের নামে সাধারণ ছাত্র-ছাত্রীদের আবেগকে পুঁজি করে ফায়দা নিতে চায় বিএনপি। এ জন্য আমীর খসরু মাহমুদ বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের নওমি নামের এক সমন্বয়কের সঙ্গে ফোনে কথা বলছেন। সেই কথোপকথনের একটি কথিত অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ‘বাহান্ন নিউজ’ নামের একটি সংবাদমাধ্যমের ফেসবুক পেজে গতকাল বুধবার (১৭ জুলাই) কথিত অডিওটি পোস্ট করা হয়। 

কথিত অডিওটিতে এক ব্যক্তিকে আমীর খসরু মাহমুদকে বলতে শোনা যায়, তোমরা কি এগুলোতে জড়িত হচ্ছ নাকি? তোমাদের মানুষজন সব নামাইয়া দাও। কুমিল্লা, ঢাকা সব জায়গায় দাও। মানুষজনকে নামাইয়া দাও ভালো করে। 

ফোনের অপর প্রান্তের ব্যক্তিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, তোমাদেরকেও তো চিনে না। বন্ধু-বান্ধব নিয়ে নেমে যাও এদের সঙ্গে। ঢাকায় হলে সারা দেশে এমনিতেই হবে। ... আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, আমির খসরু চৌধুরীর কথিত অডিওটি ২০১৮ সাল থেকেই ইন্টারনেটে বিদ্যমান। এর সঙ্গে বর্তমান কোটা আন্দোলনের কোনো সম্পর্ক নেই। 

২০১৮ সালে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের সময়ও কথিত অডিওটি ফেসবুকে ভাইরাল হয়েছিল। সেখানেও তাঁকে নওমি নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলতে শোনা যায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ২০১৮ সালের ৪ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অডিওটি শেয়ার করেছিলেন। অডিওটি ওই দিন অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে। 

প্রসঙ্গত, এটি আসলেই বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর কথোপকথন কি না তা নিশ্চিত করতে পারেনি আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পরীক্ষার আগে ডিম খাওয়া মানা- চিকিৎসা বিজ্ঞান কী বলে

শিক্ষার্থীদের ভিডিওতে আ.লীগের ড. ইউনূস–বিরোধী স্লোগান জুড়ে দিয়ে প্রচার

সিলেটে আওয়ামী লীগের মশাল মিছিল ও পিকেটিং দাবিতে ভিডিও প্রচার— জানুন আসল ঘটনা

পাইলস রোগের চিকিৎসার জন্য ড. ইউনূসের বিদেশ গমন—ভাইরাল ফটোকার্ড দুটি ভুয়া

ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন শেখ হাসিনা, ভাইরাল ভিডিওর সত্যতা কতটুকু

ড. ইউনূসের লোক মানুষকে নির্যাতন করছে দাবিতে ভিডিও প্রচার—প্রকৃত ঘটনা জানুন

মিজানুর রহমান আজহারীর নাচের ভিডিও ভাইরাল— জানুন আসল ঘটনা

নিক্সন চৌধুরী গ্রেপ্তার হওয়ার দাবিতে ভাইরাল ছবিটি এডিটেড

জাস্টিন ট্রুডোর পদত্যাগে কানাডাবাসীর উল্লাস—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা জানুন

হলিউড সাইন কি আগুনে পুড়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবির সত্যতা কী

সেকশন