চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি শর্ট ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, রমজানের কারণে পরীক্ষা পেছানো হয়েছে।
শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে অন্তত দুটি ভিডিওতে দাবি করা হচ্ছে, ‘অবশেষে এসএসসি পরীক্ষা ২০২৪ পেছানো হবে। ফেব্রুয়ারিতে রোজা, তাই পরীক্ষা শুরু হবে এপ্রিল মাসের ১ তারিখ থেকে।’ সদ্য সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির একটি ছবিসহ ভিডিওটি প্রচার করা হচ্ছে। এর মধ্যে ভাইরাল ভিডিওটি আজ রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত ৯ লাখ বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে সাড়ে ৫০০ বার। ভিডিওটিতে রিঅ্যাকশন পড়েছে ১৫ হাজার।
টিকটকের পোস্ট দুটিতে ২০২৪ সালের রমজান মাস ফেব্রুয়ারিতে শুরু হবে বলে যে দাবি করা হয়েছে, সেটিও সঠিক নয়। আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সোসাইটি জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানের ভিত্তিতে ২০২৪ সালের ১২ মার্চ (বৃহস্পতিবার) থেকে পবিত্র রমজান শুরু হতে পারে এবং শেষ হতে পারে ১১ এপ্রিল, শুক্রবার। অবশ্য রমজান মাসের শুরু হওয়ার আনুষ্ঠানিক তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
এ ছাড়া আরবি বছর হিসাব করা হয় চান্দ্রবর্ষের ভিত্তিতে, আর গ্রেগরিয়ান ক্যালেন্ডার সৌরবর্ষের ভিত্তিতে। আরবি মাসের গণনা শুরু হয় সূর্য ডোবার পর থেকে। আরবি বর্ষ সাধারণত সৌর বর্ষের চেয়ে ১০ থেকে ১১ দিন কম হয়। সে হিসাবে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, প্রতিবছর রমজান মাস শুরু হয় আগের বছরের একই তারিখের ১০ থেকে ১১ দিন আগে। ২০২৩ সালে রমজান মাস শুরু হয় ২৩ মার্চ। হিসাব অনুযায়ী, চলতি ২০২৪ সালে রমজান মাস শুরু হওয়ার কথা মার্চের প্রথম দিকে। এ বছর ফেব্রুয়ারিতে রমজান শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই।