‘আলহামদুলিল্লাহ! আবারও বিশ্ব সেরা হলেন হাফেজ সালেহ আহমেদ তাকরিম। দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ৭০টি দেশকে পেছনে ফেলে আবারও বিশ্বসেরা হলেন কিশোর হাফেজ সালেহ আহমেদ তাকরিম’— এমন একটি তথ্য ফেসবুকের বিভিন্ন গ্রুপ, পেজ ও অ্যাকাউন্ট থেকে প্রচার করে সৌদি আরবে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় চতুর্থ বিভাগে তৃতীয় স্থান অর্জন করা হাফেজ সালেহ আহমেদ তাকরিমকে অভিনন্দন ও শুভকামনা জানানো হচ্ছে।
অভিনেত্রী রাজ রিপাও তাঁর ফেসবুক ওয়ালে এ তথ্য শেয়ার করে সালেহ আহমেদ তাকরিমকে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা—২০২৪ এ বিশ্বের ৭০ টি দেশকে পেছনে ফেলে আবারও বিশ্বসেরা হলেন বাংলাদেশের গর্ব কিশোর হাফেজ সালেহ আহমেদ তাকরিম।’
তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা গেছে, কিশোর হাফেজ সালেহ আহমেদ তাকরিমের ২০২৪ সালের দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়ার দাবিটি সঠিক নয়।
আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সোসাইটি ২০২৪ সালে রমজান মাসের শুরুর তারিখ সম্পর্কে জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানের ভিত্তিতে ২০২৪ সালের ১২ মার্চ (বৃহস্পতিবার) থেকে পবিত্র রমজান শুরু হতে পারে এবং শেষ হতে পারে ১১ এপ্রিল, শুক্রবার। অবশ্য রমজান মাসের শুরু হওয়ার আনুষ্ঠানিক তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
দুবাই ইন্টারন্যাশনাল হোলি কোরআন অ্যাওয়ার্ডের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যের সূত্রে অনুসন্ধানে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট খুঁজে গত বছরের ২৯ নভেম্বর দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা—২০২৪ নিয়ে একটি বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়।
ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক আনিসুর রহমান সরকার স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, চলতি বছরের দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার সম্ভাব্য তারিখ ১ থেকে ১৪ রমজান ১৪৪৫ হিজরি মোতাবেক ১২ থেকে ২৫ মার্চ ২০২৪। প্রতিযোগিতায় অংশগ্রহণের শর্তাবলির মধ্যে তৃতীয় শর্ত হিসেবে বলা হয়েছে, যারা ইতিপূর্বে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, তাদের আবেদন করার প্রয়োজন নেই।
প্রসঙ্গত, ২০২৩ সালে দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ২৬তম আসরে প্রতিযোগিতায় অংশ নিয়ে স্ব বিভাগে প্রথম হয়েছিলেন সালেহ আহমেদ তাকরিম। তাই ইসলামিক ফাউন্ডেশনের উল্লিখিত তৃতীয় শর্ত হিসেবে এ প্রতিযোগিতায় সালেহ আহমেদ তাকরিমের আর অংশগ্রহণের সুযোগ নেই।
পরে বিজ্ঞপ্তিটি সম্পর্কে আরও জানতে দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক আনিসুর রহমান সরকারের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। তিনি আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগকে বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তথ্যটি সঠিক নয়। এটি ২০২৩ হবে। ২০২৪ সালের দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা এখনো অনুষ্ঠিত হয়নি।’
তিনি আরও বলেন, ‘যেহেতু সালেহ আহমেদ তাকরিম একবার অংশগ্রহণ করে পুরস্কার জিতেছে, তাই আর তাঁর অংশগ্রহণের সুযোগ নেই। এ বছর বাংলাদেশ থেকে ফয়সাল আহমেদ একজন প্রতিযোগী অংশ নেবেন।’
ওপরের আলোচনা থেকে স্পষ্ট, ২০২৪ সালের দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা এখনো অনুষ্ঠিত হয়নি এবং সালেহ আহমেদ তাকরিম পূর্বে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় তিনি আর এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তথ্যটি সঠিক নয়।