Ajker Patrika
হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

এই ছবির ২৯ বিজ্ঞানীর ২৮ জনই কি নোবেল পুরস্কার পেয়েছিলেন  

ফ্যাক্টচেক ডেস্ক

এই ছবির ২৯ বিজ্ঞানীর ২৮ জনই কি নোবেল পুরস্কার পেয়েছিলেন  

‘এটি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বুদ্ধিমান লোকেদের গ্রুপ ফটো। ছবিটিতে আছেন আলবার্ট আইনস্টাইন, ম্যারি কুরি, নিল বোর এবং অন্যান্য’— এমন শিরোনামে সম্প্রতি ফেসবুকের বিজ্ঞান বিষয়ক বিভিন্ন গ্রুপে বিজ্ঞানীদের সাদাকালো গ্রুপ ছবি ভাইরাল হয়েছে। ছবি সম্পর্কে দাবি করা হচ্ছে, এখানে থাকা ২৯ জনের মধ্যে ২৮ জনই নোবেল পুরস্কার জিতেছিলেন। এই তথ্যের সূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে উইকিপিডিয়া। ‘মহাকাশ, বিজ্ঞান ও প্রযুক্তি’ নামের ৬ লাখ সদস্যের একটি গ্রুপে গত ১২ মার্চ এমন একটি পোস্ট করা হয় ‘বিশ্ব ও মহাকাশ’ নামের পেজ থেকে। কমেন্টবক্সে ফেসবুক ব্যবহারকারীরা নোবেল না পাওয়া বাকি একজন সম্পর্কে জানতে চেয়ে মন্তব্য করেছেন।ছবিটি সম্পর্কে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চে নোবেল পুরস্কারের ওয়েবসাইট দ্য নোবেল প্রাইজে খুঁজে পাওয়া যায়। আর্থার এইচ কম্পটন ফটো গ্যালারি শিরোনামে ওয়েবসাইটে ছবিটি পোস্ট করা হয়েছে। ছবিটি সম্পর্কে বলা হয়েছে, এটি তোলা হয়েছে ১৯২৭ সালের অক্টোবরে, ইলেকট্রন ও প্রোটন বিষয়ক ৫ম সলভে আন্তর্জাতিক সম্মেলনের সময়। এ সময় বিশ্বের বিভিন্ন প্রান্তের বিখ্যাত পদার্থবিদরা সে সময় আবিষ্কার হওয়া কোয়ান্টাম তত্ত্ব নিয়ে আলোচনার জন্য একত্রিত হয়েছিলেন। ছবিটি তুলেছিলেন বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত সলভে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ফিজিক্সের বেঞ্জামিন কুপ্রি। 

বিজ্ঞানীদের গ্রুপ ছবিটিতে থাকা ১৭ জন বিজ্ঞানী নোবেল পেয়েছিলেন। ছবি: নোবেল প্রাইজ ওয়েবসাইট গ্রুপ ছবিটিতে ছিলেন পেছনের সারিতে বাম থেকে ডানে: অগাস্ট পিকার্ড, এমিল হেনরিয়ট, পল এহরেনফেস্ট, এডওয়ার্ড হার্জেন, থিওফিল ডি ডোন্ডার, এরউইন শ্রোডিঙ্গার, জুলস-এমাইল ভার্শাফেল্ট, উলফগ্যাং পাউলি, ওয়ার্নার হাইজেনবার্গ, রাল্ফ হাওয়ার্ড ফাউলার, লিওন ব্রিল।

মাঝের সারিতে বাম থেকে ডানে: পিটার ডেবি, মার্টিন নুডসেন, উইলিয়াম লরেন্স ব্র্যাগ, হেনড্রিক অ্যান্থনি ক্রামার্স, পল ডিরাক, আর্থার কম্পটন, লুই ডি ব্রগলি, ম্যাক্স বর্ন, নিলস বোর। 

সামনের সারিতে বাম থেকে ডানে: আরভিং ল্যাংমুইর, ম্যাক্স প্ল্যাঙ্ক, মেরি স্ক্লোডোস্কা কুরি, হেনড্রিক লরেন্টজ, আলবার্ট আইনস্টাইন, পল ল্যাঙ্গেভিন, চার্লস-ইউগেন গাই, চার্লস থমসন রিস উইলসন, ওয়েন উইলান্স রিচার্ডসন। বিজ্ঞানীদের সম্পর্কে ওয়েবসাইটটিতে বলা হয়, ছবিতে থাকা ২৯ বিজ্ঞানীর ১৭ জনই নোবেল পুরস্কার জিতেছিলেন। 

নোবেল পুরস্কারের অফিশিয়াল ফেসবুক পেজেও একই ছবি খুঁজে পাওয়া যায়। ২০১৬ সালের ১৬ নভেম্বর একই তথ্য দিয়ে পেজটিতে ছবিটি পোস্ট করা হয়েছিল। সেখানেও বলা হয়, ছবিতে থাকা ২৯ বিজ্ঞানীর মধ্যে নোবেল পেয়েছিলেন ১৭ জন। এর মধ্যে মেরি কুরি পেয়েছেন দুইবার। অর্থাৎ ২৯ জনের মধ্যে ২৮ জনেরই নোবেল পুরস্কার জেতার তথ্যটি সঠিক নয়। 

১৭ জন নোবেল বিজয়ী কারা? 
নোবেল প্রাইজের ওয়েবসাইট খুঁজে দেখা যায়, গ্রুপ ছবিটিতে থাকা যেই ১৭ জন নোবেল পেয়েছিলেন তাঁরা হলেন, হেনড্রিক লরেন্টজ (১৯০২), মেরি স্ক্লোডোস্কা কুরি (পদার্থে ১৯০৩, রসায়নে ১৯১১), উইলিয়াম লরেন্স ব্র্যাগ (১৯১৫), ম্যাক্স প্ল্যাঙ্ক (১৯১৮), আলবার্ট আইনস্টাইন (১৯২১), নিলস বোর (১৯২২), চার্লস থমসন রিস উইলসন (১৯২৭), আর্থার কম্পটন (১৯২৭), ওয়েন উইলান্স রিচার্ডসন (১৯২৮), লুই ডি ব্রগলি (১৯২৯), ওয়ার্নার হাইজেনবার্গ (১৯৩২), আরভিং ল্যাংমুইর (১৯৩২), এরউইন শ্রোডিঙ্গার (১৯৩৩), পল ডিরাক (১৯৩৩), পিটার ডেবি (১৯৩৬), উলফগ্যাং পাউলি (১৯৪৫), ম্যাক্স বর্ন (১৯৫৪)। তাঁরা নোবেল জিতেছিলেন পদার্থ ও রসায়ন শাস্ত্রে।
 
ছবিতে ছিলেন কিন্তু নোবেল পাননি যারা: অগাস্ট পিকার্ড, এমিল হেনরিয়ট, পল এহরেনফেস্ট, এডওয়ার্ড হার্জেন, থিওফিল ডি ডোন্ডার, জুলস-এমাইল ভার্শাফেল্ট, রাল্ফ হাওয়ার্ড ফাউলার, লিওন ব্রিল, মার্টিন নুডসেন, হেনড্রিক অ্যান্থনি ক্রামার্স, পল ল্যাঙ্গেভিন, চার্লস-ইউগেন গাই।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

‘দেশ লুটেরা–মাফিয়াদের কবলে’— অন্তর্বর্তী সরকার নয়, আ.লীগের উদ্দেশে বলেছিলেন মির্জা ফখরুল

ভোক্তা অধিকারের অভিযানকে রেস্তোরাঁয় সমন্বয়কদের চাঁদাবাজি বলে প্রচার

ছদ্মবেশে বাসায় ঢুকে শিশু চুরির ভিডিওটি সাজানো

দুই নারীর ব্যাগ থেকে লাশ উদ্ধারের দাবিতে ছড়ানো ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের

ঢাকায় আউটসোর্সিং কর্মচারীদের বিক্ষোভকে আ.লীগের প্রকাশ্য মিছিল বলে প্রচার

দেশে ডাকাতির ভিডিওর দাবিতে ছড়াল ইন্দোনেশিয়ার ভিডিও

ঢাকার রাস্তায় ধর্ষণের দৃশ্য দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি ভারতের

ট্রাম্পের গাড়িবহরকে আইসিসির শুনানিতে শেখ হাসিনার লবিস্টদের বহর দাবিতে প্রচার

ভারতীয় অভিনেত্রীর উন্মুক্ত বক্ষের দৃশ্যকে বাংলাদেশি তরুণীর ধর্ষণবিরোধী প্রতিবাদ বলে প্রচার

‘তরুণীকে ১৮ জন মিলে ধর্ষণ ও হত্যা’ দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি পুরোনো