ফ্যাক্টচেক ডেস্ক
অভিনেত্রী তানজিন তিশার হাসপাতালের পোশাক পরা একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে দাবি করা হচ্ছে, তিনি আসলেই আত্মহত্যা করতে গিয়েছিলেন। হাসান ভ্লগস নামে এক ফেসবুক পেজ থেকে গত রোববার (১৯ নভেম্বর) প্রচারিত এমন এক ভিডিও আজ বুধবার (২২ নভেম্বর) বেলা ১টা পর্যন্ত প্রায় ১৩ লাখ বার দেখা হয়েছে। এতে প্রতিক্রিয়া পড়েছে প্রায় ১০ হাজার এবং দুশোর বেশি মন্তব্য পড়েছে। পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।
অনুসন্ধানে দেখা যায়, তানজিন তিশা আত্মহত্যা করতে গিয়েছিলেন দাবি করে প্রচারিত ভিডিওটি একটি নাটকের অংশ।
রিভার্স ইমেজ অনুসন্ধানে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে সুলতান এন্টারটেইনমেন্ট নামে এক ইউটিউব চ্যানেলে চলতি বছরের গত ১৪ ফেব্রুয়ারি ‘কোথায় খুঁজি তারে নামে’ একটি নাটক খুঁজে পাওয়া যায়। নাটকটির ৩৭ মিনিট সময়কালের সঙ্গে ফেসবুকে প্রচারিত দৃশ্যটির মিল খুঁজে পাওয়া যায়। নাটকটি দেখুন এখানে।
প্রসঙ্গত, ১৫ নভেম্বর তানজিন তিশা হঠাৎ হাসপাতালে ভর্তি হন। রাজারবাগের বাসা থেকে তাঁর বোন তাঁকে নিয়ে হাসপাতালে যান। তানজিন তিশার অসুস্থতা বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া না গেলেও গণমাধ্যমে তাঁর ‘আত্মহত্যা চেষ্টার’ গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে ১৬ নভেম্বর সন্ধ্যায় আত্মহত্যা চেষ্টার খবরটিকে ভুল বলে জানান অভিনেত্রী নিজেই। সেদিন সন্ধ্যায় ফেসবুকে বিষয়টি নিয়ে পোস্ট দেন তিশা।
সিদ্ধান্ত
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে চলতি বছরের গত ১৪ ফেব্রুয়ারি তানজিন তিশা ও ফারহান অভিনীত ‘কোথায় খুঁজি তারে’ নামে একটি নাটক মুক্তি পায়। এতে তিশা ক্যানসার আক্রান্ত রোগীর চরিত্রে অভিনয় করেন। ওই নাটকের খণ্ডিত অংশ তানজিন তিশার সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে প্রচার করে দাবি করা হচ্ছে, তিনি আসলেই আত্মহত্যা করতে গিয়েছিলেন।